বাংলা নিউজ > বায়োস্কোপ > Virat-Anushka: ভারত-শ্রীলঙ্কার ম্যাচে বিরাটের ঝোড়ো ব্যাটিং, বরের গুণকীর্তন অনুষ্কা শর্মার মুখে

Virat-Anushka: ভারত-শ্রীলঙ্কার ম্যাচে বিরাটের ঝোড়ো ব্যাটিং, বরের গুণকীর্তন অনুষ্কা শর্মার মুখে

ভারত-শ্রীলঙ্কার ম্যাচে বিরাটের ব্যাটিং মন ছুঁয়ে নিল অনুষ্কার। 

বিরাটের ঝোড়ো পারফরমেন্স ভারতের স্কোরবোর্ডকে এগিয়ে নিয়ে যায় ভারত-শ্রীলঙ্কা ম্যাচে। আর বরের খেলা দেখে প্রশংসার সুর অনুষ্কার গলায়। সোশ্যাল মিডিয়ায় করলেন মন ছুঁয়ে যাওয়া পোস্ট।

তিরুবনন্তপুরমের গ্রিনফিল্ড ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিরুদ্ধে সিরিজের তৃতীয় ও শেষ ওডিআই ম্যাচে মাত্র ১১০ বলে ১৬৬ রান করেছেন বিরাট কোহলি। আর বরের খেলা টিভিতে বেশ মন দিয়ে দেখেছেন অনুষ্কা শর্মা। টিভি স্ক্রিনের ছবি ইনস্টা স্টোরিতে শেয়ার করে নিয়েছেন। যেখানে দেখা যাচ্ছে ব্যাট এবং হেলমেট তুলে ইনিংসের পর আকাশের দিকে চেয়ে আছেন ক্রিকেট তারকা।

বিরাটের ঝোড়ো পারফরমেন্স ভারতের স্কোরবোর্ডকে ৩৯০/৫-এ নিয়ে গিয়েছে। ক্যাপশনে অনুষ্কা লিখলেন, ‘কী দারুণ মানুষ। কী দুর্দান্ত একটা ইনিংস খেলল।’ সঙ্গে লাল হার্টের ইমোজি আর একটা স্টিকারও জুড়ে দিয়েছেন। গত বছর রোমাঞ্চকর ভারত-পাকিস্তান ম্যাচের পরও স্বামীকে নিয়ে এরকমই পোস্ট করেছিলেন তিনি। এবং সেটিকে জীবনের ‘সেরা ম্যাচ’ বলে অভিহিত করেছিলেন। আরও পড়ুন: শ্রাবন্তীকে চেপে ধরে চুমু খাওয়ার চেষ্টা, কষিয়ে চড় মারলেন অভিনেত্রী! তারপর?

<p>অনুষ্কার ইনস্টা পোস্ট। </p>

অনুষ্কার ইনস্টা পোস্ট। 

বহু বছর সম্পর্কে থাকার পর ২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানের মাধ্যমে ক্রিকেটার বিরাট কোহলিকে বিয়ে করেছিলেন আনুষ্কা। ১১ জানুয়ারি ২০২১ সালে তাঁদের কোল আলো করে আসে মেয়ে ভামিকা। সেই সময় এক বিবৃতিতে তাঁরা লিখেছিলেন, ‘সমস্ত ভালবাসা, প্রার্থনা এবং শুভ কামনার জন্য আপনাদের ধন্যবাদ জানাই। আনুষ্কা এবং শিশুটি সুস্থ এবং আমরা উভয়েই আমাদের জীবনের এই নতুন অধ্যায় শুরু করতে পেরে নিজেদের ধন্য মনে করছি।’ আরও পড়ুন: কুকুরের জন্মদিনে কেক কেটে ট্রোলের মুখে অভিনেত্রী দেবলীনা, দিলেন কড়া জবাবও

আপাতত অনুষ্কা ব্যস্ত রয়েছেন তাঁর আসন্ন ছবি ‘চাকদা এক্সপ্রেস’ নিয়ে। যেখানে তাঁকে দেখা যাবে ঝুলন গোস্বামীর চরিত্রে। নেটফ্লিক্সে চলতি বছরেই মুক্তি পাবে সিনেমাখানা। এই চরিত্রের জন্য কড়া ট্রেনিং নিতে হয়েছে বিরাট ঘরণীকে। শেষ হয়ে গিয়েছে শ্যুট। কলকাতাতেও এসেছিলেন ছবির কাজে। যদিও বাংলা বলতে না পারা, ঝুলনের থেকে গায়ের রং ফরসা অনুষ্কাকে কেন এই চরিত্রে নেওয়া হল তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন একটা অংশ। শ্যুটিং সেট থেকে ফাঁস হওয়া ছবি দেখেও অনেকে মন্তব্য করেছেন ‘একদম মানাচ্ছে না’। তবে অনুষ্কার কেরিয়ারের মাইলস্টোন হতে চলেছে ছবিখানা। কারণ সেই ২০১৮-র জিরোর পর আর বড় পরদায় দেখা যায়নি তাঁকে। একটা লম্বা বিরতি নিয়েই কাজে ফিরেছেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

বন্ধ করুন