২৫ বছরের দাম্পত্য জীবন অভিনেত্রী অপরাজিতা আঢ্যর। স্বামী, শ্বশুরবাড়ি নিয়ে গোছানো সংসার তাঁর। চলতি বছর বিবাহবার্ষিকী হৃষিকেশে কাটাচ্ছেন অপরাজিতা-অতনু। শ্রাবণ মাসের শেষ সোমবার শিবকে পুজো দেবেন মানত করেছিলেন অভিনেত্রী। যেমন কথা তেমনই কাজ। তাই এই বিশেষ দিনে পুজো দেওয়ার জন্য হৃষিকেশ পাড়ি দিয়েছেন দম্পতি।
আগের স্মৃতি আচমকাই ভেসে উঠল অভিনেত্রী অপরাজিতা আঢ্যর সামাজিক মাধ্যমের দেওয়ালে। রবিবার ইনস্টাগ্রামে স্বামী এবং পরিবারের সদস্যদের সঙ্গে একগুচ্ছ ছবি পোস্ট করেন অপরাজিতা। বিবাহবার্ষিকীর দিন নেটমাধ্যমের পাতায় দীর্ঘ ক্যাপশনে মনের কথা উজাড় করলেন পর্দার ‘লক্ষ্মী কাকিমা’।
আরও পড়ুন: কাচ্চা-বানিয়া গ্যাংয়ের খোঁজে শেফালি ও তাঁর দলবল, 'দিল্লি ক্রাইম সিজন ২' ট্রেলার
ছবি পোস্ট করে ক্যাপশনে অপরাজিতা লিখেছেন, ‘আজ রাত পোহালেই কেটে গেলো, ২৫ বছরের বিবাহিত জীবন। ওঠা পড়া আছে কিন্তু প্রতিঘাত নেই দিনগুলো কি ভাবে যে গেলো বুঝলামি না এই বাড়িতেই বয়সে ছোট্ট একটা মেয়ে কিন্তু সম্পর্কে সবার বড় সে আজ সত্যি সত্যিই সবার বড়ই হয়ে গেলো। যখন পরিবার টি তে এসে ছিলাম তখন আমায় নিয়ে আমরা ছিলাম চার জন... আজ আমরা গোটা পরিবার মিলে ১০০ জনের কিছু বেশি গুনতে নেই রোজই সংখ্যা টা বাড়ে তো তাও তো শ্বশুর মশাই আর দিদি শাশুড়ি চলে গেলেন এত তাড়াতাড়ির কি ছিল বাপু বুঝিনা।’
আরও লেখেন, 'অনেক শিখেছি তার থেকেও বেশি পেয়েছি পাচ্ছি পেয়ে পেয়ে বুঝছি এখন সংসারে হিরো একজন ই হয় যে পুরোটাই কাঁধে নিয়ে হাঁটে সে হলো আমার শাশুড়ি মা নিজের ভালো লাগার থেকেও আমার ভালো লাগা নিয়ে উনি সদাই চিন্তিত কি আমার ভালো লাগলো না, কি আমি খেলাম না, সারাক্ষন.. কোনো দিনই ক্লান্তি দেখলাম না.... আমি যখন বলি মা আমার জন্য তোমার খুব জ্বালা উনি বলেন লক্ষী যেখানে ঝক্কি সেখানে..... তাই তো মা লক্ষ্মী আমাদের কুল দেবী..... ভাবছেন এত কিছু বললাম বর মশাই এর ব্যাপারে কিছু তো বললাম না ২৫ বছরের বিবাহ বার্ষিকী তে। ওটা নাহয় আমার মনেই থাক আর আপনারা ভেবেই নিন যার মা এরকম তার ছেলে কেমন হতে পারে..... আমাদের আশীর্বাদ করুন আমরা যেনো সবাই মিলে এমনি হেসে খেলে থাকতে পারি..... গুরু কৃপাহি কে বলম।' (অপরিবর্তিত)
আরও পড়ুন: ‘নিশ্চিত করেছিলাম ও ভুল না ভাবে’, ‘ডার্লিংস’য়ে আলিয়াকে আঘাত প্রসঙ্গে বললেন বিজয়
চিরসবুজ সম্পর্ক তাঁদের। কেরিয়ারের একেবারে শুরুতে একটি ধারাবাহিকে কাজ করতে গিয়ে অতনুর সঙ্গে পরিচয় হয়েছিল অপরাজিতার। কর্মক্ষেত্র থেকে বন্ধুত্ব এরপর প্রেম। পরিবার থেকে দুজনের সম্পর্ক মেনে না নেওয়ায় লুকিয়ে বিয়ে করেছিলেন তাঁরা। এরপর কেটে গেছে ২৫ বছর। সময়ের সঙ্গে আরো গাঢ় হয়েছে দুজনের সম্পর্কের রসায়ন। এখন সংসারের পাশাপাশি চুটিয়ে অভিনয় করছেন অপরাজিতা।