ভারতীয় বিনোদন জগতের অন্যতম দাপুটে অভিনেত্রী নন তিনি, একজন দক্ষ পরিচালকও বটে। কিন্তু যিনি মাত্র ১০ বছর বয়স থেকেই জানতেন তিনি অভিনেত্রী হবেন, অভিনয় যাঁর ভালো লাগা ছিল তিনি কেন আচমকা পরিচালনায় মন দেন? কী জানালেন অপর্ণা সেন?
আরও পড়ুন: ‘আমাদের নিরাপত্তার স্বার্থে অকারণ জল্পনা বন্ধ করুন’, সইফের হামলা নিয়ে মুখ খুললেন করিনা
আরও পড়ুন: 'রক্তাক্ত অবস্থাতেও তৈমুরের হাত ধরে সিংহের মতো হাসপাতালে ঢোকেন' সইফ
অভিনয় নিয়ে বিরক্ত হয়ে গেছিলেন অপর্ণা
আগামীতে মুক্তি পাচ্ছে অপর্ণা সেন এবং অঞ্জন দত্ত অভিনীত এই রাত তোমার আমার। পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত সেই ছবি মুক্তির আগে এদিন দুই অভিনেতাকে কাজ নিয়ে আড্ডা দিতে দেখা যায়। সেখানেই অপর্ণা সেন বলেন, 'বাণিজ্যিক ছবিতে যে অভিনয় করছিলাম সেই অভিজ্ঞতা খুব একটা ভালো নয়। সব সময় সবাইকে কেমন দেখতে, কেমন দেখাচ্ছে এটা নিয়ে ব্যতিব্যস্ত ছিল। আমি যখন উৎপল দত্তের প্রফেসর মামলকে অভিনয় করেছিলাম তখন এসব ভাবতাম না তো, মৃণাল কাকা (মৃণাল সেন) সহ আর যাঁরা যাঁরা এসেছিলেন সবাই ভালো বলেছিলেন। আমি তখন একবারও ভাবিনি যে কেমন দেখাচ্ছে। এখানে এসে প্রোফাইল ভালো না, হাঁটা ভালো না। অসহায় লাগত, খারাপ লাগত। কিন্তু যেহেতু স্থির করেছি অভিনেত্রী হবো, তো কী আর করব।'
এদিন পারমিতার একদিন ছবির পরিচালক বলেন, 'এখন যে মেনস্ট্রিম হচ্ছে সেটা আলাদা আমাদের সময় যা ছিল সেটার থেকে। আমাদের সময় মেনস্ট্রিম বড় এক রকম ছিল। রোম্যান্টিক নায়িকা মানেই ন্যাকা ন্যাকা, মুখ নিচু করে উপর দিকে তাকানো, এসব ব্যাপার। আমার খুব খারাপ লাগত। আমার ভালো লাগত কমেডি করতে, যেমন বসন্ত বিলাপ, ইত্যাদি। ওগুলোতে ন্যাকামি করলেও মজার করে করা যেত। আমার কমেডি করতে ভালো লাগে।'
অভিনয় থেকে পরিচালনায় মন। কিন্তু কেন? এই বিষয়ে অপর্ণা সেন জানান, 'অভিনয় করে আনন্দ পাচ্ছিলাম না সেটা বললে কম বলা হবে। আনন্দ পাচ্ছিলাম না তো বটেই। বরং কান্না পেত। যে জিনিসে বিশ্বাস করি না, যে সিনেমায় বিশ্বাস করি না, ভালো লাগে না তাতেই আমায় অভিনয় করে যেতে হবে সারাজীবন। একটা ফ্রাস্ট্রেশন থেকে মনে হয়েছিল যে এর ভালো লাগছে না। মন ভরত না। তাই পরিচালনায় আসা। আর মনে হয় যে পরিচালক যদি কাজ জানে তবে অভিনয় করব।'
আরও পড়ুন: আগে জেহর ঘরে ঢুকে তাকে বন্দি বানানোর চেষ্টা করে আততায়ী? চায় ১ কোটি টাকা মুক্তিপণ?
প্রসঙ্গত আগামী ৩১ জানুয়ারি মুক্তি পেতে চলেছে এই রাত তোমার আমার। ইতিমধ্যেই কলকাতা ফিল্ম ফেস্টিভালে প্রদর্শিত হয়েছে এই ছবি। পেয়েছে দর্শক, সমালোচকদের বহুল প্রশংসা।