ভারতের অন্যতম আদুরে এবং পছন্দের জুটি হলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। তাঁরা আক্ষরিক অর্থেই যেন পাওয়ার কাপল। মাঝে মধ্যেই অনুরাগীদের কাপল গোল দিয়ে থাকেন। এদিনও তেমন ভাবেই তাঁরা নিজেদের জীবনের অন্যতম সেরা দিন কাটালেন ব্রিসবেনে। সেই দিনের বেশ কিছু ঝলক ভাগ করতে ভুললেন না অনুরাগীদের সঙ্গে।
আরও পড়ুন: তুঙ্গে ঘর ভাঙার চর্চা, তার মাঝেই যিশু বললেন, 'আমি বিবাহিত, একজনকে নিয়েই খুশি...'
ব্রিসবেনে বিরাট এবং অনুষ্কা
অস্ট্রেলিয়ার ব্রিসবেনে এদিন একটি মজার, আনন্দের দিন কাটালেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মা। শুক্রবার, ১৩ ডিসেম্বর ইনস্টাগ্রামে সেই দিনের বেশ কিছু ছবি পোস্ট করলেন অনুষ্কা শর্মা। সেখানেই দেখা গেল তাঁরা ব্লুইজ ওয়ার্ল্ড বেড়াতে গিয়েছিলেন।
অনুষ্কা শর্মা এদিন যে ছবিগুলো পোস্ট করেছিলেন সেখানে তাঁরা এদিন বেড়াতে গিয়ে কী কী খেয়েছেন সেটা দেখা যাচ্ছে। মেনুতে ছিল বার্গার, ভাজাভুজি। আরেকটা ছবিতে তাঁকে এবং বিরাটকে দেখা যাচ্ছে। দুজন মিলে সেলফি তুলেছেন। এই ছবিগুলো পোস্ট করে অভিনেত্রী লেখেন, 'এখনও পর্যন্ত সেরা দিন।' সঙ্গে নীল হৃদয়ের ইমোজি পোস্ট করেছেন।
অনুষ্কার পোস্ট করা সেলফি তে দেখা যাচ্ছে অভিনেত্রী সাদা পোশাক পরেছেন, তাঁর মাথায় কানওয়ালা হেয়াব্যান্ড। অন্যদিকে বিরাটের পরনে নীল টিশার্ট, জিন্স এবং টুপি। সঙ্গে চশমাও পরে আছেন তিনি। বিরাটের হাতে ধরা একটি ফেঞ্চ ফ্রাই। এই ছবির সঙ্গে অনুষ্কার এটা লিখতে ভোলেননি, 'ব্যান্ডইট অ্যান্ড চিলি।'
অস্ট্রেলিয়ায় বিরাট এবং অনুষ্কা
বিরাট কোহলি বর্তমানে ২০২৪-২৫ সালের টেস্ট সিজনে খেলছেন দেশের হয়ে। আগামী ১৪ ডিসেম্বর থেকে ওখানে তৃতীয় টেস্ট শুরু হতে চলেছে। ব্রিসবেন ক্রিকেট গ্রাউন্ডে হবে সেই ম্যাচ। তার আগে একটু নিজেদের মতো সেখানে সময় কাটাচ্ছেন এই তরিকা জুটি।
প্রসঙ্গত কিছুদিন আগেই খরা কাটিয়ে ফর্মে ফিরেছেন বিরাট কোহলি। তাঁর টেস্টের ৩০ তম হাফ সেঞ্চুরির পর অনুষ্কাকে সেখানে হাততালিতে ফেটে পড়তে দেখা যায়। অন্যদিকে বিরাটও এই মাইলস্টোন ছুঁয়ে অনুষ্কার দিকে একটি চুমু ছুঁড়ে দেন।
অনুষ্কা শর্মার কাজ
অনুষ্কা শর্মাকে আগামীতে চাকদা এক্সপ্রেসে দেখা যাবে। ভারতের প্রাক্তন মহিলা ক্রিকেটার ঝুলন গোস্বামীর জীবনীর উপর নির্মিত হয়েছে ছবিটি। নেটফ্লিক্সে মুক্তি পাওয়ার কথা ছবিটির। কিন্তু জটিলতা কাটিয়ে ছবিটি কবে মুক্তি পায় সেটাই এখন দেখার।