ভারতীয় সমস্ত ঐতিহ্যবাহী উৎসব এবং প্রতি উৎসবেই সকলকে শুভেচ্ছা জানাতে দেখা যায় অভিনেত্রী অনুষ্কা শর্মাকে। বিভিন্ন উৎসব পরিবারের সঙ্গে উদযাপনের ছবিও দিতে দেখা যায় বিরাট ঘরণীকে। ৭ নভেম্বর ছটপুজো উপলক্ষ্যে সকলকে শুভেচ্ছা জানাতে ভুললেন না অনুষ্কা।
বৃহস্পতিবার অনুষ্কা নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে মুম্বইয়ের সমুদ্র সৈকতে ছট পুজো উদযাপনের একটা ছবি শেয়ার করেছেন অভিনেত্রী। অনুষ্কার শেয়ার করা ছবিতে ছটপুজো উপলক্ষ্যে ভক্তদের প্রার্থনা করার সময় সমুদ্রে ডুব দিতেও দেখা গেছে। অনেকেই এদিন সৈকতে সারিবদ্ধ ভাবে দাঁড়িয়ে প্রথা মেনে বিভিন্ন আচার-অনুষ্ঠান পালনে অংশ নেন। অনুষ্কা তাঁর পোস্টের ক্যাপশনে লিখেছেন, 'ছট পূজা কি শুভকামনায়েঁ অর্থাৎ ছট পূজা উপলক্ষে আন্তরিক শুভেচ্ছা।
আরও পড়ুন-বউকে প্রণাম করে ট্রোল হয়েছেন, বিক্রান্ত মাসে বলছেন, ‘বাড়িতে শান্তি চাইলে এটাই করা উচিত…’
ছট পূজা
সাধারণত অক্টোবর বা নভেম্বর মাসে এই উৎসব পালিত হয়। কার্তিক মাসের শুক্লপক্ষ হল- ছট পুজো বা ছট উৎসব উদযাপনের তিথি। ছট উৎসবের প্রধান দেবতা সূর্য। বিশ্বাস, বনবাস থেকে ফেরার সময় শ্রীরামচন্দ্র সূর্যদেবের উদ্দেশ্যে এই পূজা করেছিলেন। এই উৎসব প্রতিহার, ডালা ছট, ছঠি এবং সূর্য ষষ্ঠী নামেও পরিচিত। ছট পূজা বিহার, উত্তর প্রদেশ এবং নেপালের কিছু অংশে বিশেষভাবে পালিত হয়। চার দিনের এই উৎসবে সূর্য ও ছঠি মাইয়াকে উৎসর্গ করা হয়। সাধারণত, মহিলারা এই সময়ে উপবাস রাখেন এবং তাঁদের পুত্র এবং পরিবারের সদস্যদের দীর্ঘায়ু কামনা করার জন্য দেবতাদের কাছে প্রার্থনা করেন। ছট পূজার তৃতীয় দিনটি প্রধান দিন হিসাবে পালন করা হয়। কারণ এই দিন মহিলারা অস্তগামী সূর্যের কাছে প্রার্থনা করার জন্য সারাদিন উপবাস রাখেন। এই সেই একমাত্র সময় যখন অস্তগামী সূর্যের উপাসনা করা হয়।
ছট পূজার তৃতীয় দিন সন্ধ্যা পূজা করা হয়। এবছর গত ৫ নভেম্বর 'নহে খয়' দিয়ে ছট পুজো শুরু হয়েছে। উৎসবের তৃতীয় এবং সবচেয়ে তাৎপর্যপূর্ণ দিনটি আজ (৭ নভেম্বর) পালিত হয়।
অনুষ্কা শর্মা
আদিত্য চোপড়ার ছবি ‘রব নে বানা দি জোড়ি’তে শাহরুখ খানের বিপরীতে বলিউডে পা রেখেছিলেন আনুশকা শর্মা। পরে তিনি ‘বদমাশ কোম্পানি’, ‘ব্যান্ড বাজা বারাত’, ‘লেডিস ভার্সেস রিকি বহেল’, ‘জব তক হ্যায় জান’, ‘পিকে’, ‘দিল ধড়কনে দো’, ‘সুলতান’, ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’, ‘সঞ্জু’, ‘সুই ধাগা’ এবং ‘জিরো’র মতো হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। আগামীতে তাকে দেখা যাবে স্পোর্টস বায়োপিক 'চাকদা এক্সপ্রেস'-এ। তবে দ্বিতীয় বার মা হওয়ার পর অভিনয় দুনিয়া থেকে দূরেই রয়েছেন অনুষ্কা শর্মা।
২০২১ সালের ১১ জানুয়ারি বিরাট-অনুষ্কার পরিবারে আসে তাঁদের প্রথম সন্তান, মেয়ে ভামিকা। ২০২৪ সালের ১৫ ফেব্রুয়ারি তাঁরা আবারও ছেলে আকায়-এর বাবা-মা হয়েছেন।