বাংলা নিউজ > বায়োস্কোপ > AR Rahman: 'সমকামিতায় বিশ্বাস নেই, তবুও লেসবিয়ান ছবি 'ফায়ার'-এর গান বেঁধেছিলাম', সোজসাপটা এআর রহমান

AR Rahman: 'সমকামিতায় বিশ্বাস নেই, তবুও লেসবিয়ান ছবি 'ফায়ার'-এর গান বেঁধেছিলাম', সোজসাপটা এআর রহমান

ফায়ার-এর মিউজিক কম্পোজার ছিলেন রহমান

AR Rahman on ‘Lesbian Film’ Fire: দীপা মেহতা পরিচালিত ফায়ার (১৯৯৬) ছিল ভারতে তৈরি প্রথম লেসবিয়ান ছবি। দুই জা-এর সমকামী সম্পর্কের এই কাহিনি ঘিরে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছিল। 

নিজের ব্যক্তিগত বিশ্বাস আর মূল্যবোধকে কর্মক্ষেত্র থেকে সহজেই আলাদা রাখতে পারেন এআর রহমান। তাঁর বিশ্বাসের সঙ্গে মিল নেই, এমন প্রোজেক্টও হাতে নিতে তাঁর অসুবিধা হয় না। তবে একটা শর্ত সবসময় থাকে। রহমান দেখেন, সেই ছবির মাধ্যমে পরিচালক গুরুত্বপূর্ণ কিছু বলতে চাইছেন কিনা। 

উদাহরণ টেনে অস্কারজয়ী সঙ্গীত পরিচালক বলেন, দীপা মেহতার ‘ফায়ার’ ছবিতে সমকামিতা তুলে ধরা হয়েছিল। ‘লেসবিয়ান’ সম্পর্কের প্রেক্ষাপটে সাজানো সেই ছবির সঙ্গে তাঁর মূল্যবোধ মেলে না, কিন্তু তবুও আজ থেকে প্রায় দু-দশক আগের সেই ছবির গান বাঁধতে কোনও অসুবিধা হয়নি তাঁর। 

এক সাক্ষাৎকারে রহমানকে প্রশ্ন করা হয়েছিল ছবিতে যে ধ্যানধারণা তুলে ধরা হচ্ছে, তার থেকে কি নিজের ব্যক্তিগত বিশ্বাসকে তিনি আলাদা করতে পারেন? সঙ্গীত পরিচালক স্পষ্টরূপে জানান, জীবনে চলার পথে অনেক অভিজ্ঞতা সংগ্রহ করেছেন তিনি। যা দেশ-দুনিয়া সম্পর্কে তাঁর ধারণা গড়ে তুলেছে। তবে যে শিল্প তিনি তৈরি করেন সেটির পথের কাঁটা কোনওদিন হয়নি তাঁর ব্য়ক্তিগত বিশ্বাস। 

রহমান বলেন, ‘আমার ইটের তৈরি বাড়ি ছিল একটা বস্তির পাশে। পাশেই থাকতেন ডান্স মাস্টার থানকাপ্পান, কমল হাসান তাঁকে অ্যাসিস্ট করত। … আমি অনেক কিছু দেখেছি। আমি অনেক ধরণের ফিল্ম দেখেছি। পেশাদার হিসাবে আমি জানি আমাকে সবধরণের বিষয় সামাল দিতে হবে’। 

এরপর তিনি যোগ করেন, ‘ধরুন, আমি ফায়ার-এ কাজ করেছি। সেটি একটি লেসবিয়ান মুভি। সেটা আমার মূল্যবোধের সঙ্গে খাপ খায় না, বা আমি তাতে বিশ্বাস করি না। কিন্তু আমার মনে হয়েছিল মানবিকতার পাশে তো আমি থাকতেই পারি। ঠিক তেমনভাবেই পোন্নিয়ান সেলভান ২-তে এত খুন-হিংসা ছড়িয়ে রয়েছে। কিন্তু সেটা ইতিহাস যা বদলানো যাবে না’। 

দীপা মেহতা পরিচালিত ফায়ার ছিল ভারতে তৈরি প্রথম লেসবিয়ান (দুই নারীর মধ্যে সমকামী সম্পর্ক) ছবি। ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন শাবানা আজমি ও নন্দিতা দাস। ১৯৯৬ সালে টরেন্টো ফিল্ম ফেস্টিভ্যালে প্রথম দেখানো হয়েছিল এই বহুল সমালোচিত ছবি। দু-বছর ভারতে মুক্তি পায় ‘ফায়ার’ দুই জা-এর মধ্যেকার সমকামি সম্পর্কের এই আখ্যান ঘিরে দেশজুড়ে বিতর্ক দানা বেঁধেছিল। একাধিক হিন্দু সংগঠন এই ছবির বিরোধিতায় সরব হয়। ভাঙচুর চলে প্রেক্ষাগৃহে। পরে কেন্দ্রীয় তথ্য় সম্প্রচার মন্ত্রকে এই ছবিকে সিবিএফসি-তে ফেরত পাঠায়। প্রতিবাদে পথে নামেন পরিচালক দীপা মেহতা। তাঁর সমর্থনে এগিয়ে এসেছিলেন দিলীপ কুমার, মহেশ ভাটরা। পরে ‘আনকাট’ ফায়ার ফের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল, তবে সমালোচনা কম হয়নি ছবি ঘিরে। 

বায়োস্কোপ খবর

Latest News

ঝড়গ্রামের মেয়ে, স্কুলে পড়াকালীন অডিশন দেন, কীভাবে পড়শোনা করেন আরাত্রিকা? জেলে হার্ট অ্যাটাক ৫ বারের বিধায়কের, মৃত্যু পূর্ব UP-র 'ত্রাস' মুখতার আনসারির 'তিনদিন বিছানা ছেড়ে উঠতেই পারিনি', RR-কে জিতিয়ে চমকে দেওয়া স্বীকারোক্তি রিয়ানের ধনু-মকর-কুম্ভ-মীনের শুক্রবার কেমন কাটবে? জানুন রাশিফল ধোনি ভালো ক্যাচ ধরেছে,তবে রাহানে আরও বেশি ফিট-বুড়োদের পারফরম্যান্সে মজেছেন বীরু সিংহ-কন্যা-তুলা-বৃশ্চিকের কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল মেষ-বৃষ-মিথুন-কর্কট রাশির কেমন কাটবে শুক্রবার? জানুন রাশিফল RR vs DC: পন্তের হাত ধরে ডিআরএস নিতে বাধ্য করলেন কুলদীপ, আউট হলেন বাটলার- ভিডিয়ো শিবসেনায় যোগ দিয়েই একনাথের গুণগান গোবিন্দার, লোকসভায় লড়ছেন নাকি? ‘সাপখোপ বিশেষ…’, উলুপি একা নয়, সৃজিতের মোট ৪টি বল পাইথন আছে, জানালেন মিথিলা

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.