গত সপ্তাহ থেকেই বাংলায় রয়েছেন অনুষ্কা শর্মা। ঝুলনের বায়োপিকের শ্যুট করছেন তিনি। শুক্রবার তাঁর দেখা মিলল কলকাতা ময়দানে।
1/5এতদিন ঝুলনের ব্যাটিং অ্যাকশনেই দেখা মিলেছিল অনুষ্কা শর্মার। তবে এবার তিনি ব্যাট ছেড়ে হাতে নিলেন বল। কলকাতা ময়দান চত্বরে দেখা গেল বিরাট-পত্নীকে। আর সেই ছবি নিমেষে ভাইরাল। (ছবি-ইনস্টাগ্রাম)
2/5এবার একটু কি ঝুলনের মতো লাগছে অনুষ্কাকে। যেসব ছবি এতদিন ভাইরাল হয়েছে শ্যুটিং স্পট থেকে তা দেখে অনেকেই বলছেন একদমই তাঁকে দেখতে লাগছে না ঝুলন গোস্বামীর মতো। সঙ্গে কারও দাবি, সবচেয়ে বড় ব্লান্ডার করেছেন তিনি এই ছবির জন্য ‘হ্যাঁ’ করে।
3/5এর আগে আন্দুলের রাজমাঠে শ্যুট করেছেন তিনি। হঠাৎ করে সেখানে অনুষ্কাকে দেখে অনেকেই চমকে গিয়েছিলেন। বেগুনি রঙের স্কার্ট আর সাদা শার্টে মাঠে খেলছিলেন তিনি। তাঁকে দেখতে আন্দুল এলাকার বহু মানুষ ভিড় করেন সেদিন। এক ঝলক দেখার জন্য আন্দুল রাজবাড়ির মাঠের ধারে এবং বিভিন্ন বাড়ির ছাদে মানুষ জমতে দেখা গিয়েছিল। সম্ভবত ঝুলনের ছেলেবেলার দৃশ্যেরই শ্যুট ছিল ওইদিন।
4/5তার আগে ইডেন থেকে এই ছবিগুলি সামনে এসেছিল। ভারতীয় দলের জার্সি গায়ে দেখা মিলেছিল ‘ঝুলন’-রূপী অনুষ্কার। ইতিমধ্যে লন্ডনে এই ছবির শ্যুটিং করছেন অভিনেত্রী। সেই সময় সঙ্গে ছিল মেয়ে ভামিকাও। চাকদা এক্সপ্রেস প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ২০২৩ সালে মুক্তি পাবে এটি।
5/5মেয়ে ভামিকা হওয়ার পর এই প্রথম কাজে যোগ দিলেন অনুষ্কা। তাঁকে শেষ দেখা গিয়েছে ২০১৮ সালে জিরো-তে। যা ছিল চূড়ান্ত ফ্লপ। প্রায় পাঁচ বছর পর ফিরবেন তিনি। সাফল্য পাবে তো ‘চাকদা এক্সপ্রেস’?