বাংলা নিউজ > বায়োস্কোপ > 'যাঁকে ভালো লেগেছে…' চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা

'যাঁকে ভালো লেগেছে…' চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা

চিরসখার সেটে প্রেম নিয়ে খোলামেলা সুদীপ! অপরাজিতাও জানালেন তাঁর ভালোবাসার কথা

লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা 'চিরসখা' আসছে। এই মেগার হাত ধরেই ছোট পর্দা পেতে চলেছে নতুন জুটি। ফের লিড রোলে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। তাঁর সঙ্গে একবারে পজেটিভ চরিত্রে নজর কাড়তে চলেছেন সুদীপ মুখোপাধ্যায়। বুধবার ধারাবাহিকের কলাকুশলীরা 'চিরসখা' নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছে।

লীনা গঙ্গোপাধ্যায়ের নতুন মেগা 'চিরসখা' আসছে। ইতিমধ্যেই প্রকাশ্যে এসেছে ধারাবাহিকের প্রথম ঝলক। এই মেগার হাত ধরেই ছোট পর্দা পেতে চলেছে নতুন জুটি। ফের লিড রোলে ফিরছেন অপরাজিতা ঘোষ দাস। তাঁর সঙ্গে একবারে পজেটিভ চরিত্রে নজর কাড়তে চলেছেন সুদীপ মুখোপাধ্যায়। বুধবার ধারাবাহিকের কলাকুশলীরা 'চিরসখা' নিয়ে তাঁদের নানা অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন।

এবার লীনা গঙ্গোপাধ্যায় না-বলা সম্পর্কের গল্প বলতে আসছেন তাঁর 'চিরসখা'র মাধ্যমে।এই মেগার পিছনে তাঁর ভাবনা নিয়েও নানা কথা ভাগ করে নেন প্রযোজক-লেখিকা। তিনি জানান রবি ঠাকুরের গান 'চিরসখা হে…' তাঁর লেখার অনুপ্রেরণা। এই প্রসঙ্গে লীনা বলেন, ‘চিরসখা শব্দটা খুব চেনা। রবিঠাকুরের থেকেই আমরা জানি 'চিরসখা হে ছেড়ো না…'। এরকম একটা হাত অনেক সময় আমদের জীবনে আসে। কিন্তু অনেক সময় তা অদৃশ্য হয়ে থাকে, কিন্তু আমরা তার ছোঁয়াটা পাই। আবার কখনও খুব স্পষ্ট ভাবেই আমরা হাতটা ধরতে পারি। সমাজের নিয়মের বাইরে গিয়ে যখন হাত ধরা যায় না, তখনই হয় দ্বন্দ।'

লেখিকার মতে অধিকাংশ মানুষের জীবনে এরকম একটা জানলা থাকে, যেখান থেকে সে প্রাণ ভরে অক্সিজেন নিতে পারে। তেমনই জীবনেও অনেক সম্পর্ক থাকে যা একে অপরকে বাঁচিয়ে রাখে। এই রকমই একটা অব্যক্ত ভালোবাসার গল্প 'চিরসখা'।

আরও পড়ুন: 'প্রকৃতির জাদু…', মুম্বইয়ে ফ্ল্যামিঙ্গো দেখতে ছেলেকে নিয়ে হাজির দিয়া মির্জা!

এই মেগায় 'কমলিনী'র চরিত্রে নজর কাড়তে চলেছেন অপরাজিতা। এই ধারাবাহিকের হাত ধরে বেশ অনেক দিন পর মুখ্য চরিত্রে দেখা যাবে তাঁকে। ধারাবাহিকে তাঁর চরিত্র নিয়ে অপরাজিতা বলেন, ‘কমলিনীকে আমি বুঝতে পারি। কমলিনীকে পেয়ে আমি অতন্ত্য কৃতজ্ঞ। কারণ লীনাদির (লীনা গঙ্গোপাধ্যায়) অনেক পছন্দের চরিত্ররা তো আছে। আমার বিশ্বাস 'কমলিনী'ও তাদের মধ্যে একজন।'

অন্যদিকে, মেগাতে 'স্বতন্ত্র'র ভূমিকায় দেখা যাবে সুদীপ মুখোপাধ্যায়কে। তাঁর কথায়, ‘স্বতন্ত্র নামটা প্রথম শুনে আমার খুব ভালো লেগেছিল।’ তবে অভিনেতাকে একটানা বহু দিন নেগেটিভ চরিত্রে দেখেছেন দর্শকরা। সেই জায়গা থেকে তাঁকে পজেটিভ একটা চরিত্রে ভাবার জন্য লেখিকাকে ধন্যবাদ জানাতে ভোলেন না সুদীপ। এই প্রসঙ্গে বলেন, ‘সকলে আমাকে সাধারণত কঠোর, রাগী, কঠিন একটা মানুষ হিসেবে দেখেন। আমি জানি না লীনাদি আমাকে এইভাবে কী করে ভাবলেন। এর জন্য ওঁকে অনেক অনেক ধন্যবাদ।’

নতুন মেগা 'চিরসখা' আসছে
নতুন মেগা 'চিরসখা' আসছে

আরও পড়ুন: নাগাল্যান্ডে 'পাতাল লোক ২'-এর শ্যুটিং! কেমন ছিল অভিজ্ঞতা? জানালেন সুদীপ শর্মা

অভিনেতা আরও বলেন ‘বিগত ২৫ বছর ধরে অভিনয় করছি। তার মধ্যে নানা সময় নানা চরিত্র হয়ে উঠতে হয়েছে। তবে এই চরিত্রটা একেবারে অন্যরকম। পজেটিভ চরিত্র অনেক করেছি, কিন্তু আদ্যপান্ত ভদ্রলোক। যে মানুষের পাশে দাঁড়ায়। শিক্ষিত একটা লোক। এই ধরনের চরিত্র আমি এর আগে একেবারেই করিনি।’

