অভিনেত্রী অনুষ্কা শর্মা সম্প্রতি তাঁর স্বামী এবং ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে আলিবাগে গিয়েছিলেন সপ্তাহান্তে একান্তে সময় কাটাতে। তবে সোমবার ভোরে যখন মুম্বই ফেরেন, তখন বিরাটকে ছাড়াই দেখা মিলল তাঁর।
মুম্বই ফিরলেন অনুষ্কা
রবিবার আলিবাগে বেড়াতে গিয়েছিলেন এই দম্পতি, তবে মনে হচ্ছে অনুষ্কা তাঁর স্বামীকে ছাড়াই মুম্বইতে ফিরেছেন। সোমবার ভোরে অনুষ্কাকে মুম্বই ফিরতে দেখা যায়।
সোমবার অনুষ্কা একটি স্পিড বোটে করে গেটওয়ে অফ ইন্ডিয়ায় পৌঁছনোর ছবি ও ভিডিয়ো আপাতত ভাইরাল সোশ্যাল মিডিয়াতে। আর এই আউটিংয়ের জন্য, তিনি সাদা পাজামার সঙ্গে একটি কালো টি-শার্ট বেছে নিয়েছিলেন। নেটিজেনদের বিশেষ করে নজর কেড়েছে অভিনেত্রীর এই প্রিন্টেড প্যান্টটি। জিন্সটি লায়নেস ব্র্যান্ডের এবং এর দাম 89.00 AUD, ভারতীয় টাকায় ৪ হাজার ৬০০ টাকার সমতুল্য।
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিয়োতে দেখা যায়, গেটওয়ে অফ ইন্ডিয়ার বিপরীতে অবস্থিত হোটেলে চটজলদি ঢুকে পড়ছেন অনুষ্কা শর্মা। আর সেইসময় ফটোগ্রাফারদের পাশ কাটিয়ে যাচ্ছিলেন যখন, তখন ‘শুভ সকাল’ বলে অভিবাদন জানান। এমনকী, এভাবে গোটা রাস্তাটা ফোটোগ্রাফাররা ফলো করায় তিনি যে বিরক্ত হয় পড়েছেন, তা স্পষ্ট ফুটে ওঠে অভিনেত্রীর চোখেমুখে।
ভামিকার জন্মের পর থেকেই আর সেভাবে কাজ করছেন না অনুষ্কা। মাঝে চাকদা এক্সপ্রেসের শ্যুট করলেও, তা নানা জটের কারণে আটকে আছে। এরপর ২০২৩ সালে অকায়ের জন্ম দেন অভিনেত্রী। আপাতত দুই সন্তান নিয়ে বেশিরভাগ সময় লন্ডনেই কাটান বিরাট ও অনুষ্কা। এবার দেশে ফিরে উত্তরাখণ্ডের এক আশ্রমে গিয়েছিলেন তাঁরা দুই সন্তান নিয়ে। তারপরই দম্পতির দেখা মেলে আলিবাগ যাওয়ার পথে।
কদিন আগে বিরাটের ছোচবেলার কোচ রাজকুমার শর্মা বলেন, ‘হ্যাঁ, বিরাট লন্ডনে যাওয়ার পরিকল্পনা করছে। খুব শীঘ্রই সে ভারত ছাড়বে।’ ঘনিষ্ঠদের মত, নিজেদের মতো করে থাকতে চান তাঁরা। সন্তানদেরও বড় করতে চান আর পাঁচটা বাচ্চার মতো। আর যেটা ভারতে থাকলে সম্ভব নয়। আর তাই এই সিদ্ধান্ত। রীতিমতো ঝামেলা করে ভামিকা ও অকায়ের ছবি মিডিয়ায় আসতে দেন না তাঁরা। এই নিয়ে বহুবার বচসায় জড়াতে দেখা গিয়েছে বিরাটকে মিডিয়ার সঙ্গে। এমনকী, অস্ট্রেলিয়ার এক সাংবাদিকের সঙ্গেও কদিন আগে কথা কাটাকাটি হয় ভারতের তারকা ব্যাটসম্যানের।