বাংলা নিউজ > বায়োস্কোপ > সন্তানের জন্মের পর কী কী পরিকল্পনা আছে, জানালেন ‘মম টু-বি’ অনুষ্কা

সন্তানের জন্মের পর কী কী পরিকল্পনা আছে, জানালেন ‘মম টু-বি’ অনুষ্কা

অনুষ্কা শর্মা (ছবি সৌজন্যে ইনস্টাগ্রাম)

রঙিন এবং ফ্যাশনেবল ড্রেসে প্রতিদিনই পাপারাৎজিদের লেন্সবন্দি হতে দেখা যাচ্ছে তাঁকে।

মুম্বই : অন্তঃসত্ত্বা অবস্থায় দুবাই থেকে মু্ম্বই ফিরে শ্যুটিং শুরু করে দেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। শ্যুটিং সেটে প্রতিদিনই প্রায় নিত্যনতুন লুকসে ধরা দিয়েছেন অভিনেত্রী। মাতৃত্বকালীন অবস্থায় আরও যেন জৌলুস বেড়ে গেছে অনুষ্কার। এখন তিনি সাত মাসের অন্তঃসত্ত্বা। জানুয়ারিতে সন্তানের আগমন ঘটতে চলেছে বিরুষ্কার ঘরে। তাই নিউ নর্মালে সমস্ত কোভিড বিধি মেনে ফ্লোরে শ্যুটিং করতে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। 

আপাতত অনুষ্কা কর্মাশিয়াল অ্যাডের শ্যুটিং সারছেন একের পর এক। বলিউডে মম টু-বি ফ্যাশন আইকন হিসেবে রঙিন এবং ফ্যাশনেবল ড্রেসে প্রতিদিনই পাপারাৎজিদের লেন্সবন্দি হতে দেখা যাচ্ছে তাঁকে। 

টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া একটি সাক্ষাৎকারে করোনা অতিমারীর মধ্যে শ্যুটিংয়ে ফেরার সিদ্ধান্ত নিয়ে কথা বলেন অনুষ্কা। তিনি জানান, করোনার পরিস্থিতির মধ্যে শ্যুটিং ফ্লোর নিরাপদ স্থান, তা নিশ্চিত করেই তিনি শ্যুটিং শুরু করেন। সমস্ত নিরাপত্তাকে খুঁটিয়ে দেখে সতর্কতা বজায় রেখে শ্যুটিংয়ে ফিরছেন তিনি। শ্যুটিংয়ের সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি, তাঁর নিরাপত্তার কথা মাথায় রেখে সকলে জরুরি পদক্ষেপ গ্রহন করার জন্য। করোনা ভাইরাস এখনও রয়েছে তাই নিউ নর্মালে কঠিন পরিস্থির মধ্যে কড়া সতর্কতা নিচ্ছেন, জানিয়েছেন বলি ডিভা।

সাক্ষাৎকারে অনুষ্কা আরও জানিয়েছেন, সন্তানের জন্মের পর চার মাস কর্মজীবন থেকে বিরতি নেবেন তিনি। সন্তান, বাড়ি এবং নিজের কাজের মধ্যে সামঞ্জস্য বজায় রেখে কর্মজীবন চালু রাখবেন জানিয়েছেন অভিনেত্রী। তিনি এও জানিয়েছেন, যতদিন পারবেন তিনি কাজ করে যাবেন। কারণ অভিনয় তাঁকে সত্যিই খুশি দেয়। 

বায়োস্কোপ খবর

Latest News

স্বাস্থ্যসাথীর টাকা তৃণমূলের পৈত্রিক সম্পত্তি না কি? শুভেন্দু 'চমকিলা'র গানে বিভক্ত পঞ্জাব!ট্রেলার লঞ্চে হঠাৎ ঝরঝর করে কেঁদে ফেললেন কেন দিলজিৎ বিচারব্যবস্থাকে প্রভাবিত করা হচ্ছে বলে CJI-কে চিঠি ৬০০ আইনজীবীর, কটাক্ষ মোদীর দিল্লি হাইকোর্টে স্বস্তি কেজরিওয়ালের, তাঁর বিরুদ্ধে জনস্বার্থ মামলা খারিজ নতুন মাসের শুরুতেই পঞ্চকের অশুভ ছায়া, বিরত থাকুন শুভকাজ থেকে, মেনে চলুন এই নিয়ম মোবাইল দেখে রোগীর চিকিৎসা করবেন ডাক্তাররা, কলকাতার হাসপাতালে উন্নত প্রযুক্তি ‘‌ব্যক্তিগত তথ্য ফাঁস করেছে তৃণমূল’‌, রেখার স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে সরব অমিত ‘এতে মনোরঞ্জন হয়, ভোটে...’ প্রচারের ফাঁকে রূপমের গান গেয়ে ট্রোল্ড দীপ্সিতা অন্ধ্র ক্রিকেট সংস্থার বিরুদ্ধে বোমা ফাটানোর এক মাস পর শো-কজ করা হল হনুমাকে আমাদের এখন নতুন অধিনায়ক আছে- সঞ্চালক ভুললেও, মনে করিয়ে দিলেন ধোনি- ভিডিয়ো

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.