বাংলা নিউজ > বায়োস্কোপ > Anurarag Kashyap daughter Aaliyah: ২২ বছরে প্রেমিকের সঙ্গে বাগদান, ‘পেকে ঝুনো’ কটাক্ষ আলিয়াকে! ট্রোলে জবাব অনুরাগ-কন্যার

Anurarag Kashyap daughter Aaliyah: ২২ বছরে প্রেমিকের সঙ্গে বাগদান, ‘পেকে ঝুনো’ কটাক্ষ আলিয়াকে! ট্রোলে জবাব অনুরাগ-কন্যার

মাত্র ২২ বছর বয়সে বাগদান করে ট্রোলারদের আক্রমণে অনুরাগ কন্যা আলিয়া। 

গত মাসেই বালিতে আংটি বদল সাড়েন অনুরাগ কন্যা আলিয়া কাশ্যপ। ২২ বছরের তারকা কন্যার এহেন কাজ অনেকেই ভালো চোখে দেখেননি। আলিয়া একজন জনপ্রিয় ইউটিউবার। 

অনুরাগ কাশ্যপের মেয়ে আলিয়া কাশ্যপ কিছুদিন আগেই বাগদান সাড়েন প্রেমিক শেন গ্রেগোয়ারের সঙ্গে। গত মাসে সেই ছবিগুলি বেশ ভাইরাল হয়েছিল সোশ্যাল মিডিয়ায়। নেটপাড়া থেকে ভালোবাসা যেমন এসেছিল, তেমনি শেছিল চরম কটাক্ষও। সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের এনগেজমেন্ট নিয়ে মুখ খুললেন আলিয়া। জানালেন, মাত্র ২২ বছর বয়সে বাদগান করার কারণে অনেকেই তাঁকে কটাক্ষ করেন সোশ্যালে। সঙ্গে বিয়ের পরিকল্পনা কবে রয়েছে সেটাও ভাগ করে নিলেন কথা প্রসঙ্গে। 

সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার আলিয়া। ইউটিউবে তাঁর সাম্প্রতিক ভ্লগে আলিয়া স্বীকার করেছেন যে, তিনি এই বাগদান নিয়ে অনেক কটাক্ষে ভরা কমেন্ট পেয়েছেন। যদিও এসব নিয়ে তিনি খুব বেশি বিচলিত নন। আলিয়ার কথায়, ‘আমার জন্য, এটাই আমার জীবন। যদি আমি প্রস্তুত বোধ করি, আমি প্রস্তুত বোধ করি। আমরা দুজনেই প্রস্তুত। আমরা অনেকদিন ধরেই এই ব্যাপারটা নিয়ে কথা বলছিলাম। গত ৬ মাস ধরে আমরা একসঙ্গে থাকছিলামও। আমাদের সম্পর্ক গত ৩ বছরের। আমি জানি আমি এই সম্পর্কের মধ্যে খুব খুশি, এবং সে আমার আত্মার সঙ্গী।’ আলিয়া নিজের বক্তব্যে আরও যোগ করেন, শন সম্পর্কে প্রথম থেকেই তাঁর মনে কোনও সন্দেহ ছিল না। এমনকী প্রথম দেখাতেই ঠিক করে ফেলেছিলেন যে তিনি একেই বিয়ে করবেন। 

অনুরাগ-কন্যার কথায়, ‘কিছু মানুষ যদি আমার অল্প বয়সে বিয়ের সিদ্ধান্ত নিয়ে ঘৃণা ছড়ায়, আমার সত্যিই কিছু করার নেই। আমি জানি আমার বয়স কম, তরুণ। কিন্তু আমি সেটা নিয়ে চিন্তা করি না।’ শেন যিনি প্রেমিকার পাশে থেকে প্রশ্নের জবাব দিচ্ছিলেন বলেন, ‘আমি মনে করি না এটি একটি বড় বিষয়। আমি ব্যাপারটা মোটেই সেভাবে দেখছি না। এটা সত্যিই বোকামি যে লোকেরা এত বড় জিনিস তৈরি করছে এটা নিয়ে।’

পরিচালক কন্যা আরও যোগ করেন নিজের কথায়, ‘আমি মনে করি না যে আপনার বয়স গুরুত্বপূর্ণ, কোনও সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসল হল আপনি মানসিকভাবে কতটা পরিপক্ক। স্পষ্টতই, বিয়ে একটি বিশাল সিদ্ধান্ত। আমি যে কোনও ২০ বছরের মেয়েকে বিয়ে করার পরামর্শ দেব না। এটা একান্তই আমার ব্যক্তিগত পছন্দ।’

আলিয়া চলচ্চিত্র নির্মাতা অনুরাগ কাশ্যপ এবং তার প্রথম স্ত্রী আরতি বাজাজের মেয়ে । বালিতে আলিয়াকে বিয়ের প্রস্তাব দেন শেন গ্রেগোয়ার। আলিয়া একজন জনপ্রিয় ইউটিউবার, শেন তাঁর নিজের ব্যবসা চালান।

আলিয়া জানান ২০২৩ সালের অগস্টেই তাঁরা বাগদানের পার্টি রাখবেন। আর দেড় থেকে ২ বছর পর বিয়ে করতে চান। 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন