বাংলা নিউজ > বায়োস্কোপ > লক্ষ্মী কাকিমা: TRP-র সেরা হয়ে কেমন লাগছে অপরাজিতার,‘২৫ বছর টিকে আছি কাজের জন্য’

লক্ষ্মী কাকিমা: TRP-র সেরা হয়ে কেমন লাগছে অপরাজিতার,‘২৫ বছর টিকে আছি কাজের জন্য’

লক্ষ্মী কাকিমা সুপারস্টার সেরা হওয়ায় কী বলছেন অপরাজিতা? 

TRP-তে হারানো স্থান ফিরে পেয়েছে জি বাংলা। ‘মিঠাই’, ‘গাঁটছড়া’, ‘ধুলোকণা’-কে পিছনে ফেলে চলতি সপ্তাহে এক নম্বরে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’।

চলতি সপ্তাহের টিআরপি-র ফল দেখে যেন নড়চড়ে বসেছে বাংলা ধারাবাহিকের দর্শকরা। ‘মিঠাই’, ‘গাঁটছড়া’, ‘ধুলোকণা’ নিয়ে যতই মাতামাতি হোক না কেন, কামাল করেছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। টিআরপি তালিকায় সর্বোচ্চ জায়গা পেল জি বাংলার এই ধারাবাহিক। 

এখানেই শেষ নয়, চলতি সপ্তাহে বাজিমাত করেছে ‘দিদি নম্বর ১’-ও। ৯.৫ নম্বর পেয়েছে। গত রবিবার এক বিশেষ এপিসোডে হাজির ছিলেন অপাজিতা আঢ্য, দেবশঙ্কর হালদার-সহ ধারাবাহিকের টিম। সেইদিন সর্বোচ্চ টিআরপি পেয়েছিল রচনা বন্দ্যোপাধ্যায়ের এই গেম শো। মানে এককথায় বলতে গেলে এখন শুধুই লক্ষ্মী কাকিমার জয়জয়কার। 

কেমন লাগছে টিআরপি-র সেরার জায়গা ছিনিয়ে নিতে, প্রশ্ন করা হলে লক্ষ্মী কাকিমা ওরফে অপরাজিতা জানান, ‘আমি, দেবুদা, আমরা যে কাজটা করি, ভালোভাবেই করার চেষ্টা করি। ইন্ডাস্ট্রিতে ২৫ বছর টিকে আছি নিজের কাজের জন্যই। আসলে টিআরপি-টা অনেকটা সাপ আর লুডোর মতো। কেউ সাপের মুখে পড়বে কেউ আবার মই বেয়ে এগিয়ে যাবে। কেউ এগোবে, কেউ পিছোবে, এটা চলতেই থাকবে।’

অপরাজিতা মনে করেন, টিআরপি-তে ভাল ফল পেলে সেটে অনেক এনার্জি থাকে। বিশেষ করে নতুন যারা আসছেন-টেকনিশিয়ানদের। তাঁরা উদ্বুদ্ধ হন। চ্যানেল ও প্রযোজকদের ব্যবসায়িক উন্নতি হয়। তবে টিআরপি নিয়ে এই মারামারি তাঁর উপরে খুব একটা প্রভাব ফেলতে পারে না। আসলে তিনি সবার সঙ্গে ভালোভাবে কাজ করায় বিশ্বাসী। কিন্তু এই টিআরপি-তে এগিয়ে সকলকে আনন্দ পেতে দেখলে তিনিও খুশি হন। 

লক্ষ্মী কাকিমার বউমা হংসিনী ওরফে অভিনেত্রী শার্লি মোদক এই প্রসঙ্গে হিন্দুস্তান টাইমস বাংলাকে জানিয়েছে, ‘অপাদি (অপরাজিতা আঢ্য) প্রচণ্ড খুশি। আগের সপ্তাহে চ্যানেল টপার হওয়ার পরও উনি খুব খুশি হয়েছিলেন। অপাদি আসলে খুব টেনশনে থাকেন বৃহস্পতিবার। শুরুরদিকে উনি বলতেন, এই দিনটাতে তোরা আমাকে (শ্যুটিং-এর) কল দিবি না। আমার খুব টেনশন হয়। গত কয়েক সপ্তাহে আমাদের টিম টিআরপি তালিকায় উপরের দিকে আছে, তারপর থেকে অপাদি একটু নিশ্চিন্ত। তা না হলে উনি এতটা ট্রমাটাইজড থাকেন টিআরপি নিয়ে। ফোন করে ওঁকে সকালবেলা আমরা টপে আছি বললেও উনি সেটাও বুঝতে পারেন না। কিছুটা ধাতস্থ হওয়ার পর বোঝেন আমরা সেরা হয়েছি, তখন খুব খুশি'।

 

বায়োস্কোপ খবর

Latest News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' ’‌অযোগ্যদের তালিকা আদালতকে দেওয়া হয়েছিল’‌, অভিযোগ খণ্ডন করলেন সিদ্ধার্থ DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা 'সীমান্ত আলাদা, হৃদয় নয়' - ১৯ বছরের পাকিস্তানের তরুণীর বুকে ভারতীয় হৃৎপিণ্ড! দেবগুরুর বৃষে গমনে ৪ রাশির হবে ভাগ্যর উন্নতি, আর্থিক লাভ, বাড়বে সম্মানও পূর্ণিয়া লোকসভা কেন্দ্র ২০২৪: পাপ্পুর বাউন্সার ইন্ডিয়াকে, জানুন কে জিতেছে অতীতে পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের সাঁতার শিখছে রাজ-শুভশ্রীর ছেলে! জলে নেমে ইউভান ভয় পেতেই তার বড় দিদির পরামর্শ… ওয়েনাড়ে যাবতীয় নজর রাহুলে, অতীতের ট্র্যাক রেকর্ডই ভরসা সিপিআই-এর প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে

Latest IPL News

কোন যোগ্যতায় IPL-এর কমেন্ট্রি করেন প্রেরণা? ট্রোল হতেই জবাব এল, 'লোকের ফেটেছে' DC vs GT: রোহিতের কথায় সায় অক্ষরের,ইমপ্যাক্ট প্লেয়ারের নিয়মে বিপাকে অলরাউন্ডাররা পরীক্ষিত সৈনিকেই ভরসা, বিশ্বকাপে জায়গা হচ্ছে না রিয়ান, মায়াঙ্কদের প্রথমে ভেবেছিলাম ১৮০ করব, তারপর পন্ত বলল… ঋষভের আত্মবিশ্বাস দেখে অবাক আমরে বিধ্বংসী মেজাজে ব্যাট করার পরেও ক্ষমা চাইলেন পন্ত, কিন্তু কার কাছে, কেন? -ভিডিয়ো ‘আমি অনুরোধ করেছিলাম,তবে ও শোনেনি’,উথাপ্পার কোন ব্যবহার এখনও মনে রয়েছে কুম্বলের? ফুটবল খেলে,বাচ্চাদের সঙ্গে কেক কেটে জন্মদিনের সপ্তাহের শুরু সচিন তেন্ডুলকরের MI-এ বেশি দিন খেললে ব্রেন ফেটে যাবে- বিস্ফোরক রায়ডু IPL 2024-‘আমি গিরগিটি নই’, হঠাৎ কেন একথা বললেন আক্রম? ফাঁস করলেন গৌতির কুসংস্কার ইডেনে এসেও বল করলেন না স্টার্ক! পরের ম্যাচে নিজের পুরোনো অস্ত্রকে নামাবেন গৌতি?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.