বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হল। ভালোবাসার মাসেই কোল আলো করে এল তাঁদের একরত্তি। এদিন অনুষ্কা শর্মা নিজেই সেই খুশির খবর ভাগ করে নিলেন। মেয়ের পর এবার ছেলে হল বিরুষ্কার। গত ১৫ ফেব্রুয়ারি জন্ম হয়েছে তার।
বিরাট এবং অনুষ্কার দ্বিতীয় সন্তান আকায়
বিগত বেশ কয়েক মাস মূলত বিশ্বকাপের সময় থেকেই কানাঘুষোয় শোনা যাচ্ছিল যে অনুষ্কা সন্তানসম্ভবা। তবে এই বিষয়ে তাঁরা দুজনেই মুখে কুলুপ এঁটে রেখেছিলেন। তবে এদিন, ২০ ফেব্রুয়ারি একটি পোস্ট করে অভিনেত্রী জানান তাঁদের দ্বিতীয় সন্তান ভূমিষ্ঠ হয়েছে।
আরও পড়ুন: বামপন্থীদের অপমানে ভারত ছেড়ে বাংলাদেশে যেতে চান কবীর সুমন! লিখলেন, 'ওঁরা আমায় গানওয়ালা বলে...'
অনুষ্কা এবং বিরাটের ছেলের নাম তাঁরা রেখেছেন অকায়। ভামিকার ভাই ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেছে। এদিন অনুষ্কা তাঁর পোস্টে এই খুশির খবর ভাগ করে লেখেন, 'ভীষণ আনন্দ এবং খুশির সঙ্গে সবাইকে জানাচ্ছি যে ১৫ ফেব্রুয়ারি আমাদের ছেলে হয়েছে। মন ভরা খুশি নিয়ে জানাচ্ছি ভামিকার ভাই হয়েছে, নাম অকায়।' তিনি এদিন আরও লেখেন, 'আপনাদের সবার আশীর্বাদ প্রার্থনা করছি আমাদের জীবনের এই দুর্দান্ত সময়ের জন্য। একই সঙ্গে চাইব আপনারা যেন আমাদের এই ব্যক্তিগত সময়টা সঠিক ভাবে উপভোগ করতে দেন। প্রাইভেসি বজায় রাখতে দেন। ভালোবাসা এবং কৃতজ্ঞতা স্বীকারে বিরাট এবং অনুষ্কা।'
কে কী বলছেন?
এদিন অনুষ্কা শর্মা এই পোস্টটি করার পরই অনেকে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। রণবীর সিং অনেকগুলো হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন। সোনম কাপুরের শুভেচ্ছা জানিয়েছেন। তাঁদের এক অনুরাগী লেখেন, 'ওয়েলকাম জুনিয়র। বাবার মতোই হয়ও।' আরেকজন লেখেন, 'আমি কেঁদে ফেলেছি খবরটা পেয়ে। খুব আনন্দের খবর। ভালো থেকো চারজনে।'