বাংলা নিউজ > বায়োস্কোপ > প্যারিসের উঁচু বিল্ডিংয়ের জানলা থেকে উঁকি মারছে টুকরো চাঁদ! ভাইরাল অনুষ্কার ছবি

প্যারিসের উঁচু বিল্ডিংয়ের জানলা থেকে উঁকি মারছে টুকরো চাঁদ! ভাইরাল অনুষ্কার ছবি

প্যারিসে অনুষ্কা, শেয়ার করলেন এই ছবি

অনুষ্কার মিষ্টি হাসিতে ঘায়েল নেটিজেন। নায়িকার ছবিতে উজাড় করলেন ভালোবাসা। 

স্বামী ক্রিকেটার বিরাট কোহলি এবং মেয়ে ভামিকাকে নিয়ে প্যারিসে ছুটি কাটাচ্ছেন অভিনেত্রী অনুষ্কা শর্মা। কেমন কাটছে তাঁর প্যারিসের ট্যুর? নেটমাধ্যমের পাতায় সেই ঝলকই শেয়ার করেছেন বলি সুন্দরী।

কখনও হোটেল রুমে রূপসজ্জায় ব্যস্ত অনুষ্কা, আবার কখনও হোটেল রুমের অন্দরের ঝলক, রুম থেকে জানালার বাইরের দৃশ্য শেয়ার করেছিলেন অভিনেত্রী-প্রযোজক। সম্প্রতি প্যারিসের এক উঁচুতলা বিল্ডিং থেকে ছবি শেয়ার করেছেন অনুষ্কা। ছবিতে সাদা পোশাকে দেখা মিলেছে তাঁর। জানলা দিয়ে বাইরে তাকিয়ে ক্যামেরার দিকে পোজ দিয়েছেন তিনি। ক্যাপশনে গানের লাইন লেখা, ‘মেরা সামনে ওয়ালি খিরি মেঁয়, প্যারিস ভ্রম।’

আরও পড়ুন: ইংরেজি গ্রামার ভুল অনন্যার! গাড়ির মধ্যে সেক্স করেন বিজয়,সিক্রেট ফাঁস করণের শো-এ

অনুষ্কার শেয়ার করা ছবিতে মুগ্ধ নেটিজেন। নায়িকার ছবিতে ভালোবাসা এবং প্রশংসার বন্যা। এর আগে প্যারিসে হোটেল রুমে জানলার ধারে বসে ক্রসোঁ উপভোগ করছেন অনুষ্কা, নেটমাধ্যমের পাতায় শেয়ার করেছেন সেই ছবিও। বাথরোব পরে ক্রসোঁতে কামড় বসাচ্ছেন অনুষ্কা। ছবি শেয়ার করে ক্যাপশনে লেখেন, ‘যখন প্যারিসে.. অনেক ক্রসোঁ খাও।’

২০১৭ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। ২০২০ সালে জন্ম হয় মেয়ে ভামিকার। মেয়ে জন্মের পর কেরিয়ার থেকে ছোট্ট ব্রেক নিয়েছিলেন অভিনেত্রী। খুব জলদি ফিরবেন ‘চাকদাহ এক্সপ্রেস’ দিয়ে। যা বাংলার মেয়ে, ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক। এই ছবি পরিচালনার দায়িত্বে রয়েছেন প্রসিত রায়। ২০২৩ সালে মুক্তি পাওয়ার কথা রয়েছে এই ছবি।

বন্ধ করুন