সাড়ে চার বছর পর মেগা সিরিয়ালে কামব্যাক করছেন অপরাজিতা আঢ্য। সৌজন্য জি বাংলা আসন্ন ধারাবাহিক ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’। প্রোমোতেই চমকে দিয়েছিলেন অভিনেত্রী, এই সিরিয়ালের অপেক্ষা যেমন ছিল তেমন উত্কন্ঠাও! কোন স্লটে আসবে এই সিরিয়াল? তবে কি শেষ হবে কোনও ধারাবাহিক? সব ছবি স্পষ্ট হয়ে গেল। চ্যানেল কর্তৃপক্ষ জানিয়ে দিল কোন স্লটে আসবে এই নয়া ধারাবাহিক।
সন্ধ্যার স্লটে হাজির হচ্ছেন লক্ষ্মী কাকিমা। অর্থাত্ পিলু-র পর সন্ধ্যের স্লটে আবারও নতুন চমক জি বাংলার। প্রত্যাশা মতোই আগামী ১৪ই ফেব্রুয়ারি থেকে শুরু হচ্ছে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর সফর। সন্ধ্যা ৬-টার স্লটে আসবে এই ধারাবাহিক। অর্থাত্ ‘করুণাময়ী রাণী রাসমণি’র স্লট দখল করছে অপরাজিতা আঢ্য- দেবশংকর হালদার অভিনীত এই সিরিয়াল। ‘পিলু’ শুরুর সময় থেকেই গুঞ্জন উঠেছিল শেষ হচ্ছে ‘করুণাময়ী রাণী রাসমণি’, কিন্তু তখনও ‘কৃষ্ণকলি’র সফরে ইতি টেনে সময় পালটানো হয় এই ধারাবাহিকের। মাত্র দু-সপ্তাহ আগেই সময় পরিবর্তন হয়েছে ‘করুণাময়ী রাণী রাসমণি: উত্তর পর্ব’-এর, তাই আর কোনও সময় পরিবর্তন নয় এবার রামকৃষ্ণ দেব ও মা সারদার কাহিনিতে ইতি টানতে চলেছে চ্যানেল কর্তৃপক্ষ।
সূত্রের খবর, ‘পিলু’ শুরুর সময়ই নাকি এই পিরিয়ড ড্রামা শেষ করবার সিদ্ধান্ত নিয়েই ফেলেছিল চ্যানেল। তবে দীর্ঘ সময় ধরে চলে আসা হিট সিরিয়ালে পূর্ণতা পেয়ে শেষ হোক, সেই জন্যই আরও কয়েক দিনের জন্য বাড়ানো হয় ‘রাণী রাসমণির’ সম্প্রচার। গত বছর 'রানিমা' দিতিপ্রিয়ার মৃত্যুর পর থেকেই এই ধারাবাহিক বন্ধের কানাঘুষো শোনা গিয়েছে। ‘করুণাময়ী রাণী রাসমণি’র পর রামকৃষ্ণ-সারদার গল্পে ভর করে এগিয়েছে সিরিয়াল। কিন্তু এবার সময় ফুরিয়েছে….
অন্যদিকে কেমন হবে ‘লক্ষ্মী কাকিমা সুপারস্টার’-এর গল্প? মধ্যবয়স্কা নারীর জীবনযুদ্ধের গল্প বলবে এই সিরিয়াল। অপরাজিতা আঢ্য ও দেবশংকর হালদারের ছেলের ভূমিকায় থাকছেন অভিনেতা সৌভিক বন্দ্যোপাধ্যায়। সদ্য শেষ হয়েছে শ্রীময়ী, সর্বজয়া, সহচরীদের প্রতি মুহূর্তের লড়াই এখনও দেখছে দর্শক। এর মাঝেই আরও এক মধ্যবয়স্কা নারীর প্রতিদিনের প্রতি মুহূর্তের লড়াই উঠে আসবে পর্দায়। যিনি একদিকে স্বামীর অবহেলা সইছেন, আবার সংসার সামলাচ্ছেন অন্যদিকে মুদির দোকান চালিয়ে পরিবারের মুখে তুলছেন অন্ন।