আপাতত পরের ছবি ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটের জন্য কলকাতাতেই আছেন অনুষ্কা শর্মা। পরদার ঝুলন ছুটে বেড়াচ্ছেন আন্দুল থেকে ইডেন, ময়দান। এর আগে তো ছিলেন দিন পনেরো লন্ডনেও। কম পরিশ্রম করতে হয়নি তাঁকে। ব্যাটিং থেকে বোলিং, সবটার প্রশিক্ষণ নিয়েছেন। সঙ্গে রোদে ঘণ্টার পর ঘণ্টা শ্যুট তো আছেই।
মেয়ে ভামিকা রয়েছেন অনুষ্কার সঙ্গে। কলকাতার মাটিতে পা রাখেন ভামিকাকে সঙ্গে নিয়ে। শ্যুটের ফাঁকে তাই যেমন মেয়ের সঙ্গে সময় কাটাচ্ছেন, তেমনই আবার চেখে দেখছেন কলকাতার খাবার। সেই ছবি আবার সোশ্যাল মিডিয়ায় শেয়ারও করে নিচ্ছেন বিরাট-ঘরণী। পেঁয়াজ, লঙ্কা, সর্ষের তেল, মুগডাল ভাজা, চানাচুর, ছোলা সেদ্ধ দিয়ে ঝালমুড়ির স্বাদ নিচ্ছেন অনুষ্কা আন্দুলের রাজমাঠে শ্যুট করার সময়। খেয়েছেন বিট নুন দিয়ে পেয়ারা। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে লিখেছেন, ‘প্রাতরাশে ঝালমুড়ি আর পেয়ারা? কে আমার মতো এরকম খাবার খেতে চায় সকালের জলখাবারে?’ আরও পড়ুন: ব্যাট ছেড়ে বল হাতে কলকাতা ময়দান চত্বরে অনুষ্কা, কতটা ঝুলন হয়ে উঠলেন তিনি
অনুষ্কা অবশ্য বরাবরই ডায়েট সচেতন। নিয়মিত শরীরচর্চাও করেন তিনি। ঝুলন হওয়ার জন্যও তাঁকে ওজন ঝরাতে হয়েছে বেশ খানিকটা। তবে পছন্দের শহর (আজ্ঞে, অনুষ্কা ভালোবাসেন কলকাতাকে। অনেকবার তা নিজের মুখে বলেছেন)-এ এসে এটুকু অনিয়ম তো চলতেই পারে!
মেয়ে ভামিকা হওয়ার পর এই প্রথম কাজে যোগ দিলেন অনুষ্কা। তাঁকে শেষ দেখা গিয়েছে ২০১৮ সালে জিরো-তে। যা ছিল চূড়ান্ত ফ্লপ। প্রায় পাঁচ বছর পর ফিরবেন তিনি। চাকদা এক্সপ্রেস প্রযোজনার দায়িত্বে রয়েছে অভিনেত্রীর ভাই কারনিশের প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফিল্মস। ২০২৩ সালে মুক্তি পাবে এটি।