‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং শেষ করলেন বলিউড অভিনেত্রী অনুষ্কা শর্মা। রবিবার শ্যুটিং ব়্যাপ আপের কথা জানিয়েছেন বলি ডিভা। ইনস্টাগ্রাম স্টোরিতে ছবি শেয়ার করে অনুষ্কা ক্যাপশন জানিয়েছেন, ‘শিডিউল র্যাপ’ সঙ্গে হাত মেলানো এবং ক্রিকেট ইমোটিকন জুড়ে দিয়েছেন তিনি।
আসন্ন সিনেমা ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিংয়ের জন্য দীর্ঘদিন ব্রিটেনে ছিলেন অনুষ্কা। সঙ্গে ছিল অভিনেত্রীর একরত্তি মেয়ে ভামিকাও। মেয়ের সঙ্গে ব্রিটেনের রাস্তায় ঘুরে বেড়ানোর একাধিক ঝলক নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন অনুষ্কা। আরও পড়ুন: God Father Hindi Trailer: একফ্রেমে চিরঞ্জীবী-সলমন, অ্যাকশনে ভরপুর ‘গডফাদার’-এর ট্রেলার
২০১৮ সালে মুক্তি পেয়েছিল ‘জিরো’। এই ছবির ভরাডুবির পর স্ক্রিন থেকে পুরোপুরি গায়েব অনুষ্কা শর্মা। গত চার বছরে অনেকখানি পালটেছে নায়িকার জীবন। অভিনেত্রী, বিরাট ঘরণী হওয়ার পাশাপাশি এখন আরও একটি ভূমিকা যোগ হয়েছে অনুষ্কার জীবনে। এখন তিনি একরত্তি ভামিকার মা। আরও পড়ুন: কেক কাটছেন রণবীর, ভক্তদের সঙ্গে ‘কেসারিয়া’ গেয়ে উঠলেন আলিয়া! ভাইরাল ভিডিয়ো
মা হওয়ার পর প্রথমবার অনস্ক্রিনে ফিরছেন অনুষ্কা, তাও ঝুলন গোস্বামীর বায়োপিকে দেখা যাবে তাঁকে। ঝুলনের জীবনীচিত্রে নাম ভূমিকায় অভিনয় করছেন বিরাট-ঘরণী। মহিলাদের একদিবসীয় ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী বাংলার মেয়ে ঝুলন গোস্বামী। দীর্ঘাঙ্গী এই বোলারের জীবনের উত্থান-পতনকে ঘিরেই প্রসিত রায়ের ছবি ‘চাকদহ এক্সপ্রেস’। আরও পড়ুন: ‘রঙিন ছেলে’ মদন মিত্র, ‘মা এসেছে’, এই পুজোয় নতুন মিউজিক ভিডিয়ো নিয়ে হাজির বিধায়ক
ছবি প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পাবে এই ছবি। ২০২৩ সালের ২রা ফেব্রুয়ারি মুক্তি পাবে ‘চাকদা এক্সপ্রেস’। আপতত অনুষ্কার কামব্যাকের অপেক্ষায় তাঁর অনুরাগীরা।