বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Adhya: শাশুড়িকে আদুরে চুমু, বিয়ে বাড়ি মিটতেই সুখবর দিলেন অপরাজিতা আঢ্য

Aparajita Adhya: শাশুড়িকে আদুরে চুমু, বিয়ে বাড়ি মিটতেই সুখবর দিলেন অপরাজিতা আঢ্য

শাশুড়িকে আদুরে চুমু, বিয়ে বাড়ি মিটতেই সুখবর দিলেন অপরাজিতা আঢ্য

Aparajita Adhya: শাশুড়ি-বউমার এমন বন্ডিং দেখলে হিংসে হবে! বিয়ের প্রস্তাব পাওয়ার পর, অতনু নয়, তাঁর মা-কে দেখেই বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন ১৮ বছর বয়সী অপরাজিতা। বিয়ের ২৭ বছর পরেও সেই বিশ্বাস ভাঙেনি। 

দাদার বিয়ে দিয়ে সোশ্যাল মিডিয়ায় বাহবা কুড়োচ্ছেন অপরাজিতা আঢ্য। মায়ের পছন্দ করা পাত্রীর সঙ্গেই বেশি বয়সে এসে দাদার বিয়ে দিয়েছেন অভিনেত্রী। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেও নিয়েছিলেন। বিয়ের পর্ব মিটতেই কাজে ফেরার ফেলা। 

টলিপাড়ায় শ্যুটিং জট কেটেছে। শনিবার থেকে মানসী সিনহার নতুন ছবি ‘পাঁচ নম্বর স্বপ্নময় লেন’-এর শ্যুটিং শুরু করলেন অপরাজিতা আঢ্য। আর সেই শ্যুটিংয়ে রওনা দেওয়ার আগে শাশুড়ি মায়ের সঙ্গে একটি আদুরে মূহূর্ত সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিয়েছেন অভিনেত্রী। সাদা ওয়ান পিসে সেজে অপরাজিতা। বেহালার বাড়ি ছেড়ে বের হওয়ার আগে শাশুড়ির স্নেহচুম্বন নিয়েই রওনা দিলেন। মন ভালো করা সেই মুহূর্ত ফেসবুকে পোস্ট করেন অভিনেত্রী।

ক্যাপশনে অপরাজিতা লিখেছেন, ‘টলিউড ইন্ডাস্ট্রি স্ট্রাইকের পর আজ আমার প্রথম শুটিং। আজকেই শুরু হচ্ছে মানসী সিনহা পরিচালিত ছবি পাঁচ নম্বর স্বপ্নময় লেন। এই ছবির শুটিং আছে আজকে। আশা করি এটা আরেকটা স্বপ্নপূরণের ছবি হবে।’ 

মাত্র ১৮ বছর বয়সে টলিপাড়ার টেকনিশিয়ান অতনু হাজরাকে বিয়ে করেছিলেন অপরাজিতা। অনেকেই জানলে অবাক হবেন, মাত্র এক মাসের আলাপে বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন অপরাজিতা। তবে সেই সিদ্ধান্ত হবু বরকে দেখে নয়, তাঁর মা-কে দেখে নিয়েছিলেন অভিনেত্রী। তাঁর কথায়, ‘এই বাড়িতে (শ্বশুরবাড়ি) এসে আমি আরাম পেয়েছি। শান্তি দিয়েছে। এই বাড়ির মানুষগুলো আমাকে সব ঝড়-ঝাপটা থেকে আগলে রেখেছে’। বিয়ের পর অভিনয় পর্যন্ত ছেড়ে দিতে চেয়েছিলেন তিনি। 

মূলত শ্বশুরবাড়ির মানুষদের উৎসাহেই কাজে ফেরেন তিনি। আনন্দবাজারকে দেওয়া এক সাক্ষাৎকারে অপরাজিতা জানিয়েছিলেন, ‘বিয়ের আগে যখন আমি এই বাড়িতে এসেছিলাম আমার শাশুড়ি আমাকে বলেছিল, তুমি রাজরানি হওয়ার যোগ্য। তুমি এত সুন্দর, আমার ছেলেকে কিন্তু বিয়ে করো না। আমরা ছেলে তোমার চেয়ে বয়সে অনেক বড়….আমরা মধ্যবিত্ত পরিবার। একতলা বাড়ি….’। ওইদিনই অপরাজিতা বুঝে গিয়েছিলেন, জীবনে কিছু করতে চাইলে তার একমাত্র রাস্তা এই বাড়ি। দেরি করেননি। এক মাসের মধ্যেই নিজের মায়ের অমতে গিয়ে অতনুকে বিয়ে করেছিলেন তিনি। 

অপরাজিতা আগেও বহুবার জানিয়েছেন, শাশুড়ি মা তাঁর সবচেয়ে বড় সাপোর্ট সিস্টেম। নিজের ছেলের চেয়েও বেশি আগলে রেখেছেন বউমাকে। শাশুড়ি-বউমা এমন বন্ডিং দেখলে আপনি ঈর্ষান্বিত হতে বাধ্য। সব মেয়েরাই তো এমনই একজন শাশুড়ি মা চান! 

 প্রসঙ্গত, মানসী সিনহার এটা আমাদের গল্প-তে লিড রোলে দেখা মিলেছে অপরাজিতা-শাশ্বত জুটির। এই ছবিতে স্পেশ্যাল অ্যাপিয়ারেন্সে দেখা মিলতে পারে অপুদার। মূলত এক থাকতে যে বা যাঁরা পছন্দ করেন না, চলার পথে একজন সঙ্গী বা বন্ধুকে পাশে পেতে চান তাঁদের জীবনের গল্পই বড় পর্দায় জীবন্ত হয়ে উঠবে '৫ নম্বর স্বপ্নময় লেন'-এর হাত ধরে।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ, বৃষ, মিথুন, কর্কটের মধ্যে আজ লাকি কারা? দেখে নিন ১০ সেপ্টেম্বর ২০২৪ রাশিফল মঙ্গলে ১০ জেলায় সতর্কতা জারি, বুধে ৭টিতে ভারী বৃষ্টি, পরেও কোথায় কোথায় চলবে? iPhone 16-র উন্মোচন করল Apple! রয়েছে AI ‘পাওয়ার’, ভারতে কত দাম? কবে পাওয়া যাবে? এখনই নেতা বদলাতে চান না কার্স্টেনরা, বাবরদের সময় দেওয়ার পক্ষে মত দুই পাক কোচের RR-এর প্রতি দায়বদ্ধতা থেকেই বাকি IPL দলগুলির ব্ল্যাঙ্ক চেক অফার ফেরান দ্রাবিড়! ‘জাস্টিস চাইছিস! কোন সরকার হাজার টাকা করে দেয়! তৃণমূল যদি…’প্রতিবাদকারীদের হুমকি ইংল্যান্ডের ওপেনার একা করলেন ১৫০, আইরিশরা অল-আউট ৪৫ রানে, রেকর্ড জয় ব্রিটিশদের কলকাতার CP 'আমার কাছে নিজে এসেছেন অনেকবার পদত্যাগের জন্য', দাবি মমতার আড্ডা নয় আন্দোলন! চায়ের কাপ সরিয়ে প্রতিবাদের মোমবাতি জ্বলল কফি হাউসে ছবিতে কাজ দেওয়ার আছিলায় মডেলের সঙ্গে সহবাস! নয়া অভিযোগে বিদ্ধ জয়জিৎ, দিলেন সাফাই

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.