সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে নিজের সন্তানকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত লুকিয়ে রাখার প্রবণতা তারকাদের মধ্যে দেখা যায়। অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি তার ব্যতিক্রম তো নন, বরং এই বিষয়ে তাঁরা যথেষ্ঠ পটু। মেয়ে ভামিকাকে তাঁরা সংবাদ মাধ্যমের ক্যামেরা থেকে লুকিয়ে রেখেছেন। তবে এই সব কিছুর মধ্যেও মাঝে মাঝেই প্রকাশ্যে এসে পড়ে ভামিকার ভিডিয়ো। সেরকমই চলতি বছরের জানুয়ারিতে বাবা মায়ের সঙ্গে ৩ বছরের ভামিকার একটি ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। নিউইয়র্কে যখন টিম ইন্ডিয়া, সেই সময় বিরাট কন্যা তার বাব মায়ের হাত ধরে গিয়েছিলেন সেখানে।
আবার নতুন করে দ্বিতীয়বারের জন্য মা হয়েছেন অনুষ্কা। স্বামী ক্রিকেটার বিরাট কোহলির সঙ্গে তিনিও নিউইয়র্কে টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৪-এর সময় টিম ইন্ডিয়ার ট্যুরে। তাঁদের সঙ্গে ছোট্ট ভামিকা আর অকায়ও। ভিডিয়োয় দেখা গিয়েছে অনুষ্কা ও বিরাট নিউইয়র্কের একটি হোটেলের ভিতর মেয়ের হাত ধরে হেঁটে যাচ্ছেন। ভিডিয়োটি একটি ফ্যান পেজ শেয়ার করে ক্যাপশনে লেখে, 'কিছুদিন আগে বিরুষ্কা ভামিকাকে নিয়ে টিমের সঙ্গে হোটেলে দেখা গিয়েছিলেন।' তবে এখানে ছিল না অকায়।
আরও পড়ুন: কার পিঠ কত সুন্দর! অনন্ত-রাধিকা প্রাক-বিবাহের পার্টিতে আগুন ধরালেন ইশা-কিয়ারা
বাবা-মায়ের সঙ্গে ছোট্ট ভামিকাকে দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া
ভামিকাকে নিয়ে বিরুষ্কার এই ভিডিয়ো প্রকাশ্যে আসতেই তা হয় ভাইরাল। তা দেখে নেটিজেনরাও করেছেন নানা মন্তব্য। একজন ভামিকার বিষয়ে লেখেন, ‘কী সুন্দর করে হাঁটছে’। আর একজন ভক্ত লেখেন, 'এত সুন্দর...'। অন্য আর একজন লিখেছেন, 'ভামিকা বেবি এত্ত কিউট।' অন্য এক ভক্ত ট্যুইট করেন, 'ওর চুল'। ইনস্টাগ্রামে ভিডিয়োটি শেয়ার করে, অন্য একটি ফ্যান পেজ ভামিকা সম্পর্কে লেখে, 'ভামিকা এখন বড় হয়ে গিয়েছে!'
আরও পড়ুন: মনিটরে ওর হৃদস্পন্দন দেখে বুঝতাম বেঁচে আছে কি না…’, হঠাৎ কী হল প্রিয়াঙ্কার মেয়ে মালতীর?
প্রসঙ্গত, এক সপ্তাহ আগেও এই তারকা দম্পতি ভামিকা এবং তাদের নবজাতক ছেলেকে নিয়ে মুম্বইতে বেড়াতে বেড়িয়ে ছিলেন।
বিরাট এবং অনুষ্কা ২০১৭ সালের ১১ ডিসেম্বর গাঁটছড়া বাঁধেন। তাঁদের কোল আলো করে ২০২১ সালের ১১ জানুয়ারি প্রথম সন্তান ভামিকা আসে। তাঁদের দ্বিতীয় সন্তান, আকায় চলতি বছরের ১৫ ফেব্রুয়ারী ভূমিষ্ঠ হয়। তারকার সন্তানদের একটা নির্দিষ্ট বয়সের পর প্রায়শই লাইম লাইট কাড়তে দেখা যায়। তাঁদের জীবনটা অন্যান্য আর পাঁচটা শিশুর থেকে অনেকটাই আলাদা হয়। কিন্তু সেই জায়গা থেকে অনেকটাই ব্যতিক্রমী অনুষ্কা শর্মা ও বিরাট কোহলি। ভামিকার ৩ বছর হয়ে যাওয়ার সত্ত্বেও এখনও তাঁরা ক্যামেরার সামনে নিয়ে আসেননি মেয়েকে। তাঁদের ছেলের জন্মের পরও তাকে যতটা সম্ভব ক্যামেরা থেকে দূরে রেখেছেন এই তারকা দম্পতি। কেবল একটি পোস্টের মাধ্যমে দম্পতি তাঁদের দ্বিতীয় সন্তানের জন্মের কথা যৌথভাবে স্যোশাল মিডিয়ায় জানান।