কাজে কম্মের মধ্যে থাকতে থাকতেই আচমকা স্বামী, সন্তানকে ভুলে অন্য কারও স্মৃতিতে মশগুল হলেন অনুষ্কা! সোশ্যাল মিডিয়ায় তাঁকে নিয়ে লিখে ফেললেন একটি আস্ত পোস্টও। জানালেন তাঁকে মিস করছেন তিনি। ভাবছেন তিনি কে? 'তিনি' আর কেউ নন, স্বয়ং পাহাড়।
অনুষ্কার শর্মা এবং তাঁর বেটার হাফ যে কতটা পাহাড় ভালোবাসেন সেটা আর কারও অজানা নেই। তাই তো তাঁরা সুযোগ পেলেই পাহাড় চলে যান। কখনও ট্রেক করেন, কখনও পাহাড় জঙ্গলে ঘুরে বেড়ান। সম্প্রতি তাঁরা উত্তরাখণ্ড গিয়েছিলেন। সেখানে তাঁরা সপরিবারে বেশ ভালো সময় কাটান পাহাড়, নদী, জঙ্গলের মধ্যে। কিন্তু এখন আচমকাই কাজের মধ্যে থাকতে থাকতে তাঁর সেই ফেলে আসা দিনগুলোর কথা মনে পড়ে যায়।
পাহাড়ের কথা মনে পড়তেই তিনি সোশ্যাল মিডিয়ায় একটি সান কিসড ছবি পোস্ট করেন। সেখানে তাঁকে একটি জানালায় বসে থাকতে দেখা যাচ্ছে। তাঁর পরনে আছে গোলাপি সোয়েটার এবং কালো প্যান্ট। তিনি এই ছবিটি পোস্ট করে লেখেন, 'আমি পাহাড়কে খুব মিস করছি। আশা করি ওরাও আমায় মিস করছে।'
গত সপ্তাহে অনুষ্কা এবং বিরাট চর্চার মধ্যে উঠে এসেছিলেন। বিরাট সম্প্রতি অনুষ্কাকে নিয়ে একটি বড় মন্তব্য করেন। তিনি তাঁর বেটার হাফের প্রশংসা করে বলেন মা হিসেবে অভিনেত্রী ঠিক কী কী আত্মত্যাগ করেছেন। তাঁর কথা অনুযায়ী গত দুই বছরে অনুষ্কা অনেক কিছু ছেড়ে দিয়েছেন কেবল সন্তানের খাতিরে। তাই বিরাট জানান তিনি তাঁর স্ত্রীর দিকে যখন তাকান তখন তাঁর জীবনে থাকা সমস্যাগুলোকে আর সমস্যা বলে মনে হয় না।
অন্যদিকে আগামীতে অনুষ্কাকে ঝুলন চরিত্রে দেখা যেতে চলেছে। তাঁর নতুন ছবি চাকদা এক্সপ্রেস মুক্তি পাচ্ছে শীঘ্রই। যদিও কবে এই ছবি ওটিটি মাধ্যমে আসবে সেটা জানা যায়নি। এই প্রথমবার তিনি পর্দায় কোনও খেলোয়াড় তথা ক্রিকেটারের চরিত্রে অভিনয় করতে চলেছেন।