Anurager Chowa: 'অনুরাগের ছোঁয়া'র 'হিংসুকুটি'কে কিন্তু মোটেই অমন দেখতে নয়! দেখুন সোনা-রূপার আসল রূপ
Updated: 28 Jun 2023, 08:30 AM IST Piu Dey 28 Jun 2023 Anurager chowa, surja Deepa, swastika Ghosh, dibyojyoti, mishita roychowdhury, srishti Mazumder, star jalsha, anurager Chowa serial castAnurager Chowa: লাগাতার কয়েক সপ্তাহ কেন মাস ধরে বেঙ্গল টপার হয়ে আসছে সূর্য দীপার কেমিস্ট্রি, ওরফে অনুরাগের ছোঁয়া। যদিও এখন আর তাঁদের কেমিস্ট্রি নয়, ঝগড়াই দেখা যায় কেবল। তবে এই শোয়ের প্রধান আকর্ষণ এখন দুজন, সোনা আর রূপা। তাদের মিষ্টি অভিনয় মন জয় করেছে সবার। কিন্তু ওদের আসল পরিচয় কী?
পরবর্তী ফটো গ্যালারি