তাছাড়া নিজেদের সম্পর্ক ও পর্দার রসায়ন নিয়ে নানা কথা ভাগ করে নেন অপরাজিতা-সুদীপ। সুদীপের কথায়, ‘সম্পর্ক বেশির ভাগটাই দেখা যায় দেওয়া-নেওয়ার। খুব কম সম্পর্ক দেখা যায়, যেখানে কেউ দিয়ে আনন্দ পায়। আর পাওয়ার হিসেবে না রেখে দেওয়াতে এক অদ্ভুত শান্তি রয়েছে। এই অব্যক্ত প্রেমে থাকে আলাদা এক স্বস্তি। ’

কিন্তু অপরাজিতা-সুদীপদের জীবনে কি এরকম না বলা প্রেম ছিল কখনও? প্রশ্নে অপরাজিতা বলেন, 'আমার জীবনে ওরকম নেই। মানে অনেকদিন হয়তো তাঁকে বলতে পারিনি। কিন্তু তার পর তাঁকে বলেছি, আর একসঙ্গে আছিও। তাই আমি নিজেকে ভাগ্যবতী বলে মনে করি।' তাঁর কথার রেশ টেনে সুদীপ বলেন, 'আমার ক্ষেত্রেও তাই। আমার যাঁকে ভালো লেগেছে ক'দিন পর সে নিজে এসে তাঁর ভালোলাগার কথা আমাকে জানিয়েছে। আমি আজ পর্যন্ত কাউকে প্রোপজ করিনি।'

২৭ জানুয়ারি থেকে রাত ৯ টায় স্টার জলসার পর্দায় শুরু হবে ধারাবাহিকের সম্প্রচার। অপরাজিতা ও সুদীপ ছাড়াও এই মেগায় দেখা যাবে অনুসূয়া মজুমদার, চন্দন সেন, লাভলী মৈত্র -সহ আরও অনেক বড় মাপের তারকাদের।

বায়োস্কোপ খবর

Latest News

সন্তান, চাকরি সামলাতে সপ্তাহে ৫ দিন বিমানে 'ডেইলি প্যাসেঞ্জারি' করেন এই মা! বাংলার বাড়ি প্রকল্পে আরও ৯ হাজার ৬০০ কোটি বরাদ্দ, বিরাট ঘোষণা অর্থমন্ত্রীর স্কুলের ঢোকার ঠিক আগেই বেপরোয়া গাড়ির ধাক্কা, মৃত্যু বিশেষভাবে সক্ষম ছাত্রীর 'নিয়মিত যোগাযোগ থাকবে', প্রকাশিত হল ভারত-ফ্রান্স যৌথ বিবৃতি কীভাবে ফাঁস শোকজের নথি? তদন্তের দাবি জানিয়ে একদিন আগেই জবাব অনিল ভিজের চিকেনের থেকেও বেশি প্রোটিন এই ৫ বীজে! কখন কীভাবে খেলে উপকার? হোলির আগে বক্রী হচ্ছেন শুক্র, ৩ রাশি উঠবে অর্থ সম্পদে ফুলেফেঁপে, বাড়বে রোজগার খালি স্ত্রী ৩ নয়, হরর কমেডি ইউনিভার্সের ৮টি ছবিতেই নায়িকা হবেন শ্রদ্ধা? ভারতের ১ম ও বিশ্বের ৫ম ব্যাটার হিসেবে একই মাঠে টেস্ট, ODI ও T20I শতরান গিলের কামিন্স, স্টার্কদের অবর্তমানে CT 25 জিতবে অস্ট্রেলিয়া! ওয়ার্নারের ভবিষ্যদ্বাণী

IPL 2025 News in Bangla

ক্রিকেটে এবার বিনিয়োগ করল চেলসির মালিকরা! দ্য হান্ড্রেডে কোন দল কিনলেন? রাজস্থান রয়্যালস শিবিরে রিয়ানদের সঙ্গে ক্রিকেটে মাতলেন এড শিরান, চমক জার্সিতে ১টা IPL জিতলে যে টাকা মেলে, তা ১০ বার বিপিএল জিতেও মিলবে না! পুরস্কারমূল্য কত? WPL থেকে ছিটকে গেছেন হিলি! পরিবর্তে দীপ্তি শর্মাকে অধিনায়ক বাছল ইউপি ওয়ারিয়র্জ MIর সব দলের হয়েই ট্রফি জয়ের বিরল নজির বোল্টের! SA20র ফাইনালে হলেন ম্যাচের সেরা ILT20র ফাইনালে ডেজার্ট ভাইপার্স! ৭ উইকেটে জয়! বদলার ম্যাচ দুবাইয়ের বিপক্ষে T20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে BCCIর থেকে কোন পুরস্কার পেলেন রোহিতরা? দেখে নিন ছবি ফর্মে চলে আসব, একটু সময় লাগবে! রঞ্জির কোয়ার্টারে নামার আগে বলছেন সূর্যকুমার যাদব ‘রোহিত শর্মা বলেছিল ইংল্যান্ড ব্যাটারদের…’ ৩ উইকেটের নেপথ্য প্ল্যানিং বললেন রানা ওরা অপরিহার্য ছিল: IPL 2025-এ PBKS-এর দল গঠনের অজানা গল্প শোনালেন রিকি পন্টিং

Copyright © 2025 HT Digital Streams Limited. All RightsReserved.