আরজি করের ঘটনার পর প্রতিবাদের নানা ভাষা দেখেছে বাঙালি। একটা জাত আজকে রাস্তায় নেমেছে, বিচার চেয়ে। রাত-দিন, রোদ-বৃষ্টির তোয়াক্কা না করেই, চলছে প্রতিবাদ। দাবি শুধু একটাই, ‘আমাদের বোনের বিচার চাই’! ৩১ বছরের তরুণী ডাক্তারের নির্মম মৃত্যুর সঙ্গে আপোষ করতে আর রাজি নয় কেউ।
গত বুধবার ৪ সেপ্টেম্বর রাত দখলের ডাক উঠেছিল। সেইদিনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, রাত ১টার সময় উল্টোডাঙার মোড়ে দাঁড়িয়ে একটি মেয়ে। হাতে প্ল্যাকার্ড। যাতে লেখা, ‘তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আরজি কর’। সঙ্গে একটা কালো পতাকা।
ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাঙালি এই নারী। তাঁর সাহসকে কুর্নিশ জানিয়ে অপরাজিতা আঢ্য লিখলেন, ‘সবসময় যে লোক লস্কর লাগবে এটা নয়। প্রতিবাদ এভাবেও হয়। সম্পূর্ণ একলা…’
নিবেদিতা নামের এই মহিলা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাত ৯টা থেকে তিনি দাঁড়িয়েছিলেন (যখন কথা বলছিলেন, তখন রাত ১টা)। তার আগে উত্তর কলকাতার বেথুন স্কুলের প্রাক্তনদের একটা মিছিলে হাঁটেন। শ্যামবাজার অবধি। তারপর থেকে একা। কতক্ষণ দাঁড়ি থাকবেন প্রশ্নে জবাব দিয়েছিলেন, ‘দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, ততক্ষণ তো দাঁড়িয়ে থাকবই।’
ভয় করছে না প্রশ্নে জবাব এসেছিল, ‘একটু তো ভয় করছেই। তবে এলাকাটা আমার পরিচিত। আমি একানকার মেয়ে। জন্ম এখানে। সকালে অফিস থাকে। কাজকর্ম থাকে। শুনেছিলাম ৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে মাননীয় চিফ জাস্টিস আরজি কর নিয়ে শুনানি করবেন ওঁর এজলাসে। এই মামলাটার জন্যই ১৪ তারিখের মতো আজকেও, রাত দখলের কর্মসূচী সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। তারা রাত ৯টা থেকে ১০টা থেকে নিজের নিজের জায়গায় জমায়েত করবে। তো আমার এরিয়া হচ্ছে এটা, উলটোডাঙা হাডকো মোড়। তাই আমি করছি।’
আরও পড়ুন: আরজি করে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ! দেব লিখলেন, ‘আমিও প্রাণ হারানোর বিচার...’
কিন্তু কোনও মিছিলে না গিয়ে, একা কেন দাঁড়ালেন? নিবেদিতার জবাব ছিল, ‘আপনি ঠিক বলেছেন। রাত ১টাতেও হয়তো অনেক জায়গায় অনেকে আছেন। তবে আমার মনে হয়েছে এটা আমার জায়গা। আমি তাই আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি।’