এই সময় টিআরপিতে ভালো ফল না করলেই কোপ পড়ে ধারাবাহিকের উপর। কখনও কখনও ৩-৪ মাসেও বন্ধ হয়ে যায় ধারাবাহিক। এমন অবস্থায় দাঁড়িয়েও দেখতে দেখতে দুই বছর পার করতে চলল অনুরাগের ছোঁয়া। হ্যাঁ, এদিন ৭০০ পর্ব পার করে ফেলল দীপা, সূর্যর গল্প।
আরও পড়ুন: 'কী দুর্ধর্ষ একটা সফর...', মিস ইউনিভার্স খেতাব জয়ের তিন দশক পার, নস্টালজিয়ায় ভাসলেন সুস্মিতা
অনুরাগের ছোঁয়ার ৭০০ পর্ব
স্টার জলসার অন্যতম জনপ্রিয় ধারাবাহিক হল অনুরাগের ছোঁয়া। একটা সময় এক টানা টিআরপি তালিকার শীর্ষে থাকত এই মেগা। সূর্য দীপার রসায়ন তো বটেই দুই খুদে সোনা রূপার অভিনয়ও সহজেই মন কেড়েছিল দর্শকদের। আর সেই ভালোবাসার উপরেই ভর দিয়ে এই মেগা ৭০০ পর্ব পার করে ফেলল।
আরও পড়ুন: প্রবল গরমে হিট স্ট্রোক শাহরুখের, তড়িঘড়ি নিয়ে যাওয়া হয় হাসপাতালে, এখন কেমন আছেন?
অনুরাগের ছোঁয়া নিয়ে কী লিখলেন দিব্যজ্যোতি দত্ত?
এদিন সূর্য ওরফে দিব্যজ্যোতি দত্ত ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন। সেখানে ছবিতে দেখা যাচ্ছে লেখা 'অনুরাগের ছোঁয়া ৭০০ অন স্ট্রাইক।' এই ছবিটি পোস্ট করে তিনি ক্যাপশনে লেখেন, 'আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।'
অনেকেই তাঁদের এই পোস্টে মন্তব্য করেছেন। এক ব্যক্তি লেখেন, 'এর পরের টার্গেট ১০০০ পর্ব।' আরেকজন লেখেন, 'মনেই হল না। কবে ৭০০ পর্ব কেটে গেল। আরও অনেকদিন চলুক এই মেগা।' আরও অনেকেই শুভেচ্ছা জানিয়েছেন এই মেগার এই সাফল্যের জন্য।
আরও পড়ুন: কেকেআরের বোলিংয়ে কুপোকাত হায়দরাবাদ, উচ্ছ্বাসে ফেটে পড়লেন সুহানা গম্ভীর, ছেলেকে জাপটে আদর শাহরুখের
কী দেখা যাচ্ছে এখন অনুরাগের ছোঁয়ায়?
অনুরাগের ছোঁয়ায় এখন দেখা যাচ্ছে সূর্যর খোঁজ পাওয়া গিয়েছে। সে একটি মানসিক হাসপাতালে আছে। দীপা খোঁজ পেয়েছে তার। সেখানে গিয়েছে সে। কিন্তু কী করে বরকে সুস্থ করে আবার নিজের কাছে ফিরিয়ে আনবে সে, বা তাঁদের ভাঙা সম্পর্ক আর জোড়া লাগবে কিনা সেটাই এখন দেখার।