বাংলা নিউজ > বায়োস্কোপ > Shakib-Apu: ধর্ষণের অভিযোগে ‘ছি ছি’ চলছে শাকিবকে নিয়ে, প্রাক্তন বরের পাশে দাঁড়ালেন অপু

Shakib-Apu: ধর্ষণের অভিযোগে ‘ছি ছি’ চলছে শাকিবকে নিয়ে, প্রাক্তন বরের পাশে দাঁড়ালেন অপু

‘ধর্ষণের অভিযোগ ওঠা’ শাকিবের পাশে অপু।

শাকিবের নামে উঠেছে ধর্ষণের অভিযোগ। তবে এই খারাপ সময়েও পুরনো বর ও ছেলের বাবার সঙ্গ ছাড়লেন না অপু বিশ্বাস। 

গত দু'দিন ধরেই বাংলাদেশের সংবাদমাধ্যম উত্তাল শাকিব খানকে ঘিরে। পড়শি দেশের এই সুপারস্টারের উপরে ধর্ষণের অভিযোগ তুলেছেন প্রযোজক রহমত উল্লাহ নামের এক মহিলা। আপাতত শাকিবকে নিয়ে চলছে নোংরা কটাক্ষ চারদিকে। বুধবার রহমত দাবি করেছিলেন অস্ট্রেলিয়ায় শ্যুট চলাকালীন তিনি সহ-প্রযোজককে ধর্ষণ করেছিলেন। তবে সবাই যখন শাকিবকে নিয়ে ‘ছি ছি’ করছে, সেখানে প্রাক্তনের পাশে দাঁড়িয়েছে অপু বিশ্বাস।

গুলশানের একটি রেস্তোরাঁয় অভিযোগকারী প্রযোজকের সঙ্গে শাকিব খানকে নিয়ে বৈঠক করেন অপু বিশ্বাস। প্রযোজক রহমত উল্লাহ এই প্রসঙ্গে সংবাদমাধ্যমকে বলেন, ‘অপু বিশ্বাস আমাকে বারবার ফোন করছিলেন বিষয়টি মীমাংসার জন্য। তিনি শাকিব খানের সঙ্গে আমাকে দেখা করারও অনুরোধ করেন। আমি পরিষ্কার বলেছি- আমার সঙ্গে দেখা করতে হলে শাকিবকে নিজেকে আসতে হবে। এর কিছুক্ষণ পর অপু শাকিবকে নিয়ে আসে।’

জানা যাচ্ছে গুলশনের এক রেস্টোরাঁয় হয় এই বৈঠক। তাদের মধ্যস্থতায় ছিলেন প্রযোজক খোরশেদ আলম খসরু। রহমত উল্লাহ সংবাদমাধ্যমে জানিয়েছেন শাকিব সাইন করে কথা দিয়েছেন অসমাপ্ত ছবির কাজ শেষ করার। তবে কোনও কথা দেননি শাকিবের উপরে ধর্ষণের অভিযোগ তোলা প্রযোজক নিজেই।

২০১৭ সালে ‘অপারেশন অগ্নিপথ’-এর শ্যুটিংয়ে ঘটেছে এত ঘটনা, তাও আবার অস্ট্রেলিয়ার মাটিতে। রহমত উল্লাহ জানিয়েছেন তখন শ্যুটের সময় শাকিবকে নাকি নিয়মিত পতিতালয়ে নিয়ে যেতে হত। আর তা না হলে হোটেলেই যৌনকর্মীদের আনতে হত। কোনও কোনও দিন একাধিকবারও এমন ঘটনা ঘটেত। আর যৌনকর্মীদের পারিশ্রমিক দিত হত প্রযোজকদের। এখানেই শেষ নয়, এক নারী সহ-প্রযোজককেও শাকিব নাকি পৈশাচিকভাবে ধর্ষণ করেন, রক্তাক্ত অবস্থায় তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। ওই নির্যাতিতা সেসময়ই অস্ট্রেলিয়া পুলিসের দারস্থ হয়েছিলেন। সেই নারী বাংলাদেশ বংশোদ্ভূত মহিলা। এমনকী সকলেই যখন নির্যাতিতাকে নিয়ে হাসপাতালে ব্যস্ত তখন শাকিব খান চুপিসারে বাংলাদেশে ফিরে আসেন। ২০১৮ সালে এরপর শাকিব ফের অস্ট্রেলিয়ায় পৌঁছলে তাঁকে পুলিশ গ্রেফতার করে। সামাজিক চাপে বাধ্য হয়ে নির্যাতিতা চুপ ছিলেন, তাই সে যাত্রায় মুক্তি পান শাকিব।

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)

 

বন্ধ করুন