এতদিন তাঁকে ছোট পর্দা হোক বা বড় পর্দা সবেতেই লক্ষ্মীমন্ত, শান্ত চরিত্রেই দেখা গিয়েছে। কখনও বাড়ির বড় মেয়ে, কখনও নির্যাতিত স্ত্রী, কখনও হাউজ ওয়াইফ, কখনও আবার অন্য কিছু। কিন্তু প্রায় প্রতিটি চরিত্রই পজিটিভ। এবার সেই অপরাজিতা আঢ্যকে দেখা যাবে নেতিবাচক চরিত্রে।
অপরাজিতার নতুন ছবি
অপরাজিতা আঢ্যকে আগামীতে আতিউল ইসলামের ছবি বানসারায় দেখা যাবে। সেখানেই তিনি নেতিবাচক চরিত্রে অভিনয় করবেন। জানা গিয়েছে এটি একটি পুরাণভিত্তিক ছবি হতে চলেছে। গল্পের পটভূমি হবে পুরুলিয়া। সেখানকার এক জমিদার বাড়ির মেয়ে, বড় মায়ের চরিত্রে অভিনয় করবেন অভিনেত্রী। এই চরিত্রের বিষয়ে তিনি আনন্দবাজারকে জানিয়েছেন, 'এই ছবিতে আমার যে চরিত্রটি আছে সেটাকে আপাতদৃষ্টিতে নেতিবাচক মনে হলেও এই চরিত্রের বেশ অনেকগুলো শেড, পরত আছে। আতিউলের কাছে গল্পটা শুনেই মনে হল দারুণ চরিত্র। তাই রাজি হয়ে গেলাম।' তিনি এদিন আরও জানান, 'এতদিন আমি দর্শকদের কাছে ভালোর প্রতিমূর্তি ছিলাম। মাত্র দুই বার সুযোগ এসেছে নেতিবাচক চরিত্র করার।'
আরও পড়ুন: 'কী মনোমুগ্ধকর শো হল!' অনুপমের সুরে মাতল রবিবারের নিক্কো পার্ক, মুগ্ধ লগ্নজিতা - ইমনরা কী বলছেন?
বানসারা বিষয়ে অন্যান্য তথ্য
অপরাজিতা ছাড়াও এই ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় থাকবেন বনি সেনগুপ্ত। তাঁকে পুলিশের চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। পুরাণকে ভিত্তি করে অপরাধের একটি দিক পরিচালক এই গল্পে তুলে ধরবেন বলেই জানা গিয়েছে। চলতি বছরের ডিসেম্বর মাসে শুরু হবে ছবির কাজ। আগামী বছর অর্থাৎ ২০২৫ সালের পুজোর সময় মুক্তি পাওয়ার কথা এই ছবির।
অপরাজিতা আঢ্যর অন্যান্য কাজ
অপরাজিতাকে আগামীতে মানসী সিনহার দ্বিতীয় ছবি ৫ নম্বর স্বপ্নময় লেনেও দেখা যাবে। সম্পর্কের গল্প বলবে এই ছবি। সেখানে তাঁর সঙ্গে থাকবেন খরাজ মুখোপাধ্যায়, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, প্রমুখ।