বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka-Virat: ‘আমি একটু চিটিং করি…’, কোনও ন্যানি নয়, ভামিকা-অকায়ের জন্য নিজেরাই রান্না করেন অনুষ্কা-বিরাট!

Anushka-Virat: ‘আমি একটু চিটিং করি…’, কোনও ন্যানি নয়, ভামিকা-অকায়ের জন্য নিজেরাই রান্না করেন অনুষ্কা-বিরাট!

‘আমি একটু চিটিং করি…’, ন্যানি নয়, ভামিকা-অকায়ের জন্য রান্না করেন অনুষ্কা-বিরাট! (Instagram/@pallav_paliwal)

মুম্বইয়ে ফিরেই এক অনুষ্ঠানে যোগ দেন অনুষ্কা। সেখানেই সংসারের অজানা গল্প ফাঁস করলেন অভিনেত্রী। 

অনুষ্কা শর্মা বরাবরই ফ্যাশনিস্তা। দীর্ঘদিন পর বুধবার ভোরেই লন্ডন থেকে মুম্বই পৌঁছান অনুষ্কা, আর এদিন রাতে এক ইভেন্টে দেখা মিলল নায়িকার। ওপেন ফোরামে কথা বলার সময় অনুষ্কা সংসারের গল্প ফাঁস করলেন। অভিনেত্রী জানান, ছেলেমেয়েদের দেখভালের দায়িত্ব একান্তভাবেই স্বামী-স্ত্রী দুজনে পালন করেন। অনুষ্কা জানান, তিনি এবং বিরাট মিলে ভামিকা ও অকায়ের খাবার প্রস্তুত করেন।

অনুষ্কা বলেন, ‘আমাদের এটা নিয়ে ঘরে আলোচনা হয়েছে। আমাদের মায়েরা আমাদের ছেলেবেলায় যে রান্নাগুলো করে খাইয়েছে, সেটা যদি আমরা আমাদের সন্তানদের না খাওয়াই, তাহলে পরিবারের ঐতিহ্যটা বজায় থাকবে না। তাই কখনও আমি রান্না করি, কখনও আমার স্বামী করে। আমরা চেষ্টা করি, মায়েরা ঠিক যেভাবে ওই পদগুলো বানাত ঠিক তেমনভাবেই রান্নাটা করার।’ হালকা ছলে নায়িকা বলেন, ‘আমি মাঝেমধ্যে একটু চিটিং করি, ফোন করে মায়ের থেকে রেসিপিটা আরেকবার জেনেনি। এটা নিজের সন্তানের জন্য করাটা খুব জরুরি’।

ছেলেমেয়েদের রুটিন সম্পর্কেও খুব সচেতন অনুষ্কা। যদিও বিশ্বের নানানপ্রান্তে ট্রাভেল করতে হয় তাঁদের। কিন্তু সন্তানদের রোজনামচা সহজে ভাঙতে চান না নতুন মা। তাঁদের খাবারের সময় ফিক্সড থাকে, ঘুমানোর সময়ও নির্ধারিত রয়েছে। কঠোর নিয়ামানুবর্তিতার মধ্যেই দুই সন্তানকে বড় করতে চান অনুষ্কা।

এদিন বাইরে অপেক্ষারত পাপারাজ্জির জন্য পোজ দিতে অনুষ্ঠানের পরে বেরিয়ে এসেছিলেন বিরাট ঘরণী। নীল ক্রপড শার্ট বেছে নিয়েছিলেন এবং উজ্জ্বল লাল ট্রাউজারে দেখা মিলল অনুষ্কার। তাঁর নির্মেদ চেহারা দেখে বোঝা দায় ৬ মাসে আগে দ্বিতীয় সন্তান প্রসব করেছেন অনুষ্কা।

অনুষ্কা ধৈর্য ধরে পাপারাজ্জিদের বলেছিলেন- ‘আমি এখানে দাঁড়াব। ইটস ওকে’। এরপর পকেটে হাত ঢুকিয়ে পোজ দিলেন অভিনেত্রী। 

অনুষ্কাকে দেখে খুশি অনুরাগীরাও। এদিন এয়ারপোর্টে দেখা মেলেনি বিরাটের। দুই ছেলেমেয়েকে নিয়ে তিনি কি লন্ডনেই আছেন? তা স্পষ্ট নয়। 

২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি, প্রথম সন্তান ভামিকার জন্ম দেন অনুষ্কা। মেয়ের বয়স তিন পূর্ণ হতেই পুত্র সন্তানের বাবা হন কোহলি। ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি তাদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেন।

অনুষ্কার পরবর্তী ছবি সম্পর্কে

অনুষ্কাকে পরবর্তী স্পোর্টস বায়োপিক ফিল্ম চাকদা এক্সপ্রেসে দেখা যাবে, যা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবন অবলম্বনে নির্মিত। কিন্তু কবে এবং কোথায় এই ছবি মুক্তি পাবে, তা নিয়ে বিস্তর ধোঁয়াশা রয়েছে।

বায়োস্কোপ খবর

Latest News

বিধানসভার পিটিশন কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা, কৃষ্ণ কল্যাণী সরলেন কেন? ‘দেবাংশু, আমার প্রিয় আইসক্রিম’, তৃণমূল নেতাকে চরম ট্রোল করলেন CPIM-র শতরূপ! INDI জোট নাকি INDIA জোট… কোনটা ঠিক? US-এ রাহুল উত্তর দিতেই মশকরার মুডে বিজেপি কাশ্মীরে কী যে ভয় লাগছিল!মন্ত্রী থাকার সময়ের অভিজ্ঞতা জানিয়েই দিলেন কংগ্রেস নেতা নাইট তারকার হাতে বাগডোর, বুধবার ইংল্যান্ডের হয়ে T20 অভিষেক হচ্ছে তিন ক্রিকেটারের ‘‌টালা থানায় তিনজন এফআইআর‌ দেখতে এসেছিল’‌, আরজি কর কাণ্ডে নির্যাতিতার বন্ধুরদাবি দুধ চা খান? একটু বেশি খেয়ে ফেললেই কী মারাত্মক ক্ষতি হতে পারে, ভাবতে পারবেন না আরজি কর নিয়ে আর কোনও বিবৃতি নয়, বলবেন শুধু মমতা, নির্দেশ মন্ত্রিসভার বৈঠকে ভিয়েতনামে ভয়াবহ ঘূর্ণিঝড়, মৃত্যুর সংখ্যা বেড়ে হল ৬৩, নিখোঁজ ৪০, বিরাট ক্ষতি নবান্নে মমতার সঙ্গে বৈঠক ঋতাভরীর! ‘মিষ্টি মোড়কের যৌনপল্লী’ টলিউড নিয়ে অভিযোগ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.