বিগত বেশ কিছুদিন ধরেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে অনুষা বিশ্বনাথনকে মন দিয়েছেন আদিত্য সেনগুপ্ত। এবার তাঁদের সেই প্রেমের গুঞ্জনের মধ্যেই দুজনকে একসঙ্গে পোল্যান্ডে দেখা গেল। সেখানে তাঁরা জুটি বেঁধে দেখতে গিয়েছেন টেলর সুইফটের কনসার্ট। আর সেখান থেকে একাধিক ছবি এবং ভিডিয়ো পোস্ট করলেন তাঁরা। আর তারপরই এই গুঞ্জনে যেন ঘৃতাহুতি পড়ল।
আরও পড়ুন: 'একটা সময় এমন এসেছিল যখন আমি সম্পূর্ণ একা হয়ে...' বিগ বস OTT ৩ জয়, তবুও কেন এমনটা বললেন সানা?
কী ঘটেছে?
আদিত্য সেনগুপ্ত প্রজাপতি বিস্কুট ছবিটির মাধ্যমে টলিউডে পা রাখেন। এরপর তিনি পরিচালনায় মন দেন। খেয়ালি দস্তিদার এবং দেবাংশু সেনগুপ্তর ছেলের মিশন দুগ্গা দুগ্গায় কাজ করেন অনুষা। তখন থেকেই শুরু হয় তাঁদের প্রেম চর্চা। জানা যায় এই ছবির সেটেই নাকি অভিনেত্রীকে মন দিয়ে বসেন আদিত্য। এরপর একাধিকবার তাঁদের নানা জায়গায় একসঙ্গে দেখা গিয়েছে। সম্প্রতি দেখা গিয়েছে টেলর সুইফটের কনসার্টে।
টেলর সুইফট বর্তমানে ইউরোপের নানা জায়গায় শো করছেন। সম্প্রতি পোল্যান্ডের ওয়ারশে শো ছিল তাঁর। সেখানেই অনুষা এবং আদিত্যকে একসঙ্গে দেখা গেল।
এদিন অনুষা তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে যে ছবি ভিডিয়ো পোস্ট করেছেন সেখানে তাঁকে শাড়ি পরে থাকতে দেখা যাচ্ছে। পাশে শার্ট এবং ট্রাউজার পরে দাঁড়িয়ে থাকতে দেখা যায় আদিত্যকে। একটি ছবিতে আদিত্য অনুষাকে জড়িয়ে ধরে আছেন। আর তাঁদের এই ছবিগুলো দেখেই উসকে গিয়েছে প্রেম চর্চা। তবে কি বিদেশে মাটিতে দাঁড়িয়েই প্রেমের জল্পনা সিলমোহর দিলেন তাঁরা? না, এখনও এই বিষয়ে তাঁরা নিজেরা কিছুই জানাননি। কিন্তু তাঁদের অনুরাগীদের অনুমান সেটাই।
প্রসঙ্গত অনুষা বিশ্বনাথন একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন। তবে তিনি বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন জল থই থই ভালোবাসা ধারাবাহিকের হাত ধরে। তিনি অশোক বিশ্বনাথন এবং মধুবন্তী মৈত্রর মেয়ে।