দুর্গাপুজোর পরেই মন খারাপের মধ্যেই আসে মা লক্ষ্মীকে আরাধনা করার দিন। এই দিন প্রায় প্রত্যেকটি বাঙালি বাড়িতে চলে পুজোর তোড়জোড়। কুমোরটুলিতে পড়ে যায় মাকে বাড়িতে আনার ধুম। তবে কিনে এনে নয়, লক্ষ্মীপুজোর দিন নিজের হাতেই মাকে সাজান অপরাজিতা আঢ্য।
এই রীতি শুরু হয়েছে অভিনেত্রীর বিয়ের পর থেকেই। ঘটনাচক্রে ঘটে যায় একটি ঘটনা, যার পর থেকে নিজের হাতেই মাকে সাজান অপরাজিতা। এই বছরেও তার অন্যথা হয়নি। একেবারে গোলাপী রঙে দেবীকে সাজিয়েছেন তিনি। শুধু তাই নয়, দেবীকে পরিয়েছেন গোলাপ রঙের পোশাকও।
আরও পড়ুন: লাল পাড় সাদা শাড়িতে সেজে উঠলেন নুসরত, করলেন মায়ের বরণ
আরও পড়ুন: 'মা ছাড়া সংসার অসম্পূর্ণ...', কবিরের সঙ্গে সিঁদুর খেলায় মাতলেন কোয়েল
তবে অভিনেত্রীর বাড়িতে অধিষ্ঠিত মা লক্ষ্মী একদিনই নেমে আসেন সিংহাসন থেকে। সারা বছর মায়ের গায়ে হাত দেওয়া যায় না। যদিও এই নিয়মও মানেন না অপরাজিতা। মাঝেমধ্যেই কন্যা স্নেহে দেবীকে আদর করেন তিনি। কিন্তু কীভাবে শুরু হল অপরাজিতার হাতে দেবী লক্ষ্মীর অঙ্গরাগ?
২৮ বছর আগে অর্থাৎ অপরাজিতার বিয়ের সময় থেকেই তিনি মা লক্ষ্মীকে নিজের হাতে সাজানোর সুযোগ পান। যদিও অভিনেত্রীর বিয়ের আগে প্রতিবছর কুমোর পাড়ায় নিয়ে গিয়ে মা লক্ষ্মীকে সাজানো হতো। কিন্তু আশ্চর্যজনকভাবে অপরাজিতার বিয়ের বছর কাউকে পাওয়া যায়নি মা লক্ষ্মীকে সাজানোর জন্য।
আরও পড়ুন: লাল শাড়িতে নতুন বউ সেজে মাকে বরণ করলেন শুভশ্রী, গোলাপি পাঞ্জাবিতে সঙ্গ রাজের
আরও পড়ুন: অভিষেকের কোলে ছোট্ট কুমারী, নবমীর সকালে আবেগপ্রবণ সাইনা
এরপরেই অপরাজিতা নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন। নিজের হাতে সাজান দেবী লক্ষ্মীকে। এই ভাবেই বছরের পর বছর সুদক্ষ ভাবে নিজের দায়িত্ব পালন করে আসছেন অভিনেত্রী। এখন দেবী লক্ষ্মীর সঙ্গে যেন একটা আলাদাই সম্পর্ক তৈরি হয়ে গিয়েছে অপরাজিতার।
প্রসঙ্গত, কিছুদিন আগেই ‘শ্রী দুর্গা’ ছবির মোশন পোস্টার প্রকাশ্যে এসেছে। ছবিতে অভিনেত্রীকে এক হাতে বড় ছুরি হাতে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। তবে কার বিরুদ্ধে প্রতিশোধ নেবেন অপরাজিতা, কোন গল্পের ভিত্তিতে তৈরি করা হয়েছে ছবি তা এখনও জানা যায়নি।