বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma: শ্যুট শেষ হতেই মেয়েকে খাওয়ানো শুরু! চাকদা এক্সপ্রেসের সময় সব একা সামলান অনুষ্কা

Anushka Sharma: শ্যুট শেষ হতেই মেয়েকে খাওয়ানো শুরু! চাকদা এক্সপ্রেসের সময় সব একা সামলান অনুষ্কা

চাকদা এক্সপ্রেসের শ্যুটের অভিজ্ঞতা শেয়ার করলেন অনুষ্কা শর্মা। 

মেয়ে ভামিকাকে সামলে চাকদা এক্সপ্রেসের শ্যুট করেছিলেন অনুষ্কা। সম্প্রতি এক সাক্ষাৎকারে শেয়ার করলেন সেই সময়ের অভিজ্ঞতা। 

২০১৮ সালে শেষ সিনেমা এসেছে অনুষ্কা শর্মার। শাহরুখ খান ও ক্যাটরিনা কাইফের সঙ্গে তাঁকে দেখা গিয়েছে জিরো-তে। এরপর লম্বা বিরতি। ফিরছেন তিনি ‘চাকদা এক্সপ্রেস’ দিয়ে। মা হওয়ার পর এটাই প্রথম কাজ তাঁর। 

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি কয়েক বছর ধরে ডেট করার পর ২০১৭ সালে ইতালিতে একটি অন্তরঙ্গ অনুষ্ঠানে বিয়ে করেছিলেন। তারা ২০২১ সালের জানুয়ারিতে কন্যা ভামিকা কোহলিকে স্বাগত জানান। সম্প্রতি এক ম্যাগাজিনের সঙ্গে সাক্ষাৎকারে এই নিয়ে কথাও বলেছিলেন। জানিয়েছিলেন কীভাবে তিনি সময়ই পাননি চাকদা এক্সপ্রেস ছাড়া কিছু করার মেয়ের জন্মের পরের ওই সময়টায়। আরও জানিয়েছেন কীভাবে সামলেছিলেন নিজের সিনেমার কাজ ও মা হিসেবে দায়িত্ব পালন। 

অনুষ্কা শর্মা জানিয়েছিলেন চাকদা এক্সপ্রেসের শ্যুটের সময় তাঁকে কখনও কলকাতা আর কখনও মার্কিন যুক্তরাষ্ট্রে যাতায়াত করতে হয়েছিল। ফলে খুব কমই সুযোগ পেয়েছিলেন মেয়ের সঙ্গে সময় কাটানোর। অভিনেত্রী জানান তিনি কীভাবে তাঁর শ্যুট শেষ হলেই মেয়েকে খাওয়াতে বসতেন। 

‘পুরো বছরটা চাকদা এক্সপ্রেস ছবির শুটিংয়ে কেটেছে। শ্যুটিং শেষ হওয়ার পর হাতে খুব সামান্যই সময় থাকত। আর তখন মেয়ের সঙ্গে সময় কাটাতাম, ওকে রাতের খাবার খাওয়াতাম ওর রাতের সব রুটিন অনুসরণ করার পরেই সময় পেতাম ঘুমোতে যাওয়ার। আমি মনে করি না অন্য কিছু করার সময় আমার ছিল। আমি আরও কাজ করতে রাজি শুধু যদি তা আমার সময় দেওয়ার যোগ্য হয়। শুধুমাত্র নম্বর গেমের খেলায় থাকার জন্য আমি সিনেমা করতে চাই না। অবশ্যই সিনেমাটিকে চাকদা এক্সপ্রেসের মতো কিছু হতে হবে।’

অনুষ্কা জানালেন কীভাবে তিনি ভামিকার জন্য সবকিছু করেন। নায়িকার কথায়, ‘এটি আমাকে ভিতর থেকে অনেক বেশি আত্মবিশ্বাসী ব্যক্তি করে তুলেছে, আমি অনুভব করি যে বর্তমানে আমি অনেক বেশি আত্মবিশ্বাসী। অন্য মানুষের যত্ন নেওয়া এবং সন্তানকে সবকিছুতে প্রথমে রাখা। এটি উল্লেখ করতে চাই যে আপনার সন্তানের সঙ্গে সংযোগ তৈরি করাটা খুবই গুরুত্বপূর্ণ। মেয়ের সব কাজ আমি করি, আর এটা করতে গিয়ে আমাদের যে বন্ধন তা খুব উপভোগ করি। আমি অনুভব করি এর ফলে ও নিজেও ধীরে ধীরে ‘নিরাপদ ব্যক্তি’ হয়ে উঠছে। এবং এতে আমি খুব খুশি।’

 

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বায়োস্কোপ খবর

Latest News

আসন্ন নতুন বাংলা বছর ১৪৩০, নাকি ১৪৩১? পয়লা বৈশাখ কবে? রইল নববর্ষের খুঁটিনাটি কাকলির প্রচারে ‘থিম সং’, বানালো তৃণমূল ছাত্র পরিষদ আগে শুধু লেগে মারতাম তারপর...-কীভাবে বোলারদের ত্রাস হয়ে উঠেছেন, জানালেন হেড কিলো কিলো সোনা গায়ে পরতেন ‘বাপ্পিদা’, সেই সমস্ত গয়না এখন কার কাছে আছে জানেন খুঁজে বার করতে হয় ডিম! ইস্টার পালনের নানা অজানা নিয়ম ও তাৎপর্য অনেকেই জানেন না পিয়ার প্রাক্তন, অনুপমের উপর ‘নজরদারি’ পরমব্রতর; জানাজানি হতেই কী করলেন নায়ক? রাজা রামমোহন রায়ের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র রায়কে গুলিয়ে ফেলেছেন মোদী, দাবি মহুয়ার Health Care: শরীরকে ভিতর থেকে দূষণ মুক্ত করতে এই ডিটক্স পানীয় পান করুন মমতার 'মৃত্যুঘণ্টা বাজিয়ে' বিস্ফোরক অভিজিৎ, 'এই মোদীর পরিবার?' প্রশ্ন TMC-র ‘মূল্য যাই চোকাতে হোক…’, পিলিভিটের প্রতি আবেগঘন চিঠি বরুণের

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.