চারিদিকে এখন যে যে বিষয় নিয়ে চর্চা চলছে তার অন্যতম হল অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের বিয়ে। কিন্তু ভারতীয় এই ধনকুবের ব্যবসায়ীর ছোট ছেলের বিয়ে যে কেবল এত আলিশান ভাবে হচ্ছে সেটা নয়। একাধিক বলিউড অভিনেতাও কিন্তু তাঁদের বিয়েতে প্রবল খরচ করেছেন। কেউ কেউ যদিও আবার নামমাত্র আয়োজনেই সাতপাকে বাঁধা পড়েছেন। কিন্তু কারা কোন দলে পড়েন এবার সেটাই একজন চিত্রগ্রাহক প্রকাশ্যে আনলেন যিনি বিভিন্ন বলিউড সেলেবদের বিয়ের ভিডিয়ো করেছেন।
আরও পড়ুন: 'সোজাসুজি বিচার করতে বসে যাই...', হার্দিকের সঙ্গে বিচ্ছেদের গুঞ্জনের মাঝেই ইঙ্গিতবহ পোস্ট নাতাশার
কী জানালেন সেই ব্যক্তি?
শিবানী পাউকে দেওয়া একটি সাক্ষাৎকারে বিশাল নামক সেই ব্যক্তি এই বিষয়ে কথা বলেছেন। এই পডকাস্ট শোতে জানিয়েছেন আজকালকার অধিকাংশ কাপলরাই বড় বড় ব্যয়বহুল ওয়েডিং চান। এমনকি সেটা অনন্ত রাধিকার বিয়ের মতোও হাইফাই ব্যাপার হতে পারে। আর তেমনই একটি বিয়ে হল দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিংয়ের বিয়ে। কারণ তাঁদের বিয়েতে প্রায় ১৫০ জন আমন্ত্রিত ছিলেন লেক কোমোতে।
বিশাল জানান এই ধরনের বড় বড় বিয়ের আয়োজন করা বেশ কঠিন। এবং ব্যয় সাপেক্ষ। তবে তিনি জানান দীপিকা এবং রণবীরের কোনও এমন প্ল্যান ছিল না যাতে তাঁদের বিয়ের কোনও মুহূর্ত ভাইরাল হওয়ার মতো করে তৈরি করা হয়। এমনকি তাঁরা তাঁদের বিয়ের ভিডিয়ো বিয়ের প্রায় ৫ বছর পর প্রকাশ্যে এনেছেন।
একই সঙ্গে তিনি তুলনা টেনে বলেন বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার বিয়ের কথা। তাঁদের বিয়েতে ৫০ জনের কম অতিথি নিমন্ত্রিত ছিলেন বলেও জানান তিনি। সেখানে কোনও ঝামেলা ছিল না।