২০১৮ সালে মুক্তি পেয়েছিল অনুষ্কা শর্মার শেষ ছবি ‘জিরো’। প্রথমবার মা হওয়ার পর ‘চাকদা এক্সপ্রেস’-এর শ্যুটিং সেরেছিলেন বিরাট ঘরণী। তবে প্রযোজনা সংস্থার সঙ্গে নেটফ্লিক্সের চুক্তি ভেঙে যাওয়ায়, এই ছবির ভবিষ্যত বিশ বাঁও জলে। এর মাঝেই গত ফেব্রুয়ারিতে দ্বিতীয়বার মা হয়েছেন অনুষ্কা। দুই সন্তানক নিয়েই এখন অনুষ্কার গোটা জগত। আরও পড়ুন-পশ্চিমবঙ্গে কেন মুক্তি পেল না ‘দ্য ডায়রি অফ ওয়েস্টবেঙ্গল’? লিখলেন রানা, প্রোপাগান্ডা ছবি নিয়ে ‘ফোঁস’ কুণালের
মুম্বই থেকে দূরে লন্ডনে বিরাটের সঙ্গে সংসার পেতেছেন। চর্চা রানির দেশেই নাকি স্থায়ীভাবে বসবাস শুরু করবেন বিরুষ্কা। নতুন কোনও ছবিও সই করেননি নায়িকা। বলিউড থেকে ধীরে ধীরে সম্পর্ক ছিন্ন করছেন, তবে ব্র্যান্ড এনডোর্সমেন্টের মামলায় পিছিয়ে নেই অভিনেত্রী। সম্প্রতি একটি পোশাক বিপণীর নতুন বিজ্ঞাপনে দেখা মিলল ভামিকা ও আকায়ের মা-কে। সামনেই দুর্গাপুজো, নবরাত্রি এবং দীপাবলি, সেই উপলক্ষ্যেই নতুন অ্যাড ক্যাম্পেন শুরু করল মেয়েদের সাবেকি পোশাক প্রস্তুতকারী এক ব্র্যান্ড।
সেই বিজ্ঞাপনে নানান রঙের বাহারি সালোয়ার স্যুটে দেখা মিলল অনুষ্কার। খোলা চুল, হাই হিলস আর হালকা মেকআপে মোহময়ী অনুষ্কা। উৎসবের থিমে সাজানো এই বিজ্ঞাপনটিতে অনুষ্কাকে সাদা এবং লাল, মেরুন এবং হলুদ সালোয়ার কামিজে দেখা গেছে। সঙ্গে ছিমছাম গয়না।
অনুষ্কার প্রশংসায় পঞ্চমুখ অনুরাগীরা
এক ভক্ত লিখেছেন, ‘ভাবজির নতুন লুক আমার দারুণ লেগেছে। অসাধারণ’। একজন কমেন্টে লিখেছেন, ‘বৌদিমণি নমস্কার, বিরাট তো দেখলেই ফিদা হয়ে যাবে’। একজন ইনস্টাগ্রাম ব্যবহারকারী লিখেছেন, ‘রাজার আদর্শ রানি’।
মাঝেমধ্যেই নিজেদের লন্ডনে কাটানো জীবনের ঝলক তুলে ধরেন অনুষ্কা। গত মাসে লন্ডনের ইউনিয়ন চ্যাপেলে বিখ্যাত কৃষ্ণ দাসের নেতৃত্বে কীর্তনে যোগ দেন বিরাট-অনুষ্কা। নিজের ইনস্টাগ্রামে কীর্তনের কিছু ঝলক শেয়ার করে কৃষ্ণা দাসকে ট্যাগও করেছিলেন অভিনেত্রী।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি, প্রথম সন্তান ভামিকার জন্ম দেন অনুষ্কা। মেয়ের বয়স তিন পূর্ণ হতেই পুত্র সন্তানের বাবা হন কোহলি। ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি তাদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেন।
অনুষ্কার পরবর্তী ছবি সম্পর্কে
অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে।