বাংলা নিউজ > বায়োস্কোপ > রাত ১টায় আরজি করের প্রতিবাদে উল্টোডাঙা মোড়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে একা মেয়ে! অপরাজিতা লিখলেন, ‘সম্পূর্ণ একলা…’

রাত ১টায় আরজি করের প্রতিবাদে উল্টোডাঙা মোড়ে প্ল্যাকার্ড হাতে দাঁড়িয়ে একা মেয়ে! অপরাজিতা লিখলেন, ‘সম্পূর্ণ একলা…’

'সবসময় লোক লস্কর লাগবে এটা নয়', লিখলেন অপরাজিতা আঢ্য।

রাত ১টার সময় উল্টোডাঙার মোড়ে দাঁড়িয়ে একটি মেয়ে। হাতে প্ল্যাকার্ড। যাতে লেখা, ‘তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আরজি কর’। সঙ্গে একটা কালো পতাকা। কী লিখলেন অপরাজিতা?

আরজি করের ঘটনার পর প্রতিবাদের নানা ভাষা দেখেছে বাঙালি। একটা জাত আজকে রাস্তায় নেমেছে, বিচার চেয়ে। রাত-দিন, রোদ-বৃষ্টির তোয়াক্কা না করেই, চলছে প্রতিবাদ। দাবি শুধু একটাই, ‘আমাদের বোনের বিচার চাই’! ৩১ বছরের তরুণী ডাক্তারের নির্মম মৃত্যুর সঙ্গে আপোষ করতে আর রাজি নয় কেউ।

গত বুধবার ৪ সেপ্টেম্বর রাত দখলের ডাক উঠেছিল। সেইদিনই এক অদ্ভুত দৃশ্য চোখে পড়ে। দেখা যায়, রাত ১টার সময় উল্টোডাঙার মোড়ে দাঁড়িয়ে একটি মেয়ে। হাতে প্ল্যাকার্ড। যাতে লেখা, ‘তোমার স্বর, আমার স্বর, জাস্টিস ফর আরজি কর’। সঙ্গে একটা কালো পতাকা। 

আরও পড়ুন: বাম-নেত্রী দীপ্সিতার দাদা শোভন ‘বাংলাদেশের বিএনপি-জামাত স্টাইলে বিদ্রোহ’ চায় পশ্চিমবঙ্গে, বিস্ফোরক দাবি TMCP নেতার

ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল বাঙালি এই নারী। তাঁর সাহসকে কুর্নিশ জানিয়ে অপরাজিতা আঢ্য লিখলেন, ‘সবসময় যে লোক লস্কর লাগবে এটা নয়। প্রতিবাদ এভাবেও হয়। সম্পূর্ণ একলা…’

নিবেদিতা নামের এই মহিলা সংবাদমাধ্যমকে জানিয়েছিলেন, রাত ৯টা থেকে তিনি দাঁড়িয়েছিলেন (যখন কথা বলছিলেন, তখন রাত ১টা)। তার আগে উত্তর কলকাতার বেথুন স্কুলের প্রাক্তনদের একটা মিছিলে হাঁটেন। শ্যামবাজার অবধি। তারপর থেকে একা। কতক্ষণ দাঁড়ি থাকবেন প্রশ্নে জবাব দিয়েছিলেন, ‘দেখি কতক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি, ততক্ষণ তো দাঁড়িয়ে থাকবই।’

আরও পড়ুন: ‘কাঞ্চনের কথায় আমিও অপমানিত …কবিতা অ্যাকাডেমির পদ ছাড়ব কি না ভাবছি’, পুরস্কার নেই, তাই ফেরাতে পারবেন না সুবোধ সরকার

ভয় করছে না প্রশ্নে জবাব এসেছিল, ‘একটু তো ভয় করছেই। তবে এলাকাটা আমার পরিচিত। আমি একানকার মেয়ে। জন্ম এখানে। সকালে অফিস থাকে। কাজকর্ম থাকে। শুনেছিলাম ৫ সেপ্টেম্বর সুপ্রিমকোর্টে মাননীয় চিফ জাস্টিস আরজি কর নিয়ে শুনানি করবেন ওঁর এজলাসে। এই মামলাটার জন্যই ১৪ তারিখের মতো আজকেও, রাত দখলের কর্মসূচী সোশ্যাল মিডিয়াতে দেখছিলাম। তারা রাত ৯টা থেকে ১০টা থেকে নিজের নিজের জায়গায় জমায়েত করবে। তো আমার এরিয়া হচ্ছে এটা, উলটোডাঙা হাডকো মোড়। তাই আমি করছি।’

আরও পড়ুন: আরজি করে বিনা চিকিৎসায় রোগী মৃত্যুর অভিযোগ! দেব লিখলেন, ‘আমিও প্রাণ হারানোর বিচার...’

কিন্তু কোনও মিছিলে না গিয়ে, একা কেন দাঁড়ালেন? নিবেদিতার জবাব ছিল, ‘আপনি ঠিক বলেছেন। রাত ১টাতেও হয়তো অনেক জায়গায় অনেকে আছেন। তবে আমার মনে হয়েছে এটা আমার জায়গা। আমি তাই আমার জায়গাতেই দাঁড়িয়ে আছি।’

বায়োস্কোপ খবর

Latest News

ধুতি-পাঞ্জাবিতে বাঙালি বাবু! সুরুচি সংঘে অরূপের সঙ্গে ঢাক বাজালেন ব্রায়ান লারা পুজোয় দিনভর বাইরে খাওয়া দাওয়া? পেট ভালো রাখতে পাতে রাখুন এই খাবারগুলি রতন থেকে সইফুল্লাহ! বাংলাদেশে চাকরি বাঁচাতে ধর্ম বদল, নথি দেখালেন তসলিমা বায়ুসেনার অনুষ্ঠানে চরম অব্যবস্থা, চেন্নাইয়ে প্রবল ভিড় ও গরমে মৃত ৫, অসুস্থ ১০০ অবিশ্বাস্য নো-লুক শটের পরেই ব্যাট উড়ল হার্দিকের হাত থেকে, বাউন্ডারির বাইরে বল কলকাতায় বাংলাতেই লেখা হোক সাইনবোর্ড, ধ্রুপদী স্বীকৃতির পরে নতুন করে ভাবছে পুরসভা পটাশপুরে মৃতার ময়নাতদন্তে অখুশি গোটা পরিবার, দেহ নিতে অস্বীকার, মামলার হুমকি IND vs BAN 1st T20I: ৪৯ বল বাকি থাকতেই জয়! নতুন ইতিহাস লিখল সূর্যকুমারের ভারত পুজোয় ডিম দিয়ে রেঁধে ফেলুন ঠাকুরবাড়ির বিশেষ পদ ‘চাও চাও’, রইল রেসিপি মুরগির রোস্ট নয়, এবার বানান ইলিশ মাছের রোস্ট! জমে যাবে পুজোর দুপুর

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.