এস শঙ্কর পরিচালিত গেম চেঞ্জার সিনেমায় প্রথমবার একসঙ্গে কাজ করেছেন রামচরণ এবং কিয়ারা আডবাণী। গত ১০ জানুয়ারি বড় পর্দায় মুক্তি পেয়েছে এই সিনেমাটি। এক সপ্তাহের মধ্যেই বেশ ভালই ব্যবসা করেছে ‘গেম চেঞ্জার’। তবে এর মধ্যেই হঠাৎ করে জানা যায়, AP নামক একটি লোকাল টিভি চ্যানেলে দেখানো হয়েছে সিনেমাটি, যার পরেই ক্ষিপ্ত হয়েছেন প্রযোজক।
লোকাল টিভি চ্যানেলে গেম চেঞ্জার দেখানোর প্রসঙ্গে সিনেমার প্রযোজক বলেন, এমন কাজ করা সত্যি বেআইনি। একটা সিনেমা মানে শুধু পরিচালক, প্রযোজক বা অভিনেতা অভিনেত্রী নয়, প্রায় হাজার হাজার মানুষের ৩ থেকে ৪ বছরের পরিশ্রম। বহু মানুষের স্বপ্ন। এইভাবে সেটা শেষ করে দেবেন না দয়া করে। এটা কোনওভাবেই মেনে নেওয়া যায় না।
আরও পড়ুন: 'ইনফেকশনের সম্ভাবনা রয়েছে…' ছুরিকাঘাতে আহত সইফ এখন কেমন আছেন? জানালেন চিকিৎসক
‘গেম চেঞ্জার’ সিনেমার পরিচালক এবং প্রযোজকদের তরফ থেকে অভিযোগ দায়ের করার পরেই আপ্পালা রাজুর প্রতিনিধিতে ওই লোকাল চ্যানেলের অফিসে অভিযান চালানো হয়। বিশাখাপত্তনম কমিশনারেট এবং ক্রাইম ক্লুজ টিমের অধীনে গাজুওয়াকা পুলিশের সহযোগিতায় এই বিশেষ অভিযান চালানো হয়।
লোকাল টিভি অফিসে অভিযান চালানোর পর চ্যানেলের বেশ কয়েকজন কর্মীকে গ্রেফতার করা হয়। শুধু তাই নয়, সমস্ত সম্প্রচার সরঞ্জাম সিজ করা হয়। এই ঘটনায় জানা গেছে, প্রায় ৪৫ জন ব্যক্তির একটি দল অনলাইনে সিনেমাটির কিছু দৃশ্য ফাঁস করে দেয়। গোটা ঘটনাটি মাথায় রেখে প্রযোজনা দল সাইবার ক্রাইম কর্তৃপক্ষের কাছে অভিযোগ দায়ের করেছিলেন।
আরও পড়ুন: পাপারাজ্জিদের দেওয়া ভুরিভুরি ফুটেজই কি দায়ি সইফ-করিনার বাড়ির ডাকাতিতে? জবাব কার্তিকের
আরও পড়ুন: মা-ছেলের পুনর্মিলন! কাজলকে দেখেই দৌড় জিবরানের, K3G-র সেই খুদে এখন নায়িকার কাঁধ ছাপিয়েছে
প্রসঙ্গত, ‘গেম চেঞ্জার’ সিনেমাটি বেশ ভালো ব্যবসা করলেও প্রথমে যখন সিনেমাটির একটি গান মুক্তি পায়, তখন সেটি দেখে মোটেই খুশি ছিলেন না নেট দুনিয়ার বাসিন্দারা। বিশেষ করে কিয়ারার পোশাক দেখে হাসি থামাতে পারেননি নেটিজেনরা। তবে প্রথমে ব্যঙ্গাত্মক মন্তব্য করা হলেও ‘গেম চেঞ্জার’ মুক্তি পাওয়ার পর সিনেমাটির গল্প বেশ ভালই লেগেছে মানুষের।