বাংলা নিউজ > বায়োস্কোপ > হইচই ফেলে দিয়েছেন অপর্ণা-অঞ্জন জুটি! নেপথ্যে রয়েছেন পরমব্রত! কীভাবে?

হইচই ফেলে দিয়েছেন অপর্ণা-অঞ্জন জুটি! নেপথ্যে রয়েছেন পরমব্রত! কীভাবে?

অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত

ফের পর্দায় জুটি বাঁধতে চলেছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। ছবির পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায় জানিয়েছেন তাঁর নতুন ছবি 'এই রাত তোমার আমার'-এর কাজ শেষ হয়েছে। মঙ্গলবার হইচই স্টুডিওজ প্রকাশ্যে আনল ছবির পোস্টার। ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও।

এই ছবি যে আসছে তার আভাস অনেক আগেই দিয়েছিলেন অভিনেতা-পরিচালক পরমব্রত চট্টোপাধ্যায়। সেই সময় তিনি ছবির নাম ও কাস্টিং ঘোষণা করেন। তখনই জানা গিয়েছিল আবার পর্দায় জুটি বাঁধতে চলেছেন অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত। আর তখন থেকেই অপর্ণা-অঞ্জন জুটিকে ফের দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন দর্শকেরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। খুব তাড়াতাড়ি এই বহু প্রতীক্ষিত ছবি মুক্তি পেতে চলেছে। ছবির পরিচালক পরমব্রত জানিয়েছেন তাঁর নতুন ছবি 'এই রাত তোমার আমার'-এর কাজ শেষ হয়েছে। মঙ্গলবার হইচই স্টুডিওজ প্রকাশ্যে আনল ছবির পোস্টার। সেখানেই অপর্ণা সেন এবং অঞ্জন দত্তের প্রথম লুকও প্রকাশ্যে এসেছে। পাশাপাশি ঘোষণা করা হয়েছে ছবি মুক্তির দিনও।

ছবির পোস্টার ও অভিনেতাদের প্রথম লুক সম্পর্কে

ছবির পোস্টারে অপর্ণা সেন ও অঞ্জন দত্তকে দেখা যাচ্ছে। স্নিগ্ধ হাসিতে অপর্ণা আলো করেছেন পোস্টার। কাঁচা-পাকা চুল, চোখে মোটা ফ্রেমের চশমা, কপালে বড় লাল টিপ আর পরনে লাল-সাদা-কালো শাড়িতে অপরূপা অপর্ণা। তবে সবকিছুকে ছাপিয়ে গিয়েছে অভিনেত্রীর ব্যক্তিত্ব। আর পোস্টারে তাঁর দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে অঞ্জন দত্ত। তাঁরও চোখে চশমা, মাথায় সাদা চুল, পরণে সাদামাটা শার্ট ও সোয়েটার। পোস্টারেই তাঁদের যে দারুণ সমীকরণ ফুটে উঠেছে, তা যে পর্দায় আরও মনগ্রাহী হবে তা বলাই বাহুল্য।

আরও পড়ুন: 'যখন এটা বুঝতে পারবে…' ইশক ভিশকে বোনের অভিনয় দেখে মুগ্ধ,পশমিনাকে কী টিপস হৃতিকের

ছবির গল্প সম্পর্কে

বয়সের সঙ্গে সঙ্গে বদলায় সম্পর্কের গভীরতা, প্রতিটা বয়সেই থাকে প্রেমকে নতুন করে খুঁজে নেওয়ার তাগিদ। দায়িত্ব, পরিস্থিতি ও জীবনের নানা মুহূর্তে গড়ে ওঠা নতুন নতুন সম্পর্ক কতটা প্রভাব ফেলে দাম্পত্যে? এবার অপর্ণা সেন এবং অঞ্জন দত্তকে নিয়ে সেই গল্প পর্দায় তুলে ধরবেন পরমব্রত। এর আগে, তাঁদের একসঙ্গে শেষবার দেখা গিয়েছিল সৃজিত মুখোপাধ্যায়ের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ছবি 'এক যে ছিল রাজা'-তে। আর সেই জুটি আবার 'এই রাত তোমার আমার'-এর হাত ধরে ফিরছেন বড় পর্দায়। চলতি মাসের ৩০ তারিখ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।

'এই রাত তোমার আমার'-এর পোস্টার
'এই রাত তোমার আমার'-এর পোস্টার

আরও পড়ুন: ‘পদাতিক’ নিয়ে বলতে গিয়ে 'পালান' ও 'চালচিত্র এখন'-এর প্রসঙ্গ টেনে যা বললেন সৃজিত

প্রসঙ্গত, এর আগে, হইচই স্টুডিওজ থেকে মুক্তি পেয়েছিল, 'শ্রী স্বপনকুমারের বাদামি হায়নার কবলে'। এই ছবিটির পরিচালক ছিলেন দেবালয় ভট্টাচার্য। সেটাই ছিল হইচই' স্টুডিওজর প্রথম ভেঞ্চার্স। এরপর হইচই' স্টুডিওজের পক্ষ থেকে মুক্তি পেতে চলেছে 'এই রাত তোমার আমার'।

বায়োস্কোপ খবর

Latest News

মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে আজকের দিন? জানুন রাশিফল অতি ভারী বৃষ্টি ৯ জেলায়, শনিতে বইবে ঝোড়ো হাওয়াও, বিশ্বকর্মা পুজোয় এরকমই হবে? বৃষ্টিস্নাত দিল্লিতে যেন দীপাবলি! ‘হিরোর’ বরণ পেয়ে কেজরি বললেন ‘জেলের গরাদও….’ ১৭টি ছক্কা, ৫টি চার! মাত্র ৩৩ বলে সেঞ্চুরির গণ্ডি টপকে তাণ্ডব আইপিএল তারকার পুজোর গান গেয়ে ট্রোলড বাবুল!‘আমরা সফট টার্গেট বলেই…’, ফুঁসে উঠলেন তৃণমূলের বাবুল CPM বিধায়কদের সঙ্গে বৈঠক, বিয়েবাড়ির ভেজ কাউন্টার- একাকী মমতার ছবিতে মিমের বন্যা আগামী পাঁচ বছরের মধ্যে বৃষ্টিপাত ও আবহাওয়া নিয়ন্ত্রণে আনার পরিকল্পনা ভারতের ১৯৮৪তে ছিনতাই হওয়া বিমানে ছিলেন বাবা, সেদিনের চমকে দেওয়া ঘটনা সামনে আনলে জয়শঙ্কর বেস কিচেন পালটেগেল ক্লাউড কিচেনে, মুম্বই থেকে পরিবর্তন শুরু ভারতীয় রেলে বেঁচে আছেন লাদেন পুত্র, সলতে পাকাচ্ছেন বাবার সংগঠনে, নিরাপত্তায় ৪৫০ যোদ্ধা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.