বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma celebrates Christmas: অনুষ্কার বড়দিন! সান্টার সঙ্গে কী মজা করলেন অভিনেত্রী

Anushka Sharma celebrates Christmas: অনুষ্কার বড়দিন! সান্টার সঙ্গে কী মজা করলেন অভিনেত্রী

অনুষ্কার বড়দিন!

Anushka Sharma celebrates Christmas: বড়দিন যে অনুষ্কার বেশ ভালোই কাটল সেটা তাঁর ছবি থেকেই স্পষ্ট। তাঁকে সান্টা ক্লজের সঙ্গে ছবি তুলে পোস্ট করতে দেখা যায়।

সান্টা ক্লজের সঙ্গে দারুন মুহূর্ত কাটালেন অনুষ্কা শর্মা। এবারের বড়দিন বিরাট পত্নীর সান্টার সঙ্গে মজা করেই কাটল। তিনি এদিনের বেশ কিছু ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেন। তিনি কীভাবে এই উৎসব উদযাপন করলেন সেই এই ছবিগুলিতে ধরা পড়েছে।

এই ছবিগুলিতে দেখা গিয়েছে যে অনুষ্কার পরনে সেদিন লাল রঙের টপ এবং সাদা শার্ট ও ডেনিম জিন্স ছিল। তাঁর মাথায় রেইনডিয়ারের একটি হেয়ারব্যান্ড ছিল। আর এটাই যেন তাঁর বড়দিনের সাজকে পূর্ণতা দিয়েছিল। এই ছবিগুলির একটিতে দেখা যায় অনুষ্কা এক ব্যক্তির পিছনে বসে আছেন। সেই ব্যক্তি সান্টা ক্লজের মতো সেজেছিলেন।

এই ছবিগুলো শেয়ার করে অভিনেত্রী লেখেন, 'টি একটি বেশ ভালো ছিল বন্ধু, পরিবারের সঙ্গে। ছিল দারুন ভালো সব খাবার। এবার আমার ছবিগুলি দেখুন, কারণ ওরা কেউ অন্দের নিজেদের ছবি, গ্রুপ ফটো নিয়ে খুশি নয়।' তাঁর এই পোস্টে আনন্দ আহুজা, জয়দীপ আহ্লাওয়াট, রাজকুমার রাও প্রমুখকে দেখা গিয়েছে। এর আগে তিনি সকালে ক্রিসমাস ট্রির সঙ্গে এবং বিশেষ মধ্যাহ্নভোজের সঙ্গে একাধিক ছবি ইনস্টাগ্রাম স্টোরিজে শেয়ার করেছিলেন।

এই মাসের শুরুর দিকে অনুষ্কা এবং বিরাট তাঁদের পঞ্চম বিবাহবার্ষিকী উদযাপন করলেন। এই বিশেষ দিনটি স্মরণ করে তিনি একাধিক ছবিও ইনস্টাগ্রামে পোস্ট করেছিলেন।

অনুষ্কাকে অন্বিতা দত্তের ‘কলা’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে। এই ছবিতে মুখ্য ভূমিকায় তৃপ্তি দিমরি, স্বস্তিকা মুখোপাধ্যায়, বাবিল খানকে দেখা গিয়েছিল। ছবিটির প্রযোজনা করেছেন অনুষ্কার ভাই কর্নেশ শর্মার প্রযোজনা সংস্থা ক্লিন স্লেট ফ্লিমজ। তাঁকে আগামীতে ‘চাকদহ এক্সপ্রেস’-এ দেখা যেতে চলেছে।

বন্ধ করুন