গত সপ্তাহেই মুম্বইয়ে পৌঁছেছিলেন অনুষ্কা। তবে দ্বিতীয়সন্তানের জন্মের আগে থেকে লন্ডন সংসার পেতেছেন বিরাট ঘরণী। দুই সন্তান, স্বামী নিয়ে সেখানেই ছিলেন নায়িকা। এক প্রচার কাজে একাই মুম্বইয়ে দেখা মিলেছিল অনুষ্কার। মেয়ে ভামিকা বা ৬ মাসের শিশুপুত্র অকাইকে সঙ্গে এনেছেন কিনা তা স্পষ্ট জানা যায়নি। এবার সামনে এল অনুষ্কা-বিরাটের সাম্প্রতিক ভিডিয়ো।
ছেলের সঙ্গে দেখা গেল অনুষ্কা ও বিরাটকে
বিরাটের কাছে দুই সন্তানকে রেখেই একা মুম্বই এসেছিলেন নায়িকা। দ্রুত কাজ সেরে ফিরেছেন লন্ডনে। স্টারডমের ছটা থেকে বেরিয়ে লন্ডনে আম জীবনযাপন করার সুযোগ পান বিরুষ্কা। তবে মাঝেমধ্যে ভারতীয় কিংবা উপমহাদেশীয় ফ্যানেদের সুবাদে ইন্টারনেটে দেখা মেলে দম্পতির কিছু একান্ত মুহূর্ত।
সোমবারের ভাইরাল ভিডিয়োতে লন্ডনের রাস্তায় ছেলে অকায়কে কোলে নিয়ে দেখা মিলল অনুষ্কার। বউ-ছেলেকে আগলে ছিলেন বিরাট। ক্লিপে স্টার কিডের আয়াকেও দেখা যাচ্ছে, কিন্তু ছোট্ট আকায়ের মুখ দেখা যাচ্ছে না। ফ্যান পেজে শেয়ার করা ভিডিওতে ভামিকাকেও দেখা যায়নি। সন্তানদের সোশ্যাল মিডিয়া থেকে দূরে রাখেন বিরুষ্কা। ভামিকার মুখ অবশ্য ফাঁস হয়েছে বহুবার। অকায়কে কেমন দেখতে তা জানতে উদগ্রীব সকলে।
ক্যাপশনে ওই ভক্ত লিখেছেন, ‘অনুষ্কার হাতে বেবি অকায়। লন্ডন থেকে বিরাট ও অনুষ্কার সাম্প্রতিক ক্লিপ।’
মুম্বইয়ের ইভেন্টে মাতৃত্ব থেকে দাম্পত্য নিয়ে নানান কথা ফাঁস করেছেন অনুষ্কা। বাবা-মা হিসাবে দায়িত্ব ভাগ করে নেন বিরুষ্কা। ছেলমেয়ের জন্য দুজনেই রান্না করেন।
অনুষ্কা বলেন, ‘আমাদের এটা নিয়ে ঘরে আলোচনা হয়েছে। আমাদের মায়েরা আমাদের দুজনকে ছেলেবেলায় যে রান্নাগুলো করে খাইয়েছে, সেটা যদি আমরা আমাদের সন্তানদের না খাওয়াই, তাহলে পরিবারের ঐতিহ্যটা বজায় থাকবে না। তাই কখনও আমি রান্না করি, কখনও আমার স্বামী করে। আমরা চেষ্টা করি, মায়েরা ঠিক যেভাবে ওই পদগুলো বানাত ঠিক তেমনভাবেই রান্নাটা করার।’ হালকা ছলে নায়িকা বলেন, ‘আমি মাঝেমধ্যে একটু চিটিং করি, ফোন করে মায়ের থেকে রেসিপিটা আরেকবার জেনেনি। এটা নিজের সন্তানের জন্য করাটা খুব জরুরি’।
ছেলেমেয়েদের রুটিন সম্পর্কেও খুব সচেতন অনুষ্কা। যদিও বিশ্বের নানানপ্রান্তে ট্রাভেল করতে হয় তাঁদের। কিন্তু সন্তানদের রোজনামচা সহজে ভাঙতে চান না নতুন মা। তাঁদের খাবারের সময় ফিক্সড থাকে, ঘুমানোর সময়ও নির্ধারিত রয়েছে। কঠোর নিয়ামানুবর্তিতার মধ্যেই দুই সন্তানকে বড় করতে চান অনুষ্কা।
২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালিতে গাঁটছড়া বাঁধেন বিরাট ও অনুষ্কা। ২০২১ সালের ১১ জানুয়ারি, প্রথম সন্তান ভামিকার জন্ম দেন অনুষ্কা। মেয়ের বয়স তিন পূর্ণ হতেই পুত্র সন্তানের বাবা হন কোহলি। ফেব্রুয়ারিতে এই তারকা দম্পতি তাদের পুত্র সন্তানের জন্মের কথা ঘোষণা করেন।