দিলজিৎ দোসাঞ্ঝ তাঁর দিল-লুমিনাটি দিয়ে যে দেশের নানা প্রান্তে ঝড় তুলেছেন তা বলাই বাহুল্য। তাঁর শোতে কেবল সাধারণ দর্শকরা নন, নানা তারকাও দেখা মেলে। কিছুদিন আগেই তাঁর কর্নসাটে দেখা মিলেছিল দীপিকা পাড়ুকোনের আর এবার তাঁর শোতে নজর কাড়লেন বনিতা সান্ধু। বি-টাউনে কান পাতলে প্রায়ই তাঁকে নিয়ে একটি গুঞ্জন শোনা যায়, তিনি নাকি এপি ধিলোঁর সঙ্গে প্রেম করছেন।
কিন্তু সম্প্রতি এপি ধিলোঁ দাবি করেন যে, তাঁকে ইনস্টাগ্রামে দিলজিৎ নাকি ব্লক করেছেন। তিনি জোর দিয়ে বলেছিলেন যে, ‘অমর সিং চামকিলা’ খ্যাত অভিনেতা ইচ্ছাকৃতভাবে নাকি তাঁকে ব্লক করেছিলেন। অন্যদিকে, দিলজিৎ আবার সেই অভিযোগ অস্বীকার করেছিলেন। তাতেও দমে জাননি এপি ধিলোঁ, তিনি তাঁর দাবিতে অনড় ছিলেন, আর এইসব নিয়ে তাঁদের ভক্তদের মধ্যে বেঁধে ছিল দ্বন্দ। কিন্তু এই বিবাদের মধ্যেও মুম্বইতে দিলজিতের কনসার্টে বনিতার যোগ দেওয়া আলাদা করে সকলের নজর কেড়েছে, ভিডিয়ো স্যোশাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই হয়েছে ভাইরাল।
ভিডিয়োয় দেখা গিয়েছে বনিতা সান্ধু আনন্দের সঙ্গে দিলজিতের গান শুনছেন। বিতর্কিত পরিস্থিতির মধ্যেও কোনও উত্তেজনার লক্ষণ দেখা যায়নি তাঁর মধ্যে। তিনি একটি সাদা টপ এবং ডেনিম প্যান্ট পরেছিলেন, সঙ্গে পরেছিলেন একটি সাদা এবং কালো পশমের জ্যাকেট।
আরও পড়ুন: একে অপরের সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছিলেন মহম্মদ রফি ও লতা মঙ্গেশকর! জানেন কেন?
চণ্ডীগড়ের একটি পারফরম্যান্সের সময়, এপি ধিলোঁ দিলজিৎকে ডেকেছিলেন, দাবি করেছিলেন যে তাঁদের মধ্যে এখনও ভালো সম্পর্ক রয়েছে, যদিও এখনও নাকি দিলজিৎ তাঁকে ইনস্টাগ্রামে ব্লক করেই রেখেছেন। এই সমস্যা সমাধানের আশায় নাকি এপি ধিলোঁ দিলজিৎকে বক্ল খুলে দেওয়ার জন্য জানান। তবে দিলজিৎ ব্লকের দাবি অস্বীকার করেন।
কিন্তু এরপর দ্বন্দ্ব আরও বেড়ে যায় কারণ দিলজিৎ তাঁর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের একটি স্ক্রিনশট শেয়ার করেন, জোর দিয়ে জানান যে, তিনি কখনই এপি ধিলোনকে ব্লক করেননি, এই দাবি সম্পূর্ণ মিথ্যা। তিনি স্পষ্ট করে দেন যে, তাঁর ব্যক্তিগত মতপার্থক্য অন্য শিল্পীদের সঙ্গে কখনওই প্রসারিত করেনি, সমবয়সীদের সঙ্গে তাঁর ব্যক্তিগত দ্বন্দ্বের পরিবর্তে রাজনৈতিক বিষয়গুলির প্রতি ইঙ্গিত করেন।
আরও পড়ুন: মহম্মদ রফির মহম্মদ রফির ১০০ বছরের জন্মবার্ষিকীতে শুনে নিন তাঁর এই সেরা ৭ গান!
তবে সহজে টনক নড়েনি এপি ধিলোঁর। তিনি একটি স্ক্রীন রেকর্ডিং পোস্ট করেন যাতে দেখা যায় তাঁকে সত্যি ব্লক করা হয়েছিল। কিন্তু তারপর এও জানান যে, কিছু সময়ের পর তাঁকে আনব্লকও করা হয়। এপি ধিলোন জানান যে, দর্শকদের প্রতিক্রিয়ার ভয়ে তিনি সবটা প্রকাশ করতে অনিচ্ছুক ছিলেন।