বাংলা নিউজ > বায়োস্কোপ > Aparajita-Swapan: আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! তৃণমূল মন্ত্রীর কটাক্ষের মোক্ষম জবাব অপরাজিতার

Aparajita-Swapan: আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! তৃণমূল মন্ত্রীর কটাক্ষের মোক্ষম জবাব অপরাজিতার

আন্দোলনের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা! TMC মন্ত্রীর কটাক্ষ,জবাব অপরাজিতার

Aparajita-Swapan: কুণাল, দেবাংশুর পর মেয়েদের নিয়ে কুরুচিকর মন্তব্য করে বিপাকে তৃণমূলের আরও এক নেতা। এবার আলোচনায় মন্ত্রী স্বপন দেবনাথ। রাত দখলের নামে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা, দাবি মন্ত্রীর। 

আর জি কর-কাণ্ডের প্রতিবাদ আন্দোলনের নামে রাতে রাস্তা দখল করে মদ খাচ্ছে মেয়েরা! এমনই বিস্ফোরক ও কুরুচিকর মন্তব্য করে বিতর্কের কেন্দ্রে শাসক দলের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলছেন, ‘রাতদখল করতে গিয়ে রাস্তায় বসে মদ খাচ্ছে মেয়েরা। মা-বাবারা খোঁজ নিয়েছেন, মেয়ে কোথায় যাচ্ছে? আমার এলাকায় একটি হোটেলে, মহিলারা রাতে মদ খেতে যান। বলে দিয়েছি, এখন থেকে আর ওই হোটেলে মহিলারা মদ খেতে যাবেন না। কোনও অঘটন ঘটলে কী হবে? সে জন্য আমাদের পাহারা দিতে হচ্ছে’। 

স্বপন দেবনাথের এই মন্তব্য নিয়ে চারিদিকে ছিছিকার। সোশ্যাল মিডিয়ায় কটাক্ষের বন্যা তৃণমূলের মন্ত্রীকে নিয়ে। এই বিষয় নিয়ে এবার মুখ খুললেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। আরজি কর ইস্যুতে প্রথমদিন থেকেই সোচ্চার অপরাজিতা। পথে নেমে প্রতিবাদ জানিয়েছেন, সোশ্যাল মিডিয়াতেও সরব তিনি। স্বপন দেবনাথের মন্তব্যের পালটা অভিনেত্রী বলেন, ‘উনি কীভাবে এই কথা বলেছেন জানি না। রাস্তায় রাত ২টোর সময়ে যে মেয়েরা বসে আন্দোলন করছেন, কই তাঁদের তো আমরা কেউ মদ খেতে দেখিনি। যে রাত দুটোর সময় বসে মদ খাবে, সে আন্দোলনের অংশ হবে না। সে হয়তো কোনও আনন্দ বা অন্য কোনও কারণে মদ খাবে। মদ খাওয়ার জন্য রাস্তায় বসে আন্দোলন করছে, এটা তো অত্যন্ত মিথ্যে কথা। অত্যন্ত খারাপ, অত্যন্ত অপমানজনক একটা কথা।’ 

মন্ত্রীর মন্তব্যের পালটা অপরাজিতার প্রশ্ন, যারা প্রতিবাদ করছে তারা তো রাস্তায়, তাহলে হোটেলে কে যাচ্ছে? অভিনেত্রী আরও বলেন, ‘আমাদের যিনি অভিভাবক, মাননীয়া মুখ্যমন্ত্রী.. তিনিও তো একজন মহিলা। তিনি মুখ্যমন্ত্রী.. তিনি আমাদের অভিভাবক। সুতরাং তিনি ওঁরও অভিভাবক। তিনি ওই দলটিকে মেনে চলেন। যাঁরা এই ধরণের কথা বলেন, তাঁরা কোনও মহিলাকে সম্মান করেন না। ওঁকেও (মুখ্যমন্ত্রীকে) সম্মান করেন না।’

এই সকল মানুষরা মুখোশ পরে থাকেন, কোনও কোনও সময় সেই মুখোশ খসে পরে বলে মনে করেন অপরাজিতা। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ টেনে অভিনেত্রী বলেন, 'সুপ্রিম কোর্ট বলেছে ছেলে মেয়ে সবাই সমান সমান। ওঁর কোনও অধিকারই নেই এই ধরণের বক্তব্য রাখার। আমার বাড়ির ছেলে মেয়েরা যদি কিছু করেন তাহলে দায়িত্ব অভিভাবক হিসেবে আমার। উনি এই পরিস্থিতিতে দাঁড়িয়ে কদর্য্য এই কথা কোনোভাবেই বলতে পারেন না।'

 

Haryana and JNK Election Haryana and JNK Election
বায়োস্কোপ খবর

Latest News

শনিতে বৃষ্টি ১৪ জেলায়! ভারী বর্ষণেও ভাসবে বাংলা? লক্ষ্মীপুজোয় একই অবস্থা হবে কি? শততম বর্ষে কুমারী পুজো জয়রামবাটিতে, দেবী দুর্গার আরাধনা মা সারদার জন্মভিটেয় বার্লিনেই ‘বাড়ির পুজো’! যাবতীয় রীতি মেনে হচ্ছে দেবী দুর্গার আরাধনা, থিম ‘শক্তি’ নবমীতে আরজি করের মৃতা চিকিৎসকের বাড়িতে দেবলীনা-উষসীরা,বললেন- ‘সাহস আনতে যাচ্ছি’ মাঝ আকাশে আতঙ্ক,শারজাগামী এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের বিমান নিরাপদে নামল ত্রিচিতে কেন্দ্রের কাছে ১৫ টি জাতিকে OBC তালিকাভুক্ত করার সুপারিশ মহারাষ্ট্র সরকারের 'বড় ছেলেকে ভাগিয়ে দিয়েছেন নাকি?', ছেলের সঙ্গে ছবি দিতেই খোঁচা যশ-নুসরতকে নিজ্জর খুনে 'জড়িত' ভারতীয় আধিকারিকদের জবাব দিতে হবে, দাবি কানাডার নিউজিল্যান্ড সিরিজের দল ঘোষণা! সহ অধিনায়ক বুমরাহ! দল থেকে বাদ এই পেসার… মেয়েকে নিয়ে করণ-বিপাশার দু্র্গা দর্শন!পুজো মণ্ডপে নজরকাড়া দেবীর দুষ্টুমি

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.