বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma: পর্দায় ফিরলেন অনুষ্কা! সাবেকি সাজে বৌদিমণির সেলিব্রেশন দেখে মুগ্ধ বিরাট ভক্তরা

Anushka Sharma: পর্দায় ফিরলেন অনুষ্কা! সাবেকি সাজে বৌদিমণির সেলিব্রেশন দেখে মুগ্ধ বিরাট ভক্তরা

পর্দায় ফিরলেন অনুষ্কা! সাবেকি সাজে বৌদিমণির সেলিব্রেশন দেখে মুগ্ধ বিরাট ভক্তরা

Anushka Sharma: ফেব্রুয়ারি মাসে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা। লম্বা বিরতির পর ক্যামেরার সামনে বিরাট ঘরণী। তাঁর নতুন লুকে মুগ্ধ ভক্তরা। 

২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মার শেষ ছবি ‘জিরো’। প্রথমবার মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং সেরেছিলেন বিরাট ঘরণী। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি ভেঙে যাওয়ায়, এই ছবির ভবিষ্যত বিশ বাঁও জলে। এর মাঝেই গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা। দুই সন্তানক নিয়েই এখন অনুষ্কার গোটা জগত। আরও পড়ুন-পশ্চিমবঙ্গে কেন মুক্তি পেল না ‘দ্য ডায়রি অফ ওয়েস্টবেঙ্গল’? লিখলেন রানা, প্রোপাগান্ডা ছবি নিয়ে ‘ফোঁস’ কুণালের

মুম্বই থেকে দূরে লন্ডনে বিরাটের সঙ্গে সংসার পেতেছেন। চর্চা রানির দেশেই নাকি স্থায়ীভাবে বসবাস শুরু করবেন বিরুষ্কা। নতুন কোনও ছবিও সই করেননি নায়িকা। বলিউড থেকে ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন করছেন, তবে ব্র্যান্ড এনডোর্সমেন্টের মামলায় পিছিয়ে নেই অভিনেত্রী। সম্প্রতি একটি পোশাক বিপণীর নতুন বিজ্ঞাপনে দেখা মিলল ভামিকা ও আকায়ের মা-কে। সামনেই দুর্গাপুজো, নবরাত্রি এবং দীপাবলি, সেই উপলক্ষ্যেই নতুন অ্যাড ক্যাম্পেন শুরু করল মেয়েদের সাবেকি পোশাক প্রস্তুতকারী এক ব্র্যান্ড। 

সেই বিজ্ঞাপনে নানান রঙের বাহারি সালোয়ার স্যুটে দেখা মিলল অনুষ্কার। খোলা চুল, হাই হিলস আর হালকা মেকআপে মোহময়ী অনুষ্কা। উৎসবের থিমে সাজানো এই বিজ্ঞাপনটিতে অনুষ্কাকে সাদা এবং লাল, মেরুন এবং হলুদ সালোয়ার কামিজে দেখা গেছে। সঙ্গে ছিমছাম গয়না। 

অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা

এক ভক্ত লিখেছেন, ‘ভাবজির নতুন লুক আমার দারুণ লেগেছে। অসাধারণ’। একজন কমেন্টে লিখেছেন, ‘বৌদিমণি নমস্কার, বিরাট তো দেখলেই ফিদা হয়ে যাবে’। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘রাজার আদর্শ রানি’। 

মাঝেমধ্যেই নিজেদের লন্ডনে কাটানো জীবনের ঝলক তুলে ধরেন অনুষ্কা।  গত মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে বিখ্যাত কৃষ্ণ দাসের নেতৃত্বে কীর্তনে যোগ দেন বিরাট-অনুষ্কা। নিজের ইনস্টাগ্রামে কীর্তনের কিছু ঝলক শেয়ার করে কৃষ্ণা দাসকে ট্যাগও করেছিলেন অভিনেত্রী। 

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি, প্রথম সন্তান ভামিকার জন্ম দেন অনুষ্কা। মেয়ের বয়স তিন পূর্ণ হতেই পুত্র সন্তানের বাবা হন কোহলি। ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি তাদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেন। 

অনুষ্কার পরবর্তী ছবি সম্পর্কে

অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে। 

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে পঞ্চমী? জানুন রাশিফল বৃষ্টি পঞ্চমীতেও, কখন ভিজবে কলকাতা? তারপর কোন কোন জেলায় কিছুটা বেশি বর্ষণ হবে? কেন পুজো শুরুর আগে বোধনের নিয়ম? কী বিশেষত্ব এই প্রথার? পুজোর ক'দিন জিম যাওয়া হবে না? বাড়িতেই মেনে চলুন এই ওয়ার্ক আউট রুটিন জ্যাম এড়িয়ে ঠাকুর দেখার প্ল্যান? রইল কলকাতার তিন মেট্রোপথের সম্পূর্ণ গাইড রুশ 'বংশোদ্ভূত' টি-৯০ ট্যাংকের নতুন রূপ, প্রকাশ্য়ে এল ভারতীয় সেনাবাহিনীর 'ভীষ্ম' মেরিনা বিচে এয়ার শো দেখার হিড়িক! ট্রেনের মাথায় ওঠার চেষ্টা, ভিডিয়োগুলো দেখুন লাস ভেগাসের স্ফিয়ারের বিশেষত্ব কী? কীসের চমক সন্তোষ মিত্র স্কোয়ারে? পুরনো নিয়মেই নিয়োগ করবে রেল, ‘বাতিল’ করা হল নয়া মডেল, কবে থেকে চালু করা হবে?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.