২০২৫ সাল শুরু হতেই ফের বিয়ের পিঁড়িতে বসছেন একের পর এক তারকারা। এবার গায়ক তথা গীতিকার অনুভ জৈন মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর ভাগ করে সকলকে রীতিমতো চমকে দিয়েছেন। গায়িকা হৃদি নারাংকে বিয়ে করেছেন তিনি।
বিয়ের দিন নববধূ পরেছিলেন দুটি লাল রঙের লেহেঙ্গা। অনুভ পরেছিলেন এটি বেইজ রঙের শেরওয়ানি। বিবাহ বাসর থেকে বেশ কয়েকটি অন্তরঙ্গ ছবি পোস্ট করতে দেখা যায় গায়ককে। ছবিগুলি শেয়ার করে ক্যাপশনে তিনি নিজের গাওয়া গান জো তুম মেরে হো গানের একটি পংক্তি লিখেছেন।
আরও পড়ুন: সাজিদ নাদিয়াওয়ালা নাতি হন সলমনের? প্রযোজকের জন্মদিনে কী বললেন ভাইজান?
আরও পড়ুন:হাউজ অফ কমন্স দ্বারা সম্মানিত কুমার শানু, বললেন, ‘আমি কৃতজ্ঞ..’,
অনুভ সোশ্যাল মিডিয়ায় বিয়ের ছবি পোস্ট করলেও নববধূর পরিচয় গোপন রাখতে চেয়েছিলেন, কিন্তু তা সম্ভব হয়নি ফটোগ্রাফার রাহুল সাহারানের জন্য। বিয়ের ছবি পোস্ট করে রাহুল শুধুমাত্র অনুভ নয়, হৃদিকেও ট্যাগ করে দিয়েছিলেন, যার ফলে নববধূর পরিচয় প্রকাশ্যে চলে আসে।
হৃদি কে?
হৃদি দিল্লির বাসিন্দা। দিল্লির মডার্ন স্কুল থেকে পড়াশোনা করেছেন তিনি। পরবর্তী সময়ে অস্ট্রেলিয়ার মেলবোর্নের আরএমআইটি ইউনিভার্সিটি থেকে মার্কেটিংয়ে স্নাতক ডিগ্রী অর্জন করেন তিনি। এরপর ইউনিভার্সিটি অফ টেকনোলজি সিডনি থেকে মার্কেটিংয়ে স্নাতকোত্তর হন।
বর্তমানে নিজের ব্র্যান্ড শুরু করলেও একসময় তিনি মুলেন লো লিন্টারের ব্র্যান্ড সার্ভিস ম্যানেজার, পারসেপ্ট লিমিটেডের একজন অ্যাকাউন্ট এক্সিকিউটিভ এবং কালেক্টিভ আর্টিস্ট নেটওয়ার্কের সেলস ম্যানেজার হিসেবে কাজ করেছিলেন।
পড়াশোনার পাশাপাশি হৃদি বাস্কেটবল এবং অন্যান্য অ্যাথলেটিক খেলাধুলায় ব্যস্ত থাকতেন। পড়াশোনার পাশাপাশি গল্পের বই পড়তে এবং যোগ ব্যায়াম করতেও পছন্দ করেন তিনি। নিজের কাজ ছাড়াও তিনি বেশ কয়েকটি এনজিওর সঙ্গে যুক্ত, যারা ছোট ছোট অনাথ শিশুদের পাশে দাঁড়ানোর কাজ করেন।
অনুভ এবং হৃদির বিয়ের খবর সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়তেই সকলে নব দম্পতিকে আগামী দিনের শুভেচ্ছা জানিয়েছেন। অভিনেতা আয়ুষ্মান খুরানা নবদম্পতিকে জানিয়েছেন অভিনন্দন। গায়কের এক মহিলা অনুরাগী লিখেছেন, আমি কাঁদছি, কিন্তু আনন্দে, কষ্টে নয়। অন্য একজন লিখেছেন, দুর্দান্ত দেখতে লাগছে দুজনকে।
সোশ্যাল মিডিয়ায় নিজের বিয়ের খবর পোস্ট করলেও সচরাচর ব্যক্তিগত জীবন ব্যক্তিগত রাখতেই পছন্দ করেন এই গায়ক। আলাগ আসমান, গুল সহ বহু গান গেয়ে খ্যাতি অর্জন করেছেন তিনি।