বাংলা নিউজ > বায়োস্কোপ > Anushka Sharma-Virat Kohli: IPL-এর আগে অনুষ্কার সঙ্গে ফ্য়াশন শো-তেই ব্য়স্ত বিরাট! প্রেম একেবারে গদগদ

Anushka Sharma-Virat Kohli: IPL-এর আগে অনুষ্কার সঙ্গে ফ্য়াশন শো-তেই ব্য়স্ত বিরাট! প্রেম একেবারে গদগদ

ডিওর ফ্যাশন শোর রেড কার্পেটে ফের জুটিতে আগুন ঝরালেন বিরাট-অনুষ্কা

Anushka Sharma-Virat Kohli: গেটওয়ে অব ইন্ডিয়ায় অনুষ্ঠিত হওয়া ডিওর ফ্যাশনে উপস্থিত ছিলেন অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি। চোখ ধাঁধানো রূপে ধরা দিলেন রেড কার্পেটে।

অনুষ্কা শর্মা এবং বিরাট কোহলি জুটিতে উপস্থিত ছিলেন ক্রিশ্চিয়ান ডিওরের ভারত উদ্বুদ্ধ প্রিফল কালেকশনের ফ্যাশন শোতে। এই ফ্যাশন শোটি ৩০ মার্চ, বৃহস্পতিবার অনুষ্ঠিত হয়। রেড কার্পেটে এই কাপল দুর্দান্ত লুকে ধরা দেন।

এদিন অনুষ্কাকে একটি উজ্জ্বল হলুদ রঙের ক্রিশ্চিয়ান ডিওরের পোশাকে দেখা যায়। অন্যদিকে বিরাটের পরনে ছিল স্যুট। পাতি কথায় বলতে গেলে এদিন তাঁরা একত্রে রেড কার্পেটে আগুন ঝরিয়েছেন।

অনুষ্কা শর্মা, বিরাট কোহলি দুজনেই একত্রে তাঁদের ছবি সোশ্যাল মিডিয়ায় এদিন পোস্ট করেন। অনুষ্কা তাঁর পোস্ট করা ছবিতে বিরাট কোহলিকে ট্যাগ করে লেখেন 'তুমি'। বিরাট আবার স্ত্রীর এই পোস্টে একটি লাল রঙের ইমোজি পোস্ট করেন। অন্যদিকে বিরাট তাঁর পোস্টের ক্যাপশনে লেখেন, 'গতকাল রাতের কথা।'

এই বলি জুটি যতবার যেখানে জুটিতে ধরা দিয়েছেন রেড কার্পেটে সেখানেই তাঁরা সকলের নজর কেড়েছেন। কিছুদিন আগেই তাঁদের ইন্ডিয়ান স্পোর্টস অনার্সের রেড কার্পেটে দেখা যায়।

২০১৭ সালে অনুষ্কা এবং বিরাট বেশ কয়েক বছর প্রেম করার পর ইতালিতে গাঁটছড়া বাঁধেন। তাঁদের বিয়েতে তাঁদের ঘনিষ্ঠ বন্ধু বান্ধব এবং আত্মীয়রা উপস্থিত ছিলেন। ২০২১ সালের জানুয়ারি মাসে জন্ম হয় তাঁদের মেয়ে ভামিকার।

অনুষ্কাকে আগামীতে চাকদা এক্সপ্রেসে দেখা যেতে চলেছে। মেয়ে হওয়ার পর অভিনেত্রীর এটাই প্রথম কাজ। যদিও কলা ছবিতে তাঁকে এক ঝলক দেখা গিয়েছিল বিশেষ একটি চরিত্রে। চাকদা এক্সপ্রেসে তাঁকে ঝুলন গোস্বামীর চরিত্রে দেখা যাবে। কলকাতা এবং ইংল্যান্ডে এই ছবির শ্যুটিং চলেছে।

বন্ধ করুন