৮ থেকে ৮০ সকলেই এখন দুর্গাপুজোর শেষ লগ্নের আনন্দটুকু চেটেপুটে নিতে চাইছেন। তার মধ্যেই মণ্ডপে মণ্ডপে চলছে দেবীবরণ, সিঁদুরখেলা, নাচ। কিন্তু এরই মাঝে অপরাজিত আঢ্যকে দেখা গেল নবমীর নিশির আনন্দে আটকে থাকতে। গোটা দিন তিনি কীভাবে কাটালেন সেটাই এদিন তাঁর অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিলেন।
অপরাজিতা আঢ্যর নবমী
নবমীর সকলেই অভিনেত্রীকে একটি ভিডিয়ো পোস্ট করতে দেখা যায়। তাঁকে লাল পাড় সাদা সাড়ি পরে দেবী মূর্তির সামনে হাত জোড় করে বসে থাকতে দেখা যায়। আর মায়ের আরতি দেখতে দেখতেই তিনি ঝরঝর কেঁদে ফেলছেন। অথচ মুখে হাসি লেগে রয়েছে তাঁর। নবমীর যজ্ঞ সারেন তিনি এদিন। তবে রাতে তাঁকে একদমই অন্য মেজাজে দেখা যায়।
নবমীর রাতে ঢাকিদের সঙ্গে জমিয়ে ঢাক বাজান অভিনেত্রী। কালো স্লিভলেস ব্লাউজ এবং কালো শাড়ি পরে তাঁকে ঢাক বাজাতে দেখা যায়। বাদ দেন না বরকে জড়িয়ে ছবি তুলতে। পরিবারের সঙ্গে এদিন তিনি মেতে ওঠেন নাচে গানেও। গানের তালে তালে তাঁকে ঠুমকা লাগাতে দেখা যায়। ফলে সবটা মিলিয়েই যে তাঁর পুজো বেশ জমজমাট ভাবে কেটেছে সেটা স্পষ্ট।
আরও পড়ুন: লাল চুড়িদারের উপর দিয়ে ফুটে উঠেছে বেবি বাম্প, নবমীতে রাজের সঙ্গে কোথায় গেলেন শুভশ্রী?
আরও পড়ুন: শুভশ্রীকে নিয়ে পুজোর আড্ডায় রাজ, পরম-রুদ্রনীলের সঙ্গে গাইলেন 'আমার ভিতর ও বাহিরে'
তিনি এদিনের এই ভিডিয়ো পোস্ট করে লেখেন, 'মেতেছি মোরা নবমীর আনন্দে।' তাঁকে সকলে পর্দায় যে রূপে দেখেন তার থেকে অনেকটাই আলাদা রূপে দেখা গেল। কালো শাড়ি এবং স্লিভলেস ব্লাউজের সঙ্গে কোমরের বিছে, ডায়মন্ডের গয়নার সেট পরেছিলেন। চুলটাও বেশ সুন্দর করে বেঁধে ছিলেন এদিন তিনি। সবটা মিলিয়ে একদম অন্যরকম দেখতে লাগছিল তাঁকে।
অপরাজিতা আঢ্যর প্রজেক্ট
বর্তমানে অপরাজিতা আঢ্যকে স্টার জলসার পর্দায় দেখা যাচ্ছে। কিছুদিন আগেই শুরু হয়েছে জল থইথই ভালোবাসা, সেখানেই তিনি মুখ্য ভূমিকায় অভিনয় করছেন। এই ধারাবাহিকটি প্রতিদিন রাত ৯ টা থেকে সম্প্রচারিত এই চ্যানেলে।