জীবনটাকে দু হাত খুলে উপভোগ করতে ভালোবাসেন অপরাজিতা আঢ্য। অভিনয় ভালোবাসেন, নাচ ভালোবাসেন। ভগবানের প্রতি প্রগাঢ় আস্থা। সঙ্গে মন খুলে হাসতে পারেন। ট্রেডমার্ক করা সেই হাসির কারণে ট্রোলও হন তিনি। তবে সেসব নিয়ে মাথা ঘামান না। এমনকী, তাঁর প্রাণোচ্ছ্বল স্বভাবের কারণে শুনতে হয় ‘কচি খুচি’ কটাক্ষও। তবে সেসবে কুছ পরোয়া নেহি।
সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো শেয়ার করে নিলেন নিজেই। যা সস্বতী পুজোর। নিজের নাচের স্কুলেই বাগদেবীর আরাধনা করেছিলেন তিনি। সঙ্গে ছাত্র-ছাত্রীরা। এমনিতেই এই বিশেষ দিনটা আলাদাই আনন্দ নিয়ে আসে বাঙালির কাছে। খিচুড়ি-পোলাও খাওয়া, কোথাও বা আঁকা-নাচের কম্পিটিশন, সবাই মিলে হইহুল্লোড়, আড্ডা গানে সরস্বতীপুজো থাকে জমজমাট। সেরকমই এক মুহূর্তে ক্যামেরাবন্দি হয়েছে এই নাচটা। বলিউডের হিট গান ‘আজ কি রাত’-এ কোমর দোলালেন অভিনেত্রী।
আরও পড়ুন: পাপারাৎজিদের সামনেই মেয়ের পোশাক ঠিক করলেন শাহরুখ, মুচকি হাসি সুহানার! আড়চোখে দেখেই আরিয়ান…
দেখুন অপরাজিতার নাচের সেই ভিডিয়োখানা-
ছাত্রছাত্রীদের কাছে অপরাজিতা তাঁদের ‘মা’। এই নামেই ডাকে সকলে। স্বামী অতনু হাজরার সঙ্গে সুখী দাম্পত্য অপরাজিতার। তবে ২৬ বছরের দাম্পত্যে নেননি নিজের কোনো সন্তান। তবে সেই নিয়ে কোনো আক্ষেপও নেই তাঁর মনে। এক সাক্ষাৎকারে অভিনেত্রীকে বলতে শোনা গিয়েছিল, ‘আমারও তো মেয়ে (পালিত কন্যা-গার্গী) আছে। সে আমাকে ‘মা’ বলে ডাকে। কেবল সে নয়, অনেকেই আমাকে ‘মা’ বলে ডাকে। তাই জীবনে কোনও ঘাটতি নেই। যাঁদের আমি সন্তানসম স্নেহ করি, প্রত্যেকে আমাকে ‘মা’ বলেই ডাকে। সুতরাং, ‘মা’ ডাকের অভাব আমার কাছে নেই।’
আরও পড়ুন: নেই কন্যাদান, বৈদিক নিয়মে করা বিয়ের নিন্দা, নিশানায় কি আদৌ রুবেল-শ্বেতা? জবাব ভাস্করের
তাঁর যে কোনো পোস্টেই, এক ধরনের লোক মন্তব্য করে আসে ‘কচি খুকি’, ‘ন্যাকা’ বলে। যা নিয়ে এক শিশুদিবসে পোস্ট করেছিলেন অপরাজিতা। লিখেছিলেন, ‘পূর্ণবয়স্ক নারী, তিনি হতেই পারেন ব্যাংক কর্মী-শিক্ষিকা-গবেষক-শিল্পী-গৃহবধূ, কিন্তু তিনি যাই হোন না কেন, তিনি যদি নিজের শিশুসুলভতার ভিত্তিতে জীবনের ইঁট গুলো প্রতিস্থাপন করতে চান, বা করেন, তিনি হয়ে যাবেন ন্যাকা, আল্লাদি, বেহায়া, ঢঙি, ইত্যাদি ইত্যাদি। তা তখন তার নাম অপরাজিতা আঢ্য হোক বা আনোয়ারা বিবি, নিতান্ত ন্যাকা ছাড়া তাকে সমাজ আর কোনো নামেই ডাকবে না। পরিবারের ভিতর তুমি বড্ড ছেলেমানুষ! বাচ্চাদের মতো কোরো না! আর সোশ্যাল মিডিয়ার দৌলতে বিশ্বন্যাকা, একেবারে অসহ্য!’
আরও পড়ুন: ‘আই অ্যাম আ ব্লাডি স্টার…’! প্রযোজনার কাজ একটুও পছন্দ না, কারণ কী দেখালেন শাহরুখ
‘কচি খুঁকি শুনতে শুনতে অভ্যস্ত আমি মাঝে মাঝে ভাবি, আমার উপর তো এত মানুষের আশীর্বাদ, তাও আমিই যদি এত শুনি, না জানি অসাধারণ ভাবে সাধারণ নারীদের আরও কী কী শুনতে হয়! যা কানে নেওয়ার নয়, তা না নেওয়াই শ্রেয় জানি, তবু যার কাছে সেটা ছাড়া আর কোনো উপায়ই অবশিষ্ট নেই, তাদের যন্ত্রণার কথা ভাবলে শিশু দিবস আপাদমস্তক ব্যর্থ লাগে।’