এই মুহূর্তে টেলিভিশনের পর্দায় আসছে একের পর এক নতুন ধারাবাহিক। একদিকে যেমন চলতি সিরিয়াল বন্ধ হচ্ছে, তেমনই নতুন কাহিনিও হাজির হচ্ছে। দিন কয়েক ধরেই শোনা যাচ্ছে, নতুন গল্প লিখছেন লীনা গঙ্গোপাধ্যায়। কেন্দ্রে রয়েছেন ‘মোহর’ সোনামণি সাহা। প্রেম-পরকীয়া-সংসারিক কলহ এর ঘেরাটোপেই সুপারহিট বাংলা সিরিয়াল।
কিছুদিন আগেই জানা গিয়েছিল সোনামণি সাহার নায়ক হিসাবে লীনা গঙ্গোপাধ্যায়ের গল্পে দেখা যাবে শ্রীময়ীর ছোট ছেলে ডিঙ্কা অর্থাৎ অভিনেতা সপ্তর্ষি বিশ্বাসকে। এবার কাহিনিতে বিরাট টুইস্ট, জানা যাচ্ছে সপ্তর্ষি-সোনামণি অভিনীত সিরিয়ালে সেকেন্ড লিড হিসাবে থাকছেন অপরাজিতা ঘোষ দাস। স্টার জলসার এই আসন্ন সিরিয়ালের হাত ধরেই নাকি চার বছর পর ছোট পর্দায় কামব্যাক করবেন ঋত্বিক চক্রবর্তী ঘরণী।
কুসুম দোলায় আমরা নেগেটিভ চরিত্রে দেখেছিলাম অপরাজিতাকে, তবে তাঁর অভিনয় দক্ষতা মুগ্ধ করেছিল দর্শককে। গত কয়েক বছর সংসার,সন্তান নিয়েই বেশি ব্যস্ত ছিলেন অভিনেত্রী। যদিও মাসে ‘পোস্ত’, ‘রাজকাহিনি ও শ্রীকান্ত’র মতো ছবিতে দর্শক দেখেছে অপরাজিতাকে, কিন্তু টেলিভিশনে সকলে ভীষণ করেছে তাঁকে। জল্পনা সত্যি হলে অপরাজিতা ভক্তরা দারুণ খুশি হবে, তা বলাই যায়।