বক্স অফিসে বহুরূপী ঝড়। দেব-সৃজিত জুটির টেক্কা-কে পিছনে ফেলে অনেক দূর এগিয়ে গিয়েছে শিবপ্রসাদ-নন্দিতার পুজো রিলিজ। আয়ের নিরিখে টেক্কার দ্বিগুণ ব্যবসা করেছে বহুরূপী। পুজোর রেশ কাটলেও দর্শক হল ভরাচ্ছে এই ছবি দেখতে। বহুরূপীর সবচেয়ে বড় প্রাপ্তি অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায়।
পরিচালক শিবপ্রসাদের কাছে কোথাউ যেন অভিনেতা শিবপ্রসাদ চাপাই রয়ে গিয়েছিল এতদিন। অথচ ইন্ডাস্ট্রিতে শিবপ্রসাদ মুখোপাধ্যায় কেরিয়ার শুরু করেছিলেন অভিনেতা হিসাবেই। অপারাজিতা আঢ্য মুগ্ধ বন্ধুর এই রূপ পর্দায় দেখে। খোলা চিঠিতে তিনি জানান, ‘আজকে আমি বহুরূপী দেখলাম। এই ছবিটা দেখে আমার প্রথমেই যেটা মনে হয়েছে, এটা এক্কেবারে কমার্শিয়াল ছবি। বন্ধু হিসেবে এই বিষয়ে তোকে (শিবপ্রসাদকে) সাধুবাদ দেব প্রথমেই। তোর বানানো যা ছবি আমি দেখেছি, তার মধ্যে এই ছবিটার কমার্শিয়াল ফ্লেভারটা অনেক হাই। এটা একটা হার্ডকোর কমার্শিয়াল ছবি। দ্বিতীয়ত, নন্দিতা রায় আর শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালনায় তৈরি একগুলো ছবির মধ্যে বহুরূপী শ্রেষ্ঠ।’
শিবপ্রসাদের ‘প্রাক্তন’ অভিনেত্রী আরও জানান, ‘আমার মতে এটা তোর কেরিয়ারের শ্রেষ্ঠ অভিনয় হয়ে থাকবে। তোর লুক, তোর শরীরী ভাষা, কথা বলার আদব-কায়দা, সমস্ত কিছুতে আমার মনে হয়েছে তুই খুব বড় মাপের অভিনেতা। কিন্তু তুই যা যা অভিনয় আজ পর্যন্ত করেছিস, তোর শ্রেষ্ঠ অভিনয় হচ্ছে বহুরূপী। বহুরূপী নাম যে ছবির, তুই সেটাকে সার্থক করেছিস। বাকিদের অভিনয় দেখেও আমি অবাক হয়ে গিয়েছি।’
শুক্রবার ছবির স্পেশ্যাল স্ক্রিনিং-এ ছিল চাঁদের হাট। সেখানেও পৌঁছেছিলেন শুভশ্রী-শ্রাবন্তীরা। টলিপাড়ার দুই সুন্দরীও মুগ্ধ শিবপ্রসাদে। শুভশ্রী বললেন, ‘আউটস্ট্যান্ডিং…. গল্পটা এত সুন্দর,স্ক্রিনপ্লে অনবদ্য। আর অভিনয়? সকলে দুর্দান্ত। সকলকে অনেক অভিনন্দন। আমি তো শিবুদাকে বলব এইরকম আরও ছবি দেখতে চাই।’
ছবির ‘এরম তাকাস না, বিয়ে দিয়ে দেব, কেন্দে মরে যাবি’ সংলাপ আগেই ঘর নিয়ে নিয়েছে শ্রাবন্তীর মনে। বহুরূপী দেখে নায়িকা বললেন, ;শিবুদা একাই একশো। আমি যখন প্রথম ছবির ট্রেলারটা দেখেছিলাম উইন্ডোজের অফিসে তখনই বলেছিলাম, এই পুজোর সেরা ছবি বহুরূপী। সবাই দুর্দান্ত। কৌশানিকে দুর্দান্ত লাগছে, আর শিবুদাকে নিয়ে কী বলব? একটা মানুষের মধ্যে এত্ত প্রতিভা। আমি খুব লাকি যে এই ছবিটা দেখলাম।'
প্রযোজনা সংস্থার তরফে শিবপ্রসাদ মুখোপাধ্যায় জানিয়েছেন, ছবির আয় ১০ দিনেই ১০ কোটি ছাপিয়ে ১২ কোটির দিকে এগোচ্ছে। নিঃসন্দেহে উইন্ডোজের সবচেয়ে বড় হিট ছবির তালিকায় একদম উপরে থাকবে বহুরূপী।