বাংলা নিউজ > বায়োস্কোপ > Apurva Asrani on Sushant: একা প্রিয়াঙ্কা নন, সুশান্তকেও কোণঠাসা করা হয় বলিউডে, দাবি জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের

Apurva Asrani on Sushant: একা প্রিয়াঙ্কা নন, সুশান্তকেও কোণঠাসা করা হয় বলিউডে, দাবি জাতীয় পুরস্কার জয়ী পরিচালকের

শান্ত সিং রাজপুতকে বলিউডে কোণঠাসা করা হয়েছিল

Apurva Asrani on Sushant Singh Rajput: সম্প্রতি একটি সাক্ষাৎকারে এডিটর অপূর্ব আসরানি বলেন যে শেষদিন পর্যন্ত সুশান্ত সিং রাজপুতকে বলিউডে কোণঠাসা করা হয়েছিল।

ভারতে এসে রীতিমত বম্ব ফাটালেন প্রিয়াঙ্কা চোপড়া। জানালেন তাঁর বলিউড ছাড়ার কারণ, জানালেন কীভাবে তাঁকে এখানে কোণঠাসা করা হয়েছিল সেই কথা। সেই নিয়েই রীতিমত সরগরম হয়ে আছে বলি পাড়া। এরই মধ্যে আরও এক চাঞ্চল্যকর তথ্য সামনে আনলেন অপূর্ব আসরানি। এই জাতীয় পুরস্কার প্রাপ্ত পরিচালক বলেন যে সুশান্তকেও একই ভাবে বলিউডে কোণঠাসা করা হয়েছিল।

অপূর্ব সম্প্রতি একটি সাক্ষাৎকারে বলেন, সুশান্ত সিং রাজপুতকে ধীরে ধীরে এক ঘরে করে দেওয়া হয়েছিল বলিউডে। তাঁর নামে চালানো হয়েছিল অপপ্রচার। শুধু তাই নয়, তিনি বলেন সুশান্তের শেষ ছবি ১০০ কোটি টাকার উপর ব্যবসা করলেও সেটাকে ফ্লপ হিসেবে দেখানো হয়েছিল।

তিনি আরও জানান আগে যেমন প্রিয়াঙ্কার বিষয়ে নানা অপপ্রচার চালানো হয়েছিল যে তিনি নাকি মাত্র একটি বছরেই দুটি হিট ছবি দিয়েছিলেন। এক বছরেই অগ্নিপথ আর বরফির মতো হিট ছবি দিয়েছিলেন। কোনও প্রথম সারির নায়ক নাকি তাঁর সঙ্গে কাজ করতে চাইত না। তেমন ভাবে একই কথা সুশান্তের বিষয়েও বলা হয়েছিল।

এই বিষয়ে উল্লেখযোগ্য ২০২০ সালের ১৪ জুন অভিনেতাকে মৃত অবস্থায় তাঁর বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার করা হয়। পুলিশ এখনও তাঁর মৃত্যু নিয়ে তদন্ত চালাচ্ছে। যদিও কিছুদিন আগে তাঁর মৃত্যু নিয়ে নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। কুপার হাসপাতালের মর্গের এক কর্মী জানিয়েছেন সুশান্তের দেহ দেখে মোটেই সেটাকে আত্মহত্যা বলে মনে হয়নি তাঁদের। বরং খুন মনে হয়েছে কারণ অভিনেতার গায়ে একাধিক আঘাতের চিহ্ন ছিল। সুশান্তের দিদি শ্বেতাও এই বিষয়ে মুখ খুলেছেন। তিনি সিবিআইয়ের কাছে তদন্তের দাবি করেন ওই ব্যক্তির ভিডিয়ো শেয়ার করে।

বন্ধ করুন