আর মাত্র কয়েকটা দিন, তারপরে শেষ হবে পূর্ণ যোগ, সমাপ্ত হবে মহাকুম্ভের মেলা। ১৪৪ বছর পর যে মহাযোগ তৈরি হয়েছিল, তা শেষ হয়ে যাবে এই শিবরাত্রির দিনই। তাই সাধারণ মানুষের পাশাপাশি দেশ-বিদেশের নানা ক্ষেত্রের বিখ্যাত সব ব্যক্তিরা ত্রিবেণী সঙ্গমে এসেছিলেন পুণ্যস্নানে যোগ দিচ্ছেন। আর এবার মহাকুম্ভের মেলায় পৌঁছলেন অপরাজিতা আঢ্য। ছবি পোস্ট করে লিখলেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না।’
বুধবার নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে মহাকুম্ভ মেলা থেকে বেশ কিছু ছবি ও ভিডিয়ো ভাগ করে নেন অভিনেত্রী। সেখানে তাঁর স্বামী ও কাছের মানুষদের সঙ্গে তাঁকে দেখা যায়। তাছাড়াও তাঁকে 'হর হর মহাদেব' ধ্বনি দিতেও শোনা যায়। শুধু তাই নয়, 'হর হর মহাদেব' ধ্বনি সঙ্গে তাঁকে নাচ করতেও দেখা যায় অভিনেত্রীকে। তাছাড়াও একটি রিল পোস্ট করেন সেখানে তাঁকে মেলায় ঘুরতে দেখা যায়। তাছাড়াও সঙ্গমের জলে তাঁকে প্রদীপ ভাসাতেও দেখা যায়।
ছবি ও ভিডিয়োগুলি পোস্ট করে অপরাজিতা লেখেন, ‘গুরু না চাইলে জীবনে কিছুই হয় না জীবন সম্পূর্ণ হয় না। এই যে মহা কুম্ভে আশা এখানে ঈশান জির শিবির করতে পারা সবটাই গুরুর সিদ্ধান্ত। নমঃ শিবায় বাবাজি গুরুমা পুরো গুরু পরিবার। কোটি কোটি প্রণাম ও ধন্যবাদ।’ পাশাপাশি রিল পোস্ট করে নায়িকা লেখেন, ‘অমৃত কুম্ভের সন্ধানে…’। তবে এখনও তাঁর মহাকুম্ভের পুণ্যস্নানে কোনও ছবি প্রকাশ্যে আসেনি।
ভিডিয়ো ও ছবিতে একেবারে সাদামাটা পোশাকে নজর কাড়েন অভিনেত্রী। তাঁর পরনে ছিল সাদা সুতোর কাজ করা হালকা ধূসর রঙের একটি কুর্তি ও পালাজো। মাথার চুল বেনী করা ছিল। মুখে মেকআপের লেশমাত্র ছিল না। খুব সাধারণ ভাবে ধরা দেন অভিনেত্রী।
আরও পড়ুন: ‘হাঁটুর বয়সী’ আলোকবর্ষায় মজে, ভাবছেন বিয়ের কথাও! তথাগত কত বড় ‘বাচ্চা’ প্রেমিকার থেকে
তবে কেবল অপরাজিতা নন, ২০২৫ সালে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে আয়োজিত মহাকুম্ভের পুণ্যস্নান করতে দেখা গিয়েছে টলিপাড়ার অনেক তারকাকেই। মহাকুম্ভে পুণ্যস্নান সারেন পরিচালক অরিন্দম শীল। তাঁর সঙ্গে ছিলেন তাঁর স্ত্রী শুক্লা শীলও। তাছাড়াও বাবা মাকে নিয়ে পুণ্যস্নান করেন মহানায়ক উত্তম কুমারের নাতির বউ নৃত্যশিল্পী তথা অভিনেত্রী দেবলীনা কুমার। তাছাড়াও স্বামী সৌম্য বক্সীর সঙ্গে ত্রিবেণী সঙ্গমে ডুব দেন টেলি অভিনেত্রী সুদীপ্তা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মহাকুম্ভে পুণ্যস্নানের বেশ কিছু ছবি পোস্ট করেন টলি পাড়ার আরও এক অভিনেত্রী অদ্রিজা রায়। যদিও তিনি এখন বি-টাউনেও দাপিয়ে কাজ করছেন। তাছাড়াও ইতিমধ্যেই কুম্ভস্নান সেরেছেন সাংসদ অভিনেত্রী রচনা বন্দোপাধ্যায়ও।