সম্প্রতি মুম্বইতে অনুষ্ঠিত হয়ে গেল এপি ধিলোঁর কনসার্ট। আর সেখানেই পারফর্ম করার সময় প্রায় হুমড়ি খেয়ে পড়তে পড়তে বাঁচলেন গায়ক। সেই মুহূর্তের ভিডিয়ো এদিন নিমেষেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। তারপর কীভাবে নিজেকে সামলালেন গায়ক?
কী ঘটেছে?
শনিবার মুম্বইতে কনসার্ট ছিল এপি ধিলোঁর। এই ইন্দো কানাডিয়ান গায়ক অন্যান্য কনসার্টের মতোই নিজের আমেজে মঞ্চ মাতাচ্ছিলেন। কিন্তু আচমকাই স্টেজে হুমড়ি খেয়ে পড়ে যাচ্ছিলেন। যদিও কোনও মতে সামলে নেন নিজেকে। লাফিয়ে মুখ থুবড়ে পড়ার হাত থেকে বাঁচিয়ে নেন নিজেকে । আর তাঁর সেই ঘটনার ভিডিয়ো এদিন ভাইরাল হয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। বান্দ্রার কুর্লা কমপ্লেক্সের এমএমআরডিএ গ্রাউন্ডে ছিল এদিন তাঁর কনসার্ট।
আরও পড়ুন : বন্ধুদের সঙ্গে আইবুড়োভাত খেলেন অনুরাগ - কন্যা! আলিয়ার পিঙ্ক থিম ব্রাইডাল শাওয়ারে খুশি সহ এলেন কারা?
এপি ধিলোঁর একটি ফ্যান পেজের তরফে এদিন তাঁর এই ঘটনার ভিডিয়ো পোস্ট করা হয়েছে। স্টেজের দিকে যখন গায়ক দৌড়ে যাচ্ছিলেন তখনই তিনি হোঁচট খেয়ে পড়ে যেতে যাচ্ছিলেন। কিন্তু দ্রুত নিজেকে সামলে নেন তিনি। কোনও মতে হেসে ঘটনাকে ম্যানেজ দেওয়ার চেষ্টা করেন। তারপর কয়েক মুহূর্তের মধ্যেই তাঁকে আবার স্বমহিমায় মঞ্চ কাঁপাতে দেখা যায় নতুন ছন্দে।
এদিন এপি ধিলোঁর কনসার্ট দেখতে হাজির হয়েছিলেন মালাইকা আরোরা। অভিনেত্রী, মডেলকে এদিন গায়ক তাঁর সঙ্গে মঞ্চে ডেকে নেন। জানান মালাইকা তাঁর ছোটবেলার ক্রাশ। এরপর মঞ্চে এপি ধিলোঁকে গান গাইতে আর তাঁর সুরে সুরে অভিনেত্রীকে নাচতে দেখা যায়। এদিন মঞ্চে এপি ধিলোঁ ব্রাউন মুন্ডে, উইথ ইউ, দিল নু, সহ একাধিক গান পারফর্ম করেন।