বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita Apu: জানুন কবে হবে ‘অপরাজিতা অপু’র শেষ সম্প্রচার, তার জায়গায় কোন মেগা?

Aparajita Apu: জানুন কবে হবে ‘অপরাজিতা অপু’র শেষ সম্প্রচার, তার জায়গায় কোন মেগা?

অপরাজিতা অপু।

টিআরপি তালিকায় সেরার জায়গা ফিরে পেতে মরিয়া হয়ে উঠেছে জি বাংলা। 

আগামী কয়েকদিনের মধ্যেই জি বাংলার টাইম স্লটে বড়সড় রদবদল আসতে চলেছে। নতুন ধারাবাহিক ‘উড়ন তুবড়ি’র আসার খবর ছিল সকলের কাছেই। ২৮ মার্চ থেকে বিকেল ৬টায় দেখানো হবে যে তাও জানা হয়ে গিয়েছে সকলের। আপাতত বিকেল ৬টার স্লটে দেখানো হয় ‘অপরাজিতা অপু’। প্রথমে মনে করা হয়েছিল অপু মারে গিয়ে ফিরে আসায় যে টুইস্ট তৈরি করা হয়েছে, তাতে এখনই বন্ধ হবে না এই ধারাবাহিক। মনে করা হয়েছিল, সময় পরিবর্তন হবে শুধু। তবে তেমনটা হল না।

জানা গেল, ২৬ মার্চ শেষবার সম্প্রচার হতে চলেছে অপরাজিতা অপু। ২৫ মার্চ শেষ হবে শুটিং। কয়েকমাস আগেও টিআরপি তালিকার সেরা দশে ছিল এটি। কিন্তু হঠাৎই যেন জনপ্রিয়তা পড়তে শুরু করে। অপুর মরে যাওয়ার নাটক, মিস গোমস হয়ে ফিরে আসা, কোনও কিছুই হাল ফেরাতে পারেনি। ফলত ধারাবাহিক বন্ধ করে দেওয়ারই সিদ্ধান্ত নিলেন নির্মাতার।

এদিকে শুরুর আগেই ‘উড়ন তুবড়ি’ শুরুর আগেই হিট। আমি ফুলঝুরিও নই… কালীপটাকও নেই… ডায়লগ দিয়ে শোরগোল ফেলে দিয়েছে। এই সিরিয়ালে তিন বোনের ভূমিকায় থাকছে সুকন্যা বসু, সোহিনী বন্দ্যোপাধ্যায় এবং সৌমি চট্টোপাধ্যায় এবং তাঁদের মায়ের চরিত্রে দেখা যাবে নামজাদা অভিনেত্রী লাবণী সরকারকে।

চপ বিক্রি করেই দিন চলে তুবড়ি ও তার পরিবারের। নতুন বউকে পেয়ে নিজের সংসার ছেড়েছে তুবড়ির বাবা। আর বাবার নতুন বউয়ের ভূমিকায় ঋ। সে খুব একটা সুবিধের নয়, মানে এককথায় ধারাবাহিকের খলনায়িকা। সবসময় ছোট করে স্বামীর পুরনো পরিবারকে।

এদিকে জি বাংলা এতদিন থাকত টপে ‘মিঠাই’য়ের কারণে। তবে সেই জায়গা হাতছাড়া হয়েছে স্টার জলসায় ‘গাঁটছড়া’ আসার। এখন দেখার জি-র হারানো জায়গা ফিরে আসে নাকি তুবড়ির আগুন দিয়ে!

বন্ধ করুন