স্টার জলসার পর এবার একের পর এক নতুন সিরিয়াল নিয়ে হাজির জি বাংলা। চলতি সপ্তাহেই শুরু হয়েছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। এই সিরিয়ালের সঙ্গেই দীর্ঘদিন পর মেগা ধারাবাহিকে কামব্যাক করেছেন অপরাজিতা আঢ্য। রাত সাড়ে আট-টার স্লটে ঋষি-পিহু জুটিকে কড়া চ্যালেঞ্জ ছুঁড়ে দিতে শুরু থেকেই কোমর বেঁধে ময়দানে নেমেছেন লক্ষ্মী কাকিমা।
সর্বজয়া, শ্রীময়ী, সহচরীর মতো এই ধারাবাহিকেও মধ্যবয়স্কা নারীর জীবনযুদ্ধের ঝলক উঠে আসবে। মা-কাকিমার তো শুরু থেকেই এক্সাইটেড এই সিরিয়াল নিয়ে। একান্নবর্তী সংসার একা হাতে টেনে নিয়ে যাচ্ছেন লক্ষ্মী কাকিমা, আর সংসার চালাতে তাঁর একমাত্র ভরসা একটি মুদির দোকান।
সিরিয়ালের প্রথম এপিসোডেই ভ্যান নিয়ে চোরের পিছনে ধাওয়া করতে দেখা গেল লক্ষ্মী কাকিমাকে। সেই নিয়ে হইচই কাণ্ড! বাজার করে বাড়ি ফেরবার পথে লক্ষ্মী কাকিমার টাকার ব্যাগ ছিনতাই করে দুই পকেটমার। আর তাঁদের উচিত শিক্ষা দিতেই সবজিওয়ার ভ্যানে চড়েই পকেটমারেদের পিছু নিল লক্ষ্মীকাকিমা।
শেষমেষ দুই চোরকে ধরে উত্তমমধ্যম দেনও তিনি। সেই ভিডিয়ো সোশ্যাল মিডিয়া রীতিমতো ভাইরাল। লক্ষ্মী কাকিমার ভূমিকায় অপরাজিতা আঢ্যর সাবলীল অভিনয় ফের একবার চোখ টানছে দর্শকদের।
অপরাজিতা আঢ্য ছাড়াও এই সিরিয়ালে অভিনয় করছেন দেবশংকর হালদার, শার্লি-সৌভিকরা।