পান থেকে চুন খসলেই ধারাবাহিক বন্ধ করার নতুন চল শুরু হয়েছে। টিআরপি কম থাকার কারণে এখন মাস তিনের মধ্যেও ধারাবাহিক বন্ধ হতে দেখা গিয়েছে। এমনকী ধারাবাহিকের দুনিয়ার ‘রানি’ অপরাজিতা আঢ্যও এর হাত থেকে বাঁচতে পারলেন না। মাত্র ৯ মাস আগে শুরু হয়েছিল জল থই থই ভালোবাসা। রাত ৯টার স্লট দখলেও রেখেছিল গোটা টিম। তবে হঠাৎই সেই জায়গায় দেওয়া হল অন্য সিরিয়াল।
১৭ই জুন থেকে রাত ৯টায় শুরু হচ্ছে সোনামণি সাহা ও হানি বাফনা অভিনীত শুভ বিবাহ। আর ফলে বন্ধ হতে হচ্ছে জল থই থই ভালোবাসা-কে। প্রথমে অনেকেই ভেবেছিলেন, হয়তো অন্য স্লট দেওয়া হবে কোজাগরীকে। কিন্তু তা আর হল না।
আরও পড়ুন: সৌজন্যের টলিউড! রুক্মিণীর হাত ধরে দেবের ‘ব্যুমেরাং’, গন্তব্য ‘অযোগ্য’ প্রসেনজিৎ-ঋতুপর্ণা
জল থই থই ভালোবাসা অসময়ে বন্ধ হওয়া নিয়ে অবশেষে মুখ খুললেন ‘তোতা’ ওরফে অনুশা বিশ্বনাথন। HAR News-কে জানালেন, ‘আমার তো একটু মনটা খারাপ। শেষ হয়ে যাচ্ছে বলতে, এখনও শ্যুটিং শেষ হয়নি। তবে সেটে আমরা সকলে খুব মিলেমিশে থাকতাম। একসঙ্গে খাওয়া-দাওয়া করতাম। সেটাকে খুব মিস করব। তবে সব ভালো জিনিসেরই তো একটা শেষ আছে।’
আরও পড়ুন: বনি-কৌশানির বিয়ের আলোচনা তুঙ্গে, প্রি ওয়েডিং ট্রিপে গেলেন নাকি! এটা দেশ না বিদেশ
‘দর্শকরা যে ভালোবাসা আমাদের দিচ্ছেন, আমি সোশ্যাল মিডিয়ায় দেখছি বলছে যে, 'কেন এটা শেষ হচ্ছে। আমাদের খারাপ লাগছে।' আমি তাঁদের উদ্দেশে বলতে চাই, আমরা পরে অবশ্যই এরকম আরও ভালো ভালো কাজ আনব। এই এত যে ভালোবাসা ওঁরা আমাদের দিয়েছেন, তার জন্য আমি কৃতজ্ঞ।’, আরও বললেন অনুশা।
আরও পড়ুন: লন্ডন থেকে ভারতে পা! ক্যাটরিনার ‘বেবি বাম্প’ দেখে চমকাল সকলে, দেখুন ভিকির বউকে
তবে 'জল থই থই ভালোবাসা'র দর্শকদের জন্য রয়েছে একটা খুশির খবর। আর তা হল আসমান ওরফে ইন্দ্রাশিস। যাকে খুব জলদিই ফের দেখা যাবে অন্য একটা সিলিয়ালে। আর তা হল ‘হর গৌরী পাইস হোটেল’। শঙ্কর অর্থাৎ রাহুল মজুমদারের চরিত্রটি আর থাকছে না। কারণ ধারাবাহিক ১৫ বছর এগিয়ে নিয়ে যাচ্ছে গল্প। শুভস্মিতা-ইন্দ্রাশিসের যুগলবন্দি দর্শক কতটা আপন করে নেবে সেটাই এখন দেখার।
রাহুল নাকি নিজেই সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ‘হরগৌরী পাইস হোটেল’ থেকে। এখনই ২৫ বছরের মেয়ের বাবার চরিত্রে অভিনয় করতে রাজি নন তিনি।