গত কয়েক বছরে পুরোদস্তুর পালটে গেছে অনুষ্কা শর্মার জীবন। এখন তিনি শুধু নায়িকা নন, একজন দায়িত্বশীল মা। ‘চাকদহ এক্সপ্রেস’ দিয়ে বলিউডে কামব্যাক করছেন তিনি। ২০১৭ সালের ডিসেম্বরে তাস্কানিতে বিয়ে হয় এই জুটির। ২০১৩ সালে বিজ্ঞাপনে কাজ করার সময়ের আলাপ প্রেমে পরিণত হতে সময় নেয়নি। বহু ঝড়ঝাপটা পেরিয়ে বিয়ে করেন তাঁরা।
চলতি মাসেই অনুষ্কার জন্মদিনে বিরাটের শুভেচ্ছাবার্তা চোখে জল এনে দিয়েছিল নেটপাড়ার। বিরাট অনুষ্কার উদ্দেশে লিখেছিলেন, ‘ভাগ্যিস তুমি জন্মেছিল। আমি জানি না তোমাকে ছাড়া আমি কী করতাম! তুমি সত্যিই সুন্দরী, শুধু বাইরে থেকে নও অন্তর থেকেও। দারুণ একটা দুপুর কাটল প্রিয় মানুষগুলোর সঙ্গে’